2nd August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
2nd August Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২রা আগস্ট – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 2nd August Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 1st August Current Affairs Quiz 2023 – Bengali -কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. ভারতীয় বীরদের সম্মান জানাতে প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি কোন ক্যাম্পেইন -এর ঘোষণা করেছেন ?
(A) Meri Mati Mera Desh
(B) Jai Hind Sena
(C) Veer Bharat Abhiyan
(D) Salute Our Heroes
- স্বাধীনতা দিবসের আগে ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচি চালুর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- তিনি জানান, সেই কর্মসূচির আওতায় দেশের শহিদ বীর ও বীরাঙ্গনাদের সম্মান প্রদর্শন করা হবে। সেজন্য ‘অমৃত কলশ যাত্রা’-রও ঘোষণা করেন মোদী।
২. কোন ক্রিকেট দলের বিপক্ষে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারত রেকর্ড-ব্রেকিং ওপেনিং পার্টনারশীপ অর্জন করেছে?
(A) নিউজিল্যান্ড
(B) ইংল্যান্ড
(C) ওয়েস্ট ইন্ডিজ
(D) অস্ট্রেলিয়া
ইশান কিশান এবং শুভমান গিল, ওয়েস্ট ইন্ডিজে ১৪৩ রান করে ভারতীয় জুটির সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ নথিভুক্ত করেছেন।
৩. প্রয়াগরাজের কোন গ্রামকে গ্রামীণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে?
(A) দেবরী
(B) বড়া
(C) করছনা
(D) কোরাওন
- প্রয়াগরাজের মেজা তহসিলের টন নদীর তীরে অবস্থিত দেবরি গ্রাম তার রঙিন এবং মুগ্ধকর হাতে তৈরি বাঁশ এবং মৃৎশিল্পের জন্য পরিচিত।
- মহাকুম্ভ-২০২৫ এর আগে শীঘ্রই এটি একটি গন্তব্য গ্রাম হিসাবে গড়ে তোলা হবে।
৪. সম্প্রতি নিচের কোনটি ভৌগলিক ইঙ্গিত (GI) ট্যাগ পেয়েছে ?
(A) যোধপুর বান্ধেজ ক্রাফট
(B) গোয়ার মানকুরাদ আম
(C) জলেসার ধাতু শিল্প
(D) উপরের সবগুলো
- সম্প্রতি ভারত থেকে সাতটি পণ্যকে চেন্নাইয়ের ভৌগলিক ইঙ্গিত রেজিস্ট্রি দ্বারা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) ট্যাগ দেওয়া হয়েছে।
- এগুলি হল –
- জালেসার ধাতু শিল্প (একটি ধাতব কারুকাজ)
- গোয়ার মানকুরাদ আম
- গোয়ার বেবিঙ্কা
- উদয়পুর কোফ্টগারি মেটাল ক্রাফট
- বিকানের কাশিদাকারি ক্র্যাফট
- যোধপুর বন্দেজ ক্রাফট এবং
- বিকানের উস্তা কালা ক্রাফট।
দেখে নাও : পশ্চিমবঙ্গের ভৌগোলিক স্বীকৃতিপ্রাপ্ত সামগ্ৰী তালিকা
৫. “sā” শিরোনামে এশিয়ার সর্বকালের সর্বোচ্চ সমসাময়িক ল্যান্ড আর্ট গ্রুপ প্রদর্শনী কোন স্থানে চালু করা হয়েছে ?
(A) সিকিম
(B) হিমাচল প্রদেশ
(C) কাঠমান্ডু
(D) লাদাখ
৩৬০০ মিটার উচ্চতায় এশিয়ার সর্বকালের সর্বোচ্চ সমসাময়িক ল্যান্ড আর্ট গ্রুপ প্রদর্শনী, “সা (sā)” লাদাখের লেহ-তে চালু করা হয়েছে।
৬. “Kailash Manasarovar Yatra: A Spell Binding Pilgrimage” বইটি প্রকাশ করেছেন কে ?
(A) স্মিতা কুমারী
(B) স্মিতা সাওয়ান্ত
(C) স্মিতা ভাটিয়া
(D) স্মিতা রোশন
স্মিতা বিলাস সাওয়ান্ত মুম্বাইয়ের একজন পেশাদার ব্যাংকার। তিনি সম্প্রতি “Kailash Manasarovar Yatra: A Spell Binding Pilgrimage” নামক বইটি প্রকাশ করেছেন ।
৭. ভারতের প্রথম বিউটি অ্যান্ড লাইফস্টাইল ফেস্টিভ্যাল NYKAALAND কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছে?
(A) কলকাতা
(B) নতুন দিল্লি
(C) মুম্বাই
(D) বেঙ্গালুরু
- ভারতের প্রথম বিউটি অ্যান্ড লাইফস্টাইল ফেস্টিভ্যাল NYKAALAND মুম্বাইতে আত্মপ্রকাশ করেছে।
- Nykaa এবং BookMyShow যৌথ ভাবে এটির আয়োজন করেছে।
৮. FBI-এর স্পেশাল এজেন্ট হিসেবে নিম্নলিখিতদের মধ্যে কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) শোহিনী সিনহা
(B) শোহিনী সিং
(C) শোহিনী শর্মা
(D) শোহিনী দাস
সন্ত্রাসবিরোধী তদন্তে তার কাজের জন্য পরিচিত শোহিনী সিনহাকে মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের সল্টলেক সিটিতে FBI -এর ফিল্ড অফিসের দায়িত্বে বিশেষ এজেন্ট হিসেবে নাম দেওয়া হয়েছে।
৯. চাইল্ড হেল্পলাইনটি কোন ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম (ERSS) প্যান-ইন্ডিয়া নম্বরের সাথে একীভূত করা হচ্ছে?
(A) 101
(B) 112
(C) 1200
(D) 139
সম্প্রতি ভারতের নয়টি রাজ্যে ERSS -112 শুরু করা হয়েছে ।
১০. কোন কোম্পানি বিশ্বের বৃহত্তম প্রাইভেট স্যাটেলাইট JUPITER-3 উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে?
(A) Blue Origin
(B) Boeing
(C) Virgin Galactic
(D) Space X
- SpaceX বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত মালিকানাধীন স্যাটেলাইট, JUPITER-3 উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে।
- ফ্লোরিডার লঞ্চ কমপ্লেক্স 39A থেকে স্পেসএক্সের ফ্যালকন হেভি রকেটে চড়ে এই চিত্তাকর্ষক স্যাটেলাইটটি মহাকাশে পাঠানো হবে।
To check our latest Posts - Click Here