IIFA 2023 : Complete Winner List । আইফা ২০২৩ – বিজয়ীদের তালিকা – PDF
IIFA 2023 – Complete Winner List : সম্প্রতি আবু ধাবিতে অনুষ্ঠিত হয়েছে ২০২৩ সালের আইফা অ্যাওয়ার্ডস (IIFA 2023 full winners list ) । এই মঞ্চে উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা । সলমন খান থেকে অভিষেক বচ্চন, অনিল কাপুর, ভিকি কৌশল, রীতেশ দেশমুখ, সারা আলি খানের মতো তারকার উপস্থিতিতে এই মঞ্চ সেজে উঠেছিল ।
এবারের এই অনুষ্ঠানে সেরার তকমা ছিনিয়ে নিয়েছেন আলিয়া ভাট (Alia Bhatt) ও হৃত্বিক রোশন (Hrithik Roshan)। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ – এর জন্য আলিয়া ভাট এবং ‘বিক্রম বেধা’-এর জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন হৃত্বিক।
দেখে নেওয়া যাক এবারের IIFA বা International Indian Film Academy Awards -এর বিজেতাদের সম্পূর্ণ তালিকা ।
IIFA 2023 full winners list
নং | বিভাগ | বিজেতা |
---|---|---|
১ | শ্রেষ্ঠ চলচ্চিত্র | দৃশ্যম ২ |
২ | সেরা পরিচালক | আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট) |
৩ | সেরা অভিনেতা | হৃত্বিক রোশন (বিক্রম বেধা) |
৪ | সেরা অভিনেত্রী | আলিয়া ভাট (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি) |
৫ | সেরা পার্শ্ব অভিনেতা | অনিল কাপুর (যুগ যুগ জিও) |
৬ | সেরা পার্শ্ব অভিনেত্রী | মৌনি রায় (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা) |
৭ | সিনেমায় ফ্যাশনের জন্য কৃতিত্ব | মনীশ মালহোত্রা |
৮ | ভারতীয় সিনেমায় অভিনয়ের সৌজন্যে লাইফটাইম অ্যাচিভমেন্ট | কমল হাসান |
৯ | সেরা অ্যাডাপ্টেড গল্প | আমিল কেয়ান খান এবং অভিষেক পাঠক (দৃশ্যম ২) |
১০ | সেরা মৌলিক গল্প | পারভেজ শেখ এবং জসমিত রিন (ডার্লিংস) |
১১ | সেরা ডেবিউট্যান্ট অভিনেতা | শান্তনু মহেশ্বরী (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি) এবং বাবিল খান (কালা) |
১২ | সেরা ডেবিউট্যান্ট অভিনেত্রী | খুশিলী কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার) |
১৩ | সেরা গায়ক | অরিজিৎ সিং (কেশরিয়া, ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা) |
১৪ | সেরা গায়িকা | শ্রেয়া ঘোষাল (রসিয়া, ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা) |
১৫ | সেরা সঙ্গীত পরিচালনা | প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা) |
১৬ | সেরা গীতিকার | অমিতাভ ভট্টাচার্য (কেশরিয়া, ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা) |
১৭ | সেরা সিনেমাটোগ্রাফি | গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি |
১৮ | সেরা চিত্রনাট্য | গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি |
১৯ | সেরা সংলাপ | গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি |
২০ | টাইটেল ট্র্যাকের জন্য সেরা কোরিওগ্রাফি | ভুল ভুলাইয়া ২ |
২১ | সেরা সাউন্ড ডিজাইন | ভুল ভুলাইয়া ২ |
২২ | সেরা সম্পাদনা | দৃশ্যম ২ |
২৩ | সেরা স্পেশ্যাল এফেক্ট (ভিজ্যুয়াল) | ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা |
২৪ | সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর | বিক্রম বেধা |
২৫ | সেরা সাউন্ড মিক্সিং | মনিকা ও মাই ডার্লিং |
এরকম আরও কিছু পোস্ট :
পুলিৎজার পুরস্কার ২০২৩ – বিজেতাদের তালিকা
দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ – পুরস্কার বিজয়ীদের তালিকা
পদ্ম পুরস্কার ২০২৩ বিজেতাদের সম্পূর্ণ তালিকা PDF
Dowload Section
- File Name: IIFA 2023 _ Complete Winner List । আইফা ২০২৩ – বিজয়ীদের তালিকা – PDF – বাংলা কুইজ
- File Size: 400 KB
- No. of Pages: 02
- Format: PDF
- Language: Bengali
To check our latest Posts - Click Here