Daily Current Affairs in BengaliCurrent Affairs

9th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

9th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৯ই আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 8th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. হকি ইন্ডিয়া ১০০টি আন্তর্জাতিক ম্যাচ পূর্ণ করার জন্য কৃষাণ বি পাঠককে অভিনন্দন জানিয়েছে। তিনি কোন রাজ্য থেকে এসেছেন?

(A) উত্তর প্রদেশ
(B) পশ্চিমবঙ্গ
(C) পাঞ্জাব
(D) মধ্য প্রদেশ

উত্তর
(C) পাঞ্জাব
হকি ইন্ডিয়া ভারতীয় পুরুষ হকি দলের গোলরক্ষক কৃষাণ বি পাঠককে তার ১০০তম আন্তর্জাতিক ক্যাপ অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছে।

২. নিচের কোন ব্যক্তিকে হকি ইন্ডিয়া জুনিয়র পুরুষ ও মহিলা দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) হারমান ক্রুইস
(B) জাননেকে শপম্যান
(C) ক্রেগ ফুলটন
(D) ধনরাজ পিল্লাই

উত্তর
(A) হারমান ক্রুইস

  • হকি ইন্ডিয়া ভারতীয় জুনিয়র পুরুষ ও জুনিয়র মহিলা হকি দলের কোচ হিসেবে দুই দশকেরও বেশি কোচিং অভিজ্ঞতাসম্পন্ন হারমান ক্রুইসকে নিয়োগের ঘোষণা দিয়েছে।
  • তিনি নেদারল্যান্ডস থেকে এসেছেন ।

৩. WTO এর WTSR 2023 রিপোর্ট অনুসারে, পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারত কোন স্থান অর্জন করেছে?

(A) ১৫
(B) ১৮
(C) ২১
(D) ২৫

উত্তর
(B) ১৮

  • WTO এর WTSR 2023 রিপোর্ট অনুসারে, পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারত ১৮তম স্থান অর্জন করেছে।
  •  আমদানির ক্ষেত্রে ভারতের স্থান নবম ।
  • পণ্য রপ্তানিতে ২০২২ সালে শীর্ষ তিনে রয়েছে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি ।

৪. সম্প্রতি, Tata Cleantech Capital Limited (TCCL) এবং Tata Capital Financial Services Limited (TCFSL) নিচের কোনটিতে একীভূত (merge) হয়েছে?

(A) Tata Finance
(B) Tata Capital Limited
(C) Tata Consultancy Services Limited
(D) Tata Power

উত্তর
(B) Tata Capital Limited
ভারতের প্রতিযোগিতা কমিশন (CCI) , Tata Cleantech Capital Limited (TCCL) এবং Tata Capital Financial Services Limited (TCFSL)-কে Tata Capital Limited (TCL)-এ একীভূত করার অনুমোদন দিয়েছে৷

৫. রয়্যাল সৌদি নৌবাহিনীর সাথে PASSEX 2023-এ ভারতের কোন জাহাজ অংশগ্রহণ করেছে ?

(A) INS কলকাতা
(B) INS বিক্রমাদিত্য
(C) INS চেন্নাই
(D) INS দিল্লি

উত্তর
(C) INS চেন্নাই
ভারতীয় নৌবাহিনীর আইএনএস চেন্নাই এই যৌথ সামরিক মহড়াতে অংশগ্রহণ করেছে।

৬. বিশ্ব আদিবাসী দিবস (World Tribal Day) ২০২৩ এর থিম হল –

(A) Indigenous Youth as Agents of Change for Self-determination
(B) Tribes: The Pride of a Nation
(C) Protecting Tribal Rights
(D) Tribal Cultures and Traditions

উত্তর
(A) Indigenous Youth as Agents of Change for Self-determination

  • ৯ আগস্ট দিবসটি আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়।
  • ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের পক্ষ থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে দিবসটি।
  • ২০২৩ সালে এই দিবসের থিম হল – Indigenous Youth as Agents of Change for Self-determination

৭. কোন সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব এবং অভিনেতা “Too Good To Be True” নামক একটি উপন্যাসের মাধ্যমে লেখক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন ?

(A) কুশা কপিলা
(B) মিথিলা পালকার
(C) প্রাজক্তা কলি
(D) নীহারিকা এনএম

উত্তর
(C) প্রাজক্তা কলি
প্রাজক্তা কলি তার ইউটিউব চ্যানেল ‘Mostly Sane’ এর জন্য বিখ্যাত । তিনি “Jugjugg Jeeyo” নামক বলিউড মুভিতেও অভিনয় করেছেন ।

৮. বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ ২৮-সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেবেন কে?

(A) নীরজ চোপড়া
(B) তাজিন্দর পাল সিং তুর
(C) তেজস্বিন শংকর
(D) প্রিয়াঙ্কা গোস্বামী

উত্তর
(A) নীরজ চোপড়া
অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এই টিমের নেতৃত্ব দেবেন।

৯. ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় অনলাইন বিভিন্ন থ্রেটের কারণে সমস্ত কম্পিউটারে Microsoft অপারেটিং সিস্টেম এর পরিবর্তে স্থানীয়ভাবে নির্মিত কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চলেছে ?

(A) Maya
(B) BharOS
(C) Chakravyuh
(D) macOS

উত্তর
(A) Maya

  • সাইবার ও ম্যালওয়্যার আক্রমণ থেকে রাখা পেতে স্থানীয় ভাবে তৈরী মায়া (Maya) অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চলেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ।
  • এই অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স Ubuntu এর ভিত্তি করে বানানো।

১০. সম্প্রতি ভারতের কোন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের রাজৌরি চিকরি কাঠের শিল্প এবং মুশকবুদজি চাল জিআই ট্যাগ পেয়েছে ?

(A) লাদাখ
(B) জম্মু ও কাশ্মীর
(C) উত্তর প্রদেশ
(D) মধ্য প্রদেশ

উত্তর
(B) জম্মু ও কাশ্মীর

  • জম্মু ও কাশ্মীর -এর রাজৌরি জেলার রাজৌরি চিকরি উড ক্রাফ্ট এবং অনন্তনাগ জেলার মুশকবুদজি চাল ভৌগলিক পণ্য (জিআই) হিসেবে স্বীকৃতি পেয়েছে।
  • চিকরি হল জম্মু প্রদেশের রাজৌরি জেলার পাহাড়ি শ্রেণীতে পাওয়া ফ্যাকাশে, মধু রঙের, সূক্ষ্ম দানাদার নরম কাঠ। রাজৌরির চিকরি কাঠের কারুকাজ জটিল খোদাই এবং বিবরণ দ্বারা চিহ্নিত করা হয়।
  • মুশকবুদজি চাল হল একটি প্রিমিয়াম জাতের সংক্ষিপ্ত গাঢ় সুগন্ধি চাল যা কাশ্মীর উপত্যকার উচ্চতর অঞ্চলে বিশেষ করে অনন্তনাগ জেলায় জন্মে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button