Daily Current Affairs in BengaliCurrent Affairs

4th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

4th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৪ঠা আগস্ট  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 4th August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কে NMDC এর নতুন লোগো উন্মোচন করেছেন ?

(A) দ্রৌপদী মুর্মু
(B) জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া
(C) নরেন্দ্র মোদি
(D) ডাঃ এস জয়শঙ্কর

উত্তর
(B) জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া

  • NMDC Limited : National Mineral Development Corporation
  • কেন্দ্রীয় ইস্পাত ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া নতুন দিল্লিতে NMDC-এর নতুন লোগো উন্মোচন করেছেন।

২. ভারতের কোন রাজ্য সম্প্রতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতারণা এবং পেপার ফাঁস প্রতিরোধে একটি বিল পাস করেছে?

(A) পাঞ্জাব
(B) কর্ণাটক
(C) মহারাষ্ট্র
(D) ঝাড়খণ্ড

উত্তর
(D) ঝাড়খণ্ড
প্রতিযোগিতামূলক পরীক্ষায় জালিয়াতি এবং কাগজ ফাঁস রোধ করতে ঝাড়খণ্ড বিধানসভা Jharkhand Competitive Examination (Prevention and Redressal of Unfair Means in Recruitment) Bill, 2023 পাস করেছে।

৩. ভারতের কোন রাজ্য আনন্দ বিবাহ আইনের অধীনে শিখ বিবাহকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে?

(A) পাঞ্জাব
(B) উত্তর প্রদেশ
(C) আসাম
(D) হরিয়ানা

উত্তর
(C) আসাম

  • আসাম সরকার আসামের শিখ সম্প্রদায়ের রীতিনীতির স্বীকৃতি হিসাবে আসাম আনন্দ বিবাহ নিবন্ধন বিধিমালা (Anand Marriages Registration Rules), 2023 প্রণয়ন করার সিদ্ধান্ত নিয়েছে।
  •  “Assam Anand Marriages Registration Rules, 2023” এর প্রবর্তন একটি ঐতিহাসিক মুহূর্ত যা আসামে বসবাসকারী শিখ সম্প্রদায়ের ২০,০০০ টিরও বেশি সদস্যের অনন্য ঐতিহ্যকে সম্মান করে৷

৪. সাগর সেতুর অধীনে বন্দর স্বাস্থ্য সংস্থা (PHO) কে চালু করলেন ?

(A) নরেন্দ্র মোদি
(B) অমিত শাহ
(C) সর্বানন্দ সোনোয়াল
(D) রাজনাথ সিং

উত্তর
(C) সর্বানন্দ সোনোয়াল
সম্প্রতি শ্রী সর্বানন্দ সোনোয়াল সাগর সেতুর অধীনে পোর্ট হেলথ অর্গানাইজেশন (PHO) মডিউল চালু করেছেন।

৫. অর্থ মন্ত্রক সম্প্রতি নিম্নিলিখিত কোন সংস্থাকে ‘নবরত্ন’ মর্যাদা প্রদান করেছে ?

(A) Bharat Coking Coal Limited
(B) ONGC Videsh
(C) Goa Shipyard Limited
(D) Central Coalfields Limited

উত্তর
(B) ONGC Videsh
সম্প্রতি অর্থ মন্ত্রক ONGC Videsh Ltd (OVL) কে মিনিরত্ন থেকে নবরত্নে আপগ্রেড করার অনুমোদন দিয়েছে।

৬. ভারত নিচের কোন দেশ থেকে সম্প্রতি স্পাইক NLOS মিসাইল পেয়েছে?

(A) যুক্তরাষ্ট্র
(B) ফ্রান্স
(C) ইজরায়েল
(D) রাশিয়া

উত্তর
(C) ইজরায়েল
পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা বৃদ্ধির জন্য, ভারতীয় বিমান বাহিনী (IAF) ইসরায়েলি স্পাইক নন লাইন অফ সাইট (NLOS) অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র পেয়েছে যা ৩০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।

৭. ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স ফর ব্যাডমিন্টন কোথায় স্থাপন করা হবে?

(A) গুয়াহাটি, আসাম
(B) মুম্বাই, মহারাষ্ট্র
(C) বেঙ্গালুরু, কর্ণাটক
(D) কলকাতা, পশ্চিমবঙ্গ

উত্তর
(A) গুয়াহাটি, আসাম
আসাম সরকার উত্তর গুয়াহাটিতে বিশ্বমানের সুবিধা সহ ব্যাডমিন্টনের জন্য একটি ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করতে চলেছে ।

৮. ভারতের শীর্ষস্থানীয় দাবা খেলোয়াড় হিসেবে কে গ্রান্ড মাস্টার বিশ্বনাথন আনন্দকে সম্প্রতি ছাড়িয়ে গেছেন ?

(A) বিদিত গুজরাঠি
(B) ডি. গুকেশ
(C) রমেশবাবু প্রজ্ঞানন্ধ
(D) নিহাল সারিন

উত্তর
(B) ডি. গুকেশ

  • বিশ্বনাথন আনন্দকে টপকে ভারতের এক নম্বর দাবাড়ু হলেন গুকেশ ডি।
  • নিজের মেন্টরকেই পিছনে ফেলে এগিয়ে গেলেন শিষ্য।
  • ভেঙে দিলেন আনন্দের ৩৬ বছরের রেকর্ড। বর্তমানে ভারতের এক নম্বর দাবাড়ু মাত্র ১৭ বছর বয়সী গুকেশ ডি।

৯. ২০২৩ সালের আগস্টে কোয়ালকম ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) স্যাভি সাইন
(B) রাজেন বগাদিয়া
(C) নীল মোহন
(D) ক্রিস্টিয়ানো আমন

উত্তর
(A) স্যাভি সাইন
কোয়ালকম স্যাভি সাইন কে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এর ইন্ডিয়া ব্যবসার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেছে।

১০. ২০২৩ সালের বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে কোন দেশ ঐতিহাসিক স্বর্ণপদক জিতে নিয়েছে ?

(A) ভারত
(B) অস্ট্রেলিয়া
(C) জার্মানি
(D) কলম্বিয়া

উত্তর
(A) ভারত
ভারতীয় মহিলা কম্পাউন্ড দল ২০২৩ সালের বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে একটি ঐতিহাসিক স্বর্ণপদক জিতে নিয়েছে ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button