27 & 28th August Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৭ ও ২৮শে আগস্ট – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 27 & 28th August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 26th August Current Affairs Quiz 2023 – Bengali
Daily Current Affairs MCQ in Bengali
১. সম্প্রতি কোন ভারতীয় নৌ জাহাজ দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে পৌঁছেছে ?
(A) INS মাগার
(B) INS কুলিশ
(C) INS সুনয়না
(D) INS বিন্ধ্যাগীর
আইএনএস সুনয়না ২১-২৫ আগস্ট দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দর পরিদর্শন করেছে ।
২. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মান্ডির বোর্ড অফ গভর্নরস (BOG) এর চেয়ারপার্সন হিসাবে কাকে সম্প্রতি নিযুক্ত করা হয়েছে?
(A) দ্রৌপদী মুর্মু
(B) নরেন্দ্র মোদি
(C) ভি.কে. সিং
(D) কানওয়াল জিত সিং ধিলন
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মান্ডির বোর্ড অফ গভর্নরস (BOG) এর চেয়ারপারসন হিসাবে লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) কানওয়াল জিত সিং ধিলোনকে নিযুক্ত করেছেন।
৩. সম্প্রতি প্রয়াত আরলিন সরকিন কোন সিনেমার চরিত্রের ভয়েস দেওয়ার জন্য বিখ্যাত ছিলেন?
(A) ব্যাটওম্যান
(B) ওয়ান্ডার ওম্যান
(C) হার্লে কুইন
(D) ক্যাপ্টেন মার্ভেল
- মার্কিন অভিনেত্রী, চিত্রনাট্যকার ও টিভি ব্যক্তিত্ব আরলিন সরকিন মারা গেছেন।
- ডিসি কমকিসের অ্যানিমেশন ইউনিভার্সে খল চরিত্র হার্লে কুইনে কণ্ঠ দিয়ে তিনি ব্যাপক পরিচিতি পান।
- ৬৭ বছর বয়সী তারকার মৃত্যুর কারণ জানা যায়নি।
৪. সম্প্রতি প্রয়াত হয়েছেন জয়ন্ত মহাপাত্র। তিনি কোন সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন ?
(A) ১৯৮১
(B) ১৯৮৬
(C) ১৯৮৮
(D) ১৯৯১
- জয়ন্ত মহাপাত্র হলেন একজন ভারতীয় ইংরেজ কবি।
- ১৯৮১ সালে জয়ন্ত মহাপাত্র তাঁর কবিতার বই রিলেশনশিপ-এর জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন।
- তিনি ইংরেজি ভাষার প্রথম লেখক যিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান।
- তিনি ২০০৯ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হন।
- ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিবাদ করতে ২০১৫ সালে তিনি পুরস্কারটি ফিরিয়ে দেন।
৫. ইন্ডিয়ান অয়েলের Indane XTRATEJ LPG ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে সম্প্রতি নিযুক্ত হয়েছেন ?
(A) অক্ষয় কুমার
(B) বিকাশ খান্না
(C) রণবীর ব্রার
(D) সঞ্জীব কাপুর
- সঞ্জীব কাপুর (জন্ম ১০ এপ্রিল ১৯৬৪) একজন ভারতীয় সেলিব্রিটি শেফ, উদ্যোক্তা এবং টেলিভিশন ব্যক্তিত্ব।
- ইন্ডিয়ান অয়েলের Indane XTRATEJ LPG ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি তিনি নিযুক্ত হয়েছেন ।
- রন্ধনশিল্পে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি ২০১৭ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।
৬. বিশ্ব অ্যাথলেটিক্সে স্বর্ণ জয়ী প্রথম ভারতীয় কে ?
(A) হিমা দাস
(B) নীরজ চোপড়া
(C) মুরলী শ্রীশঙ্কর
(D) দ্যুতি চাঁদ
- বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের অলিম্পিক্স চ্যাম্পিয়ন নিরাজ চোপড়া। যা বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের মঞ্চে ভারতের প্রথম সোনা জয়।
- ৮৩.৯৮ মিটার জ্যাভেলিন ছুড়ে তিনি এই সোনা জিতে নিয়েছেন ।
৭. কোন দেশ টানা পাঁচ মাস EM league table এর শীর্ষে রয়েছে ?
(A) ব্রাজিল
(B) চীন
(C) ভারত
(D) আমেরিকা
মিন্টের ইমার্জিং মার্কেটস ট্র্যাকার অনুসারে, ৭৫ এর কম্পোসিট স্কোর নিয়ে ভারত টানা পঞ্চম মাসে তার শীর্ষস্থান ধরে রেখেছে।
৮. মহিলাদের IBSA বিশ্ব গেমসের ফাইনালে, ভারত কাকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জিতেছে ?
(A) ইংল্যান্ড
(B) পাকিস্তান
(C) অস্ট্রেলিয়া
(D) বাংলাদেশ
ভারতীয় মহিলা অন্ধ ক্রিকেট দল ফাইনালে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে IBSA বিশ্ব গেমসে স্বর্ণপদক জিতেছে।
৯. ভারতীয় বিমান বাহিনীর “নি-ক্ষয় মিত্র” (“Ni-kshay Mitra”) উদ্যোগের মূল উদ্দেশ্য কি?
(A) যক্ষ্মা রোগীদের বৃত্তিমূলক সহায়তা প্রদান
(B) ২০৩০ সালের মধ্যে টিবি নির্মূল করা
(C) যক্ষ্মা রোগীদের আর্থিক সহায়তা প্রদান
(D) ২০২৫ সালের মধ্যে টিবি নির্মূল করা
- ভারতীয় বিমান বাহিনী ‘নি-ক্ষয় মিত্র’-এর অংশ হিসাবে ৭৬৫ জন টিবি রোগীদের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
- এটি “প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযান” (PMTBMBA) এর অধীনে একটি উদ্যোগ যা স্বাস্থ্য মন্ত্রক দ্বারা বাস্তবায়িত হয়েছে এবং এটি ২০২৫ সালের মধ্যে দেশ থেকে TB রোগ নির্মূল করার লক্ষ্যমাত্রা রেখেছে।
১০. সম্প্রতি BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপে এইচএস প্রণয় কোন পদক জিতে নিয়েছেন ?
(A) সোনা
(B) সিলভার
(C) ব্রোঞ্জ
(D) কোনোটিই নয়
- কুনলাভূত ভিতিদসরনের বিরুদ্ধে সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিতই হলেন প্রণয়।
- ফলে শেষমেশ ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল প্রণয়কে।
- এটি অবশ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাঁর প্রথম ও ভারতের ১৪তম পদক।
১১. উত্তর প্রদেশের কোন জায়গায়, PwD ‘রাস্তা মেরামত অ্যাম্বুলেন্স’ মোতায়েন করেছে?
(A) প্রয়াগরাজ
(B) লখনউ
(C) অযোধ্যা
(D) বারাণসী
নতুন ‘রাস্তা মেরামত অ্যাম্বুলেন্স’ (‘road repair ambulance’) উদ্যোগের মাধ্যমে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট (PWD) লখনউয়ের রাস্তাগুলিকে গর্তমুক্ত রাখার আশা করছে।
১২. ২০২৩ সালে জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য কতজন শিক্ষক নির্বাচিত হয়েছেন?
(A) ৪৪
(B) ৪৮
(C) ৫০
(D) ৫২
- এই বছরের জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য সারা দেশ থেকে ৫০ জন নির্বাচিত হয়েছেন।
- দিল্লিতে শিক্ষক দিবসে (৫ সেপ্টেম্বর) একটি জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক তাদের অভিনন্দন জানাবে।
১৩. শেল ইন্ডিয়া (Shell India) এর নতুন কান্ট্রি চেয়ার হিসেবে নিযুক্ত হয়েছেন –
(A) দীপক রাওয়াত
(B) ইয়াসমিন হিলটন
(C) নিতিন প্রসাদ
(D) মানসী মদন ত্রিপাঠী
- শেল ইন্ডিয়া কোম্পানির নতুন কান্ট্রি চেয়ার হিসেবে মানসী মদন নিযুক্ত হয়েছেন।
- তিনি ১লা অক্টোবর, ২০২৩ থেকে এই দায়িত্ব নেবেন।
- ত্রিপাঠি নিতিন প্রসাদের স্থলাভিষিক্ত হবেন যিনি ২০১৬ সাল থেকে শেল ইন্ডিয়ার কান্ট্রি চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৪. কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের প্রথম মহিলা ফিল্ড ডিরেক্টরের নাম কী?
(A) ডাঃ সোনালী ঘোষ
(B) ডাঃ প্রতিকা ঘোষ
(C) ডাঃ মেঘা ঘোষ
(D) ডাঃ বেদিকা ঘোষ
- ডঃ সোনালী ঘোষ কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের প্রথম মহিলা ফিল্ড ডিরেক্টর হতে চলেছেন ।
- ইউনেস্কো ১৯৮৫ সালের ডিসেম্বরে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে।
দেখে নাও : ভারতের জাতীয় উদ্যানের তালিকা
দেখে নাও : ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির তালিকা
১৫. ISKCON দ্বারা তৈরি বিশ্বের প্রথম ইন্টিগ্রেটেড ই-লাইব্রেরি অ্যাপের নাম কী?
(A) Divine Tales
(B) e-ISKCON
(C) Hare Rama, Hare Krishna
(D) Transcend
ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ISKCON) তার যুগান্তকারী মোবাইল অ্যাপ্লিকেশন “ট্রান্সসেন্ড” উন্মোচন করেছে।
১৬. ভারতের কোন জেলা ৩০ দিনে ১৫৪৬টি খামার পুকুর তৈরি করে বিশ্ব রেকর্ড তৈরী করেছে ?
(A) তিরুপাথুর
(B) তাঞ্জাভুর
(C) মাদুরাই
(D) ভেলোর
তামিলনাড়ুর তিরুপাথুর জেলায় জেলা গ্রামীণ উন্নয়ন সংস্থা (DRDA) মাত্র ৩০ দিনে ১৫৪৬টি খামার পুকুর তৈরি করে একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছে।
To check our latest Posts - Click Here