Daily Current Affairs in BengaliCurrent Affairs

23rd August Current Affairs Quiz 2023 – Bengali – চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছলো চন্দ্রযান ৩

Daily Current Affairs MCQ in Bangla - কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩শে আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23rd August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও :  22nd August Current Affairs Quiz 2023 – Bengali – BPCL এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর রাহুল দ্রাবিড়

Daily Current Affairs MCQ in Bengali


১. রাজস্থানের পঞ্চম টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত?

(A) ধোলপুর-কড়ৌলি
(B) জালোরে
(C) শ্রী গঙ্গানগর
(D) চিতোরগড়

উত্তর
(A) ধোলপুর-কড়ৌলি

  • রাজস্থান তার পঞ্চম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র পেয়েছে।
  • ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (NTCA) সম্প্রতি রাজস্থানের ধোলপুর-কারাউলি রিজার্ভকে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে অনুমোদন দিয়েছে।

রাজস্থানের অন্যান্য ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলি হল –

  •  রামগড় বিষধরী টাইগার রিজার্ভ,
  • মুকান্দ্রা হিলস টাইগার রিজার্ভ,
  • রণথম্ভোর টাইগার রিজার্ভ এবং
  • সরিস্কা টাইগার রিজার্ভ।

দেখে নাও : ভারতের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলির তালিকা

২. সিঙ্গাপুর গণিত অলিম্পিয়াডে কে রৌপ্য পদক জিতেছে?

(A) ডি. গুকেশ
(B) রাজা অনিরুধ শ্রীরাম
(C) এস. ভিগনেশ
(D) প্রীতম রেড্ডি

উত্তর
(B) রাজা অনিরুধ শ্রীরাম
তিরুপতির চতুর্থ শ্রেণীর ছাত্র রাজা অনিরুধ শ্রীরাম সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড চ্যালেঞ্জে (SIMOC) রৌপ্য পদক জিতে নিয়েছেন ।

৩. Viacom18 এর ডিজিটাল বিজনেস এর নতুন CEO হিসেবে নিযুক্ত হয়েছেন –

(A) কেভিন ভাজ
(B) কিরণ মণি
(C) সুদর্শন মুখার্জী
(D) অলোক জৈন

উত্তর
(B) কিরণ মণি
গুগলের কিরণ মণিকে সম্প্রতি Viacom18 তার ডিজিটাল বিজনেস এর নতুন CEO হিসেবে নিযুক্ত করেছে ।

৪. কে সম্প্রতি CSR টাইমস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন?

(A) রোহিনী নিলেকানি
(B) মালিনী সাবা
(C) বিদ্যা শাহ
(D) শাল্লু জিন্দাল

উত্তর
(D) শাল্লু জিন্দাল
প্রখ্যাত সমাজসেবক এবং JSP ফাউন্ডেশনের চেয়ারপার্সন শাল্লু জিন্দালকে সম্প্রতি CSR টাইমস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৩ -এ ভূষিত করা হয়েছে।

৫. বিশ্ব প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ ভারতের হয়ে প্রথম কে স্বর্ণপদক জিতেছেন ?

(A) ডেভিড পারিরা
(B) হানি দাবাস
(C) রাহুল জোগরাজিয়া
(D) জেপি সিং

উত্তর
(B) হানি দাবাস

  • দুবাইতে বিশ্ব প্যারা পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে ভারত দুটি উল্লেখযোগ্য পদক জিতে নিয়েছে।
  • ভারতের হয়ে প্রথম স্বর্ণপদকটি জিতে নিয়েছেন হানি দাবাস।
  • অন্যদিকে রাহুল জোগরাজিয়া রৌপ্য পদক অর্জন করেছেন।

৬. প্রথম কোন দেশ চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছতে সক্ষম হয়েছে ?

(A) ভারত
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) রাশিয়া
(D) চীন

উত্তর
(A) ভারত

শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে শুরু করে ৪০ দিনের যাত্রার পর, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) চন্দ্রযান-৩ মিশন সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে।

দেখে নাও : চন্দ্রযান-৩ সম্পর্কিত বিস্তারিত তথ্য

৭. বিশ্বের নতুন সর্বোচ্চ মোটরযোগ্য সড়কের নির্মাণ কাজ কোন স্থানে শুরু হয়েছে ?

(A) হিমাচল প্রদেশ
(B) অরুণাচল প্রদেশ
(C) সিকিম
(D) লাদাখ

উত্তর
(D) লাদাখ

  • ২০২৩ সালের স্বাধীনতা দিবসের দিন বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) লাদাখের ডেমচোক সেক্টরে বিশ্বের সর্বোচ্চ মোটরযানযোগ্য সড়ক, ‘লিকারু-মিগ লা-ফুকচে’ সড়ক নির্মাণের কাজ শুরু করেছে।
  • এই রাস্তাটি ১৯ হাজার ৪০০ ফুট উচ্চতা দিয়ে যাবে এবং উমলিং লা পাস-কে ছাড়িয়ে বিশ্বের সর্বোচ্চ মোটরযানযোগ্য রাস্তা হবে।
  • বর্তমানে, লাদাখের উমলিং লা-তে রয়েছে বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য রাস্তা। এটি ১৯,০২৪ ফুট উচ্চতায় রয়েছে।

৮. মহারাষ্ট্রের প্রথম হস্তী সংরক্ষণ কেন্দ্র মহারাষ্ট্রের কোন অঞ্চলে হতে চলেছে ?

(A) গোন্দিয়া-গঢ়চিরোলি
(B) মারাঠাওয়াড়া
(C) বিদর্ভ
(D) কনকন

উত্তর
(A) গোন্দিয়া-গঢ়চিরোলি
পূর্ব মহারাষ্ট্রের গোন্দিয়া-গঢ়চিরোলি অঞ্চলে একটি হাতি সংরক্ষণাগার স্থাপনের সম্ভাব্যতার জন্য একটি প্রাথমিক প্রস্তাব পেশ করা হয়েছে।

৯. ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শিহান শৌকাথ কান বিশ্ব চলচ্চিত্র উৎসবে কোন চলচ্চিত্রটির জন্য সেরা মৌলিক গল্পের পুরস্কার জিতেছেন ?

(A) Kennedy
(B) Deadline
(C) The Village
(D) Eureka

উত্তর
(B) Deadline
Deadline চলচ্চিত্রটির জন্য কান বিশ্ব চলচ্চিত্র উৎসবে সেরা মৌলিক গল্পের পুরস্কার জিতেছেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শিহান শৌকাথ |

১০. কোন ভারতীয় ইলেকট্রিক ভেহিকল কোম্পানি প্রথম আফ্রিকায় উৎপাদন শুরু করেছে ?

(A) One Electric
(B) Ultraviolette Automotive
(C) Ola Electric
(D) Ather Energy

উত্তর
(A) One Electric
ওয়ান ইলেকট্রিক মোটরসাইকেল সম্প্রতি ঘোষণা করেছে যে কোম্পানিটি আফ্রিকাতে স্থানীয়ভাবে তার ফ্ল্যাগশিপ ইলেকট্রিক মোটরসাইকেল “KRIDN” তৈরি করা শুরু করেছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button