Daily Current Affairs in BengaliCurrent Affairs

10th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

10th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১০ই আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 10th August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 9th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কোন রেলস্টেশনটি পিঙ্ক স্টেশনের তকমা পেয়েছে ?

(A) মুম্বাই সেন্ট্রাল
(B) নাগপুর স্টেশন
(C) নিউ অমরাবতী স্টেশন
(D) পুনে স্টেশন

উত্তর
(C) নিউ অমরাবতী স্টেশন

  • সম্প্রতি সেন্ট্রাল রেলওয়ে নিউ অমরাবতী স্টেশনকে “পিঙ্ক স্টেশন” (Pink Station) হিসেবে ঘোষণা করেছে।
  • এই স্টেশনগুলি সম্পূর্ণ মহিলা কর্মী দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ, স্টেশনগুলির দায়িত্বে থাকেন কেবলমাত্র মহিলারাই।
  • এদিকে, এর আগে মুম্বাই ডিভিশনের মাতুঙ্গা স্টেশন এবং নাগপুর ডিভিশনের আজনি স্টেশন “পিঙ্ক স্টেশন” হিসেবে বিবেচিত হয়েছে।

২. কোন রাজ্য ‘মো জঙ্গল জামি যোজনা (Mo Jungle Jami Yojana)’ প্রকল্প চালু করেছে?

(A) ছত্তিশগড়
(B) ঝাড়খণ্ড
(C) মধ্য প্রদেশ
(D) ওড়িশা

উত্তর
(D) ওড়িশা

  • ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক মানুষের জন্য বন-ভিত্তিক জীবিকা উন্নয়নে সহায়তা করার জন্য একটি প্রকল্প চালু করেছেন।
  • এই প্রকল্পের নাম ‘মো জঙ্গল জামি যোজনা’ (My forest land scheme)।
  • আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে এই প্রকল্প উন্মোচন করা হয়েছিল।

৩. কোন রাজ্য সরকার ‘খেল মহারণ’ আয়োজন চলেছে ?

(A) পশ্চিমবঙ্গ
(B) বিহার
(C) আসাম
(D) কেরালা

উত্তর
(C) আসাম

  • আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা সম্প্রতি ঘোষণা করেছেন যে রাজ্যে খেলাধুলা এবং সাংস্কৃতিক পরিবেশের প্রচার এবং প্রতিভা খুঁজে বের করার জন্য তৃণমূল স্তর থেকে ‘খেল মহারণ’ এবং ‘সাংস্কৃতিক মহাসংগ্রাম’ সংগঠিত করা হবে।
  • তাঁর ব্যাখ্যা, খেল মহারণের অধীনে এ বছরের অক্টোবর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত অ্যাথলেটিক্স, কাবাডি, খো-খো, ফুটবল এবং ভলিবলে পাঁচটি বিভাগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

৪. RBI-সম্প্রতি কত রেপো রেট ঘোষণা করেছে ?

(A) ৬.০০%
(B) ৬.৫%
(C) ৭.০০%
(D) ৭.৫%

উত্তর
(B) ৬.৫%

  • রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি জানিয়েছে যে মনেটরি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এই ত্রৈমাসিকে রেপো রেট ৬.৫ শতাংশ থাকবে।
  • উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে কেন্দ্রীয় ব্যাঙ্ক মূল্যস্ফীতির উদ্বেগের কারণে ধাপে ধাপে রেপো রেট ২৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল।
  • তবে বিগত তিনটি মনেটরি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট অপরিবর্তিতই রাখা হয়েছে।

রেপো রেট কি ?

  • যে সুদের হারে ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) এর থেকে লোন নেয় সেই সুদের হারকে রেপো রেট বলা হয়ে থাকে।
  • এই রেপো রেট বাড়লে ব্যাঙ্ক লোনে খরচ বৃদ্ধি পায়।

৫. বিশ্ব সিংহ দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) আগস্ট ১০
(B) আগস্ট ১১
(C) আগস্ট ১২
(D) আগস্ট ১৩

উত্তর
(A) আগস্ট ১০

  • প্রতি বছর ১০ই আগস্ট বিশ্বব্যাপী সিংহের সংরক্ষণ ও সুরক্ষা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব সিংহ দিবস পালন হয়।
  • এই দিনটির উদযাপন শুরু হয়েছিল ২০১৩ সালে।
  • দিনটি উদযাপনের উদ্দেশ্য হল ক্রমবর্ধমান জনসংখ্যা এবং সিংহের সংরক্ষণ সম্পর্কে মানুষকে সচেতন করা।

৬. বিশ্ব জৈব জ্বালানি দিবস (World Biofuel day ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) আগস্ট ৯
(B) আগস্ট ১০
(C) আগস্ট ১১
(D) আগস্ট ১২

উত্তর
(B) আগস্ট ১০

  • চিরাচরিত জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বিকল্প জ্বালানি হিসাবে জীবাশ্ম বহির্ভূত জ্বালানির গুরুত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে প্রতি বছর ১০ই অগাস্ট বিশ্ব জৈব জ্বালানি দিবস হিসাবে উদযাপন করা হয়।
  • ২০১৫ থেকে মন্ত্রক বিশ্ব জৈব জ্বালানি দিবস উদযাপন করে আসছে।
  • স্যর রুডলফ ডিজেল ১৮৯৩ সালে চীনে বাদামের তেল ব্যবহার করে যন্ত্র চালানোর পরীক্ষায় যে সাফল্য পেয়েছিলেন, তাঁকে সম্মান জানাতে বিশ্ব জৈব জ্বালানি দিবস উদযাপন করা হয়ে থাকে।

৭. সম্প্রতি RICS সাউথ এশিয়া অ্যাওয়ার্ডে নিম্নলিখিত কোন ব্যক্তি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন?

(A) ডাঃ অনন্ত সিং রঘুবংশী
(B) সুবোধ দীক্ষিত
(C) হরিপ্রসাদ হেগড়ে
(D) সুভাষ রুনওয়াল

উত্তর
(D) সুভাষ রুনওয়াল

  • সুভাষ রুনওয়াল, একজন রিয়েল এস্টেট ডেভেলপার।
  •  তিনি সম্প্রতি RICS সাউথ এশিয়া অ্যাওয়ার্ডে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে স্বীকৃত হয়েছেন।
  • RICS – Royal Institution of Chartered Surveyors

৮. ইন্ডিয়া স্টার্টআপ ফেস্টিভ্যাল ২০২৩ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ?

(A) বেঙ্গালুরু
(B) গুরুগ্রাম
(C) নয়ডা
(D) হায়দ্রাবাদ

উত্তর
(A) বেঙ্গালুরু
ইন্ডিয়া স্টার্টআপ ফেস্টিভ্যাল (ISF) ২০২৩ -এর দ্বিতীয় সংস্করণ ১০ থেকে ১২ই আগস্ট, ২০২৩ পর্যন্ত বেঙ্গালুরুর মুদ্দানহাল্লিতে অনুষ্ঠিত হচ্ছে।

৯. ভারতীয় নৌবাহিনী কোন দেশের সাথে ”জায়েদ তালওয়ার (Zayed Talwar)” নামক দ্বিপাক্ষিক মহড়ায় অংশ নিচ্ছে?

(A) ওমান
(B) মিশর
(C) ইরান
(D) সংযুক্ত আরব আমিরাত

উত্তর
(D) সংযুক্ত আরব আমিরাত
ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ, INS বিশাখাপত্তনম এবং INS ত্রিকন্দ, সংযুক্ত আরব আমিরাত নৌবাহিনীর সাথে দ্বিপাক্ষিক অনুশীলনের জন্য দুবাইয়ের পোর্ট রশিদে পৌঁছেছে।

১০. কোন জায়গায়, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট সম্প্রতি ইন্দিরা গান্ধী স্মার্টফোন স্কিম চালু করেছেন?

(A) জয়পুর
(B) জয়সলমীর
(C) যোধপুর
(D) উদয়পুর

উত্তর
(A) জয়পুর

  • রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জয়পুরে আয়োজিত একটি অনুষ্ঠানে ইন্দিরা গান্ধী স্মার্টফোন স্কিম চালু করেছেন।
  • এই প্রকল্পের অধীনে, রাজ্যের ১.৩ কোটি মহিলাকে তিন বছরের ডেটা সুবিধা সহ বিনামূল্যে স্মার্ট ফোন বিতরণ করা হবে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button