General Knowledge Notes in Bengali
পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কেন্দ্রসমূহ তালিকা
Industry City of West Bengal
পশ্চিমবঙ্গের মুখ্য শিল্পকেন্দ্র সমূহ নিয়ে আজকে আমরা এই আর্টিকেলে আলোচনা করবো। পশ্চিমবঙ্গের কোন শহর কোন শিল্পের জন্য বিখ্যাত তার একটি ধারণা আজকের এই পোস্ট থেকে পেয়ে যাবে। বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষা যেমন WBCS, WBP, WBPSC FOOD SI, RRB WBP Constable, WBP SI ইত্যাদির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এটি। মাঝে মধ্যেই বিভিন্ন পরীক্ষায় কোনো একটি শহরের নাম তুলে দিয়ে জানতে চাওয়া হয় সেই শহরটি কোন শিল্পের জন্য বিখ্যাত। দেখে নেওয়া যাক এই সম্পর্কিত কিছু তথ্য ।
নং | শিল্পকেন্দ্র | শিল্প |
---|---|---|
১ | কলকাতা | তথ্যপ্রযুক্তি, বি পি ও, জাহাজ নির্মাণ |
২ | দুর্গাপুর | লৌহ ও ইস্পাত, কয়লা, গ্রাফাইট, শক্তি, রসায়ন, সিমেন্ট, ভারী ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি |
৩ | হলদিয়া | পেট্রোকেমিক্যাল, তৈল শোধনাগার, রাসায়নিক শিল্প |
৪ | খড়গপুর | রসায়ন, মেশিনারি, ভারী ধাতু, অটোমোবাইল, রেলওয়ে, সিমেন্ট |
৫ | চিত্তরঞ্জন | ইলেকট্রনিক লোকোমোটিভ |
৬ | হাওড়া | পাট, হালকা ইঞ্জিনিয়ারিং |
৭ | কল্যাণী | ভারী ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, জৈব প্রযুক্তি, খাদ্য পক্রিয়াকরণ, চাল উৎপাদন |
৮ | রিষড়া | বস্ত্র, পাট, কার্পাস, ভারী ইঞ্জিনিয়ারিং |
৯ | আসানসোল | কয়লা ও লৌহ ইস্পাত, লোকোমোটিভ, ভারী ইঞ্জিনিয়ারিং, সিমেন্ট, তার |
১০ | বজবজ | পেট্রোলিয়াম, পাট, শক্তি উৎপাদন শিল্প |
১১ | কাঁচরাপাড়া | বৈদ্যুতিক লোকোমোটিভ এবং ওয়ার্কশপ, রেলওয়ে কোচ, ফার্নিচার |
১২ | নৈহাটী | পাট ও চিত্রকলা |
১৩ | ব্যারাকপুর | পাট, রাইফেল, বিমানের যন্ত্রাংশ নির্মাণ শিল্প, ভারী ইঞ্জিনিয়ারিং, ড্রাইসেল, তার |
১৪ | টিটাগড় | পাট, ওয়াগন, কাগজ, স্টিল, ভারী ইঞ্জিনিয়ারিং, ইস্পাত |
এরকম আরও কিছু পোস্ট
- পশ্চিমবঙ্গের ২৩টি জেলা ও তাদের সংক্ষিপ্ত বিবরণ
- পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য পাহাড় পর্বত ও তাদের অবস্থান – PDF
- পশ্চিমবঙ্গের সেতু সমূহ তালিকা । List Of Famous Bridges in West Bengal PDF
- পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান – স্থাপত্য ও নকশাকার-স্থপতি-নির্মাতা
- পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ সৌরবিদ্যুৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র তালিকা
To check our latest Posts - Click Here