29th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
Daily Bengali Current Affairs at a Glance
- বেঙ্গালুরু-ভিত্তিক স্পেস স্টার্টআপ Pixxel ভারতীয় বিমান বাহিনীর জন্য ক্ষুদ্রাকৃতির মাল্টি-পেলোড স্যাটেলাইট তৈরির জন্য বহু কোটি টাকার অনুদান জিতেছে।
- “Kargil: Ek Yatri Ki Jubani” বইটি প্রখ্যাত লেখক শ্রী ঋষি রাজ দ্বারা রচিত এবং এটি প্রকাশ করেছে প্রভাত প্রকাশন।
- ভারতের প্রথম অনলাইন গেমিং একাডেমি শুরু হতে চলেছে মধ্য প্রদেশ-এ , এটির নাম MP State Esports Academy ।
- স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর ইন্ডিয়া রিসার্চ টিম অনুমান করেছে যে ২০৩০ সালের মধ্যে ভারত ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতিতে পরিণত হবে।
- ২০২৩ সালে, ভারতের বৃহত্তম বেসরকারি ঋণদাতা HDFC ব্যাঙ্ক ২০২৩ সালে CRISIL-এর বৃহৎ কর্পোরেট ব্যাঙ্কিং-এ ভারতের শীর্ষস্থান সুরক্ষিত করেছে।
- পাঞ্জাব এগ্রিকালচারাল ইউনিভার্সিটি (PAU) এর একটি নতুন গবেষণা অনুসারে, জলবায়ু পরিবর্তন এর কারণে ভারতের পাঞ্জাব ভবিষ্যতে জলের ঘাটতির কারণে মরুভূমিতে পরিণত হতে পারে।
- LIC- সম্প্রতি জীবন কিরণ পলিসি (Jeevan Kiran Policy) লঞ্চ করা হয়েছে। এটি মূলত একটি নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং সেভিংস এবং জীবন বীমা প্ল্যান।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রগতি ময়দানের ভারত মণ্ডপে ‘অখিল ভারতীয় শিক্ষা সমাগম’ উদ্বোধন করলেন ।
- ২০১০ সাল থেকে প্রতিবছর ২৯শে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয়।
29th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৯শে জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 29th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 25th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন টেক স্টার্টআপ ঘোষণা করেছে যে এটি ভারতীয় বিমান বাহিনীর জন্য উপগ্রহ তৈরি করবে?
(A) Pixxel
(B) GoMechanic
(C) Dataships
(D) Lake Parime
বেঙ্গালুরু-ভিত্তিক স্পেস স্টার্টআপ Pixxel ভারতীয় বিমান বাহিনীর জন্য ক্ষুদ্রাকৃতির মাল্টি-পেলোড স্যাটেলাইট তৈরির জন্য বহু কোটি টাকার অনুদান জিতেছে।
২. “Kargil: Ek Yatri Ki Jubani” নামে একটি বই সম্প্রতি খবরে দেখা গেছে, এটি কার লেখা ?
(A) পি কে মিত্তল
(B) সালমান রুশদি
(C) ঋষি রাজ
(D) অরুন্ধতি রায়
এই বইটি প্রখ্যাত লেখক শ্রী ঋষি রাজ দ্বারা রচিত এবং এটি প্রকাশ করেছে প্রভাত প্রকাশন।
৩. ভারতের প্রথম অনলাইন গেমিং একাডেমি নিচের কোন রাজ্যে খোলা হয়েছে?
(A) বিহার
(B) মহারাষ্ট্র
(C) মধ্য প্রদেশ
(D) তামিলনাড়ু
ভারতের প্রথম অনলাইন গেমিং একাডেমি শুরু হতে চলেছে মধ্য প্রদেশ-এ , এটির নাম MP State Esports Academy ।
৪. কিশোর জেনা নিম্নলিখিত কোন খেলার সাথে যুক্ত ?
(A) লং জাম্প
(B) জ্যাভেলিন থ্রো
(C) বক্সিং
(D) ডিসকাস থ্রো
ভারতীয় ক্রীড়াবিদ কিশোর জেনা শ্রীলঙ্কা জাতীয় অ্যাথলেটিক্স মিটে পুরুষদের জ্যাভলিন থ্রোতে ৮৪.৩৮ মিটার ব্যক্তিগত সেরা থ্রোতে সোনা জিতেছেন।
৫. স্ট্যান্ডার্ড চার্টার্ড রিসার্চ অনুসারে ভারতীয় অর্থনীতি কোন বছরের মধ্যে $৬ ট্রিলিয়ন হবে?
(A) ২০২৫
(B) ২০২৮
(C) ২০৩০
(D) ২০৩২
স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর ইন্ডিয়া রিসার্চ টিম অনুমান করেছে যে ২০৩০ সালের মধ্যে ভারত ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থনীতিতে পরিণত হবে।
৬. ২০২৩ সালের জন্য CRISIL-এর কর্পোরেট ব্যাঙ্কিং র্যাঙ্কিং-এ কোন ব্যাঙ্ক SBI-কে ছাড়িয়ে গেছে?
(A) UCO Bank
(B) HDFC Bank
(C) PNB
(D) BOB
২০২৩ সালে, ভারতের বৃহত্তম বেসরকারি ঋণদাতা HDFC ব্যাঙ্ক ২০২৩ সালে CRISIL-এর বৃহৎ কর্পোরেট ব্যাঙ্কিং-এ ভারতের শীর্ষস্থান সুরক্ষিত করেছে।
৭. একটি সমীক্ষা অনুসারে, জলবায়ু পরিবর্তন এর জন্য ভারতের কোন রাজ্যকে জলের ঘাটতির জন্য মরুভূমিতে পরিণত করতে পারে?
(A) গুজরাট
(B) মধ্যপ্রদেশ
(C) পাঞ্জাব
(D) রাজস্থান
পাঞ্জাব এগ্রিকালচারাল ইউনিভার্সিটি (PAU) এর একটি নতুন গবেষণা অনুসারে, জলবায়ু পরিবর্তন এর কারণে ভারতের পাঞ্জাব ভবিষ্যতে জলের ঘাটতির কারণে মরুভূমিতে পরিণত হতে পারে।
৮. “জীবন কিরণ” টার্ম অ্যাসিউরেন্স প্ল্যান নিচের কোন কোম্পানির সাথে সম্পর্কিত?
(A) Max Life Insurance
(B) Aegis Life Insurance
(C) Life Insurance Corporation of India
(D) SBI Life Insurance
LIC- সম্প্রতি জীবন কিরণ পলিসি (Jeevan Kiran Policy) লঞ্চ করা হয়েছে। এটি মূলত একটি নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং সেভিংস এবং জীবন বীমা প্ল্যান।
৯. প্রধানমন্ত্রী মোদী নিচের কোন স্থানে অখিল ভারতীয় শিক্ষা সমাগমের উদ্বোধন করলেন ?
(A) মুম্বাই
(B) পুনে
(C) পাটনা
(D) নতুন দিল্লি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রগতি ময়দানের ভারত মণ্ডপে ‘অখিল ভারতীয় শিক্ষা সমাগম’ উদ্বোধন করলেন ।
এই পরিকল্পনার অধীনে কেন্দ্র সরকার ও রাজ্য সরকারগুলি স্থানীয় প্রশাসন দ্বারা পরিচালিত স্কুলগুলিকে শক্তিশালী করবে এবং ১৪,৫০০ থেকে আরও বেশি পিএম শ্রী স্কুলের প্রতিষ্ঠা করবে।
১০. আন্তর্জাতিক বাঘ দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ২৯ জুলাই
(B) ৩০ জুলাই
(C) ৩১ জুলাই
(D) ২৮ জুলাই
২০১০ সাল থেকে প্রতিবছর ২৯শে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস পালন করা হয়।
To check our latest Posts - Click Here