Daily Current Affairs in BengaliCurrent Affairs

28th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

Daily Bengali Current Affairs at a Glance 

  • ২০২৩ সালে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস ( World Nature Conservation Day ) এর থিম ছিল – Forests and Livelihoods: Sustaining People and Planet.
  • কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এশিয়ান যুব ও জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর উদ্বোধন করলেন।
  • সম্প্রতি রাজ্যসভা সিনেমাটোগ্রাফ আইন, ১৯৫২ সংশোধন করতে ভয়েস ভোটে সিনেমাটোগ্রাফ (সংশোধন) বিল, ২০২৩ পাস করেছে।
  • ভুটান রুবেলা সফলভাবে নির্মূল করার ঘোষণা দিয়েছে।
  • বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৩ এর থিম – One Life, One Liver ।
  • Indian Computer Emergency Response Team (CERT-In) সম্প্রতি Akira নামক ইন্টারনেট র‍্যানসমওয়্যার ভাইরাস সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে।
  • অস্ট্রেলিয়ান-তামিল আইনজীবী শঙ্করী চন্দ্রন তার উপন্যাস “চাই টাইম অ্যাট সিনামন গার্ডেনস” এর জন্য $৬০,০০০ এর মর্যাদাপূর্ণ মাইলস ফ্র্যাঙ্কলিন সাহিত্য পুরস্কার জিতেছেন।
  • ISRO-START প্রোগ্রামের নোডাল কেন্দ্র আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (AMU) ।
  • জম্মু ও কাশ্মীরে, দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে, জেলা স্বাস্থ্য সোসাইটি ডোডা একটি অগ্রণী উদ্যোগ শুরু করেছে- “ডাক্তার আপকে গাঁও মে।”

28th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৮শে জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 28th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 25th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস ( World Nature Conservation Day ) প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) জুলাই ২৭
(B) জুলাই ২৮
(C) জুলাই ২৯
(D) জুলাই ৩০

উত্তর
(B) জুলাই ২৮

২. কে ভারতে এশিয়ান যুব ও জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ (Asian Youth and Junior Weightlifting Championships ) এর উদ্বোধন করলেন ?

(A) অনুরাগ ঠাকুর
(B) রাজ্যবর্ধন রাঠোর
(C) কিরেন রিজিজু
(D) নরেন্দ্র মোদি

উত্তর
(A) অনুরাগ ঠাকুর

  • কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এশিয়ান যুব ও জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ২০২৩।
  • এই চ্যাম্পিয়নশিপ এই প্রথমবারের জন্য ভারতে হচ্ছে।

৩. সিনেমাটোগ্রাফি (সংশোধনী) বিল ২০২৩ এর মূল উদ্দেশ্য হল – _________ এর ঠিকানা জারি করেছে।

(A) প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু কমানো
(B) সিনেমায় সহিংসতা কমানো
(C) ফিল্ম পাইরেসি কমানো
(D) উপরের সবগুলো

উত্তর
(C) ফিল্ম পাইরেসি কমানো

  • সম্প্রতি রাজ্যসভা সিনেমাটোগ্রাফ আইন, ১৯৫২ সংশোধন করতে ভয়েস ভোটে সিনেমাটোগ্রাফ (সংশোধন) বিল, ২০২৩ পাস করেছে।
  • রাজ্যসভায় পাস হওয়ার পর এটি নিম্নকক্ষে পাঠানো হবে।
  • বিলটির লক্ষ্য হল ইন্টারনেটে সিনেমাগুলির পাইরেটেড কপি ছড়িয়ে পরা থেকে আটকানো।

৪. সম্প্রতি নিম্নলিখিত কোন দেশ ঘোষণা করেছে যে সেই দেশে রুবেল সফলভাবে নির্মূল হয়েছে ?

(A) ভারত
(B) বাংলাদেশ
(C) নেপাল
(D) ভুটান

উত্তর
(D) ভুটান

  • ভুটান রুবেলা সফলভাবে নির্মূল করার ঘোষণা দিয়েছে।
  • ২১শে জুলাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অত্যন্ত সংক্রামক এবং সম্ভাব্য বিধ্বংসী রোগ মোকাবেলায় ভুটানের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে।

৫. বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৩ এর থিম কি?

(A) Bringing hepatitis care closer to you
(B) Invest in eliminating hepatitis
(C) One Life, One Liver
(D) Hepatitis Can’t Wait 2

উত্তর
(C) One Life, One Liver

  • বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৩ এর থিম – One Life, One Liver ।
  • ২৮ জুলাই ডাঃ বারুচ ব্লুমবার্গের জন্মদিন ।
  • তিনিই প্রথম হেপাটাইটিস বি (Hepatitis B) ভাইরাস আবিষ্কার করেছিলেন ।
  • তার সম্মানে প্রতিবছর ২৮শে জুলাই বিষয় হেপাটাইটিস দিবস পালন করা হয় ।

৬. সম্প্রতি CERT-In কোন ইন্টারনেট র‍্যানসমওয়্যার ভাইরাস সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে?

(A) Akira
(B) Alima
(C) Aira
(D) Agata

উত্তর
(A) Akira

  • Indian Computer Emergency Response Team (CERT-In) সম্প্রতি Akira নামক ইন্টারনেট র‍্যানসমওয়্যার ভাইরাস সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে।
  • এই ম্যালওয়্যারটি উইন্ডোজ এবং লিনাক্স-ভিত্তিক সিস্টেমকে টার্গেট করে, ব্যক্তিগত তথ্য চুরি করে এবং ডাটা এনক্রিপ্ট করে ভিকটিমদের কাছ থেকে অর্থ আদায় করার চেষ্টা করে।

৭. কে তার উপন্যাস “Chai Time at Cinnamon Gardens” এর জন্য $৬০,০০০ এর মর্যাদাপূর্ণ মাইলস ফ্র্যাঙ্কলিন সাহিত্য পুরস্কার জিতেছেন?

(A) জেনিফার ডাউন
(B) তারা জুন উইঞ্চ
(C) আমান্ডা লোহরে
(D) শঙ্করী চন্দ্রন

উত্তর
(D) শঙ্করী চন্দ্রন
অস্ট্রেলিয়ান-তামিল আইনজীবী শঙ্করী চন্দ্রন তার উপন্যাস “চাই টাইম অ্যাট সিনামন গার্ডেনস” এর জন্য $৬০,০০০ এর মর্যাদাপূর্ণ মাইলস ফ্র্যাঙ্কলিন সাহিত্য পুরস্কার জিতেছেন।

৮. টাটা স্টিলের CEO এবং MD হিসাবে কে পুনরায় নিযুক্ত হয়েছেন?

(A) কে. কৃত্তিবাসন
(B) প্রবীর সিনহা
(C) টিভি নরেন্দ্রন
(D) মার্ক লিস্টোসেলা

উত্তর
(C) টিভি নরেন্দ্রন
নরেন্দ্রন ১৯৮৮ সালে টাটা স্টিলে যোগ দেন। খনি এবং ধাতু শিল্পে তার ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।

৯. নিচের কোন বিশ্ববিদ্যালয়টি ISRO-START প্রোগ্রামের নোডাল কেন্দ্র?

(A) IIM লখনউ
(B) IIT কানপুর
(C) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU)
(D) আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (AMU)

উত্তর
(D) আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (AMU)
আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (AMU) মর্যাদাপূর্ণ রিমোট সেন্সিং এবং GIS অ্যাপ্লিকেশনের আন্তঃবিভাগীয় বিভাগ, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)-Space Science and Technology Awareness Training (START) প্রোগ্রামের জন্য নোডাল কেন্দ্র হিসাবে মনোনীত হয়েছে।

১০. কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল “ডাক্তার আপকে গাঁও মে” প্রোগ্রাম চালু করেছে?

(A) উত্তর প্রদেশ
(B) মধ্য প্রদেশ
(C) লাদাখ
(D) জম্মু ও কাশ্মীর

উত্তর
(D) জম্মু ও কাশ্মীর
জম্মু ও কাশ্মীরে, দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে, জেলা স্বাস্থ্য সোসাইটি ডোডা একটি অগ্রণী উদ্যোগ শুরু করেছে- “ডাক্তার আপকে গাঁও মে।”

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button