21st July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
21st July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২১শে জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 21st July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 20th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চেন্নাই ২০২৩ -এর ম্যাসকটটি হল –
(A) Verappan
(B) Murli
(C) Bomman
(D) Chennaman
- তামিলনাড়ুর যুব কল্যাণ ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী উদয়নিধি স্টালিন মেয়র রাধাকৃষ্ণান হকি স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চেন্নাই ২০২৩-এর মাসকট উন্মোচন করেছেন।
- “বোম্যান” নামের মাসকটটি অস্কার বিজয়ী ডকুমেন্টারি “দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স” থেকে অনুপ্রাণিত হয়েছে।
২. ভারতীয় মহিলা ভলিবল দলের নতুন কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) রাজেন্দ্র প্রসাদ
(B) রামকুমার ভার্মা
(C) রমেশ সিনহা
(D) রবীন্দ্র বাঁশতু
- ভারতীয় জাতীয় মহিলা ভলিবল দলের কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন রবীন্দ্র বাঁশতু।
- বাঁশতু ১৯তম এশিয়ান মহিলা চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচিত ভলিবল দলকে প্রশিক্ষণ দেবেন।
৩. সম্প্রতি খড়গ নদী অববাহিকা প্রকল্প অনুমোদিত হয়েছে। খড়গ নদী অববাহিকা প্রকল্প কোথায় অবস্থিত?
(A) ওড়িশা
(B) পশ্চিমবঙ্গ
(C) উত্তর প্রদেশ
(D) মহারাষ্ট্র
ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক সম্প্রতি খড়গ নদী অববাহিকা প্রকল্পের অনুমোদন দিয়েছেন।
৪. ‘As the Wheel Turns’ – বইটি প্রকাশ করেছেন
(A) সত্যপাল মালিক
(B) এস জয়শঙ্কর
(C) ভেঙ্কাইয়া নাইডু
(D) নরেন্দ্র মোদি
- ভারতের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু সম্প্রতি তামিলনাড়ুতে ” As the wheel turns ” নামে একটি বই প্রকাশ করেন।
- বইটি লিখেছেন রায়লা কর্পোরেশনের CEO রঞ্জিত প্রতাপ।
দেখে নাও : ভারতের সমস্ত উপরাষ্ট্রপতি তালিকা
৫. সম্প্রতি LIC-এর নতুন MD হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) সাত পাল ভানু
(B) মেঘা শর্মা
(C) রাকেশ শর্মা
(D) ভি কে শর্মা
ভোপালে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার জোনাল অফিসের অতিরিক্ত জোনাল ম্যানেজার (ইন-চার্জ) সাত পাল ভানুকে LIC এর MD হিসাবে নিযুক্ত করা হয়েছে।
৬. রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) সুরেশ যাদব
(B) সুমিত যাদব
(C) দেবেন্দর যাদব
(D) মনোজ যাদব
সিনিয়র IPS অফিসার মনোজ যাদবকে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (RPF) মহাপরিচালক নিযুক্ত করা হয়েছে।
যাদব, হরিয়ানা ক্যাডারের ১৯৮৮ ব্যাচের ভারতীয় পুলিশ সার্ভিস (IPS ) অফিসার, সঞ্জয় চন্দরের স্থলাভিষিক্ত হবেন যিনি ৩১ জুলাই অবসর নেবেন৷
৭. বিহারের কোন জায়গায় খেলাধুলার প্রসারের জন্য স্পোর্টস ইউনিভার্সিটি ও একাডেমি তৈরি করা হচ্ছে?
(A) রাজগীর
(B) গয়া
(C) পাটনা
(D) নালন্দা
- বিহার রাজ্যের প্রথম স্পোর্টস ইউনিভার্সিটি এবং স্পোর্টস অ্যাকাডেমি দুটোই রাজগীরে স্থাপিত হবে।
- গুজরাট, পাঞ্জাব, আসাম, তামিলনাড়ু এবং রাজস্থানের পর বিহার ষষ্ঠ রাজ্য হিসেবে স্পোর্টস বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চলেছে ।
৮. কোন রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল অন্ত্যোদয় আন্না যোজনা (AAY) এর অধীনে ২.৮০ লক্ষেরও বেশি অভাবী পরিবারকে বিনামূল্যে চিনি দেওয়ার ঘোষণা করেছে?
(A) দিল্লী
(B) মধ্য প্রদেশ
(C) উত্তর প্রদেশ
(D) জম্মু ও কাশ্মীর
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে দিল্লি মন্ত্রিসভা ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত রাজধানীতে ২.৮০ লক্ষেরও বেশি সুবিধাবঞ্চিত পরিবারকে এক কেজি বিনামূল্যে চিনি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।
৯. নিচের কোন ক্রিকেটার টেস্ট ক্রিকেটে ৬০০টি উইকেট নেওয়া দ্বিতীয় পেস বোলার হয়েছেন?
(A) আর অশ্বিন
(B) আর জাদেজা
(C) স্টুয়ার্ট ব্রড
(D) জেমস অ্যান্ডারসন
ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড টেস্ট ক্রিকেটে দ্বিতীয় পেস বোলার হিসেবে ৬০০ উইকেট পেয়েছেন।
১০. নিম্নলিখিত কোন জায়গায়, ৮ই অক্টোবর ২০২৩ তারিখে ভারতীয় বায়ুসেনার ৯১তম বার্ষিকী পালিত হবে?
(A) প্রয়াগরাজ
(B) নতুন দিল্লি
(C) কানপুর
(D) আগ্রা
ভারতীয় বায়ুসেনা ৮ই অক্টোবর ২০২৩ -এ তার ৯১তম বার্ষিকী উদযাপন করবে প্রয়াগরাজে।
To check our latest Posts - Click Here