Daily Current Affairs in BengaliCurrent Affairs

20th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

20th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২০শে জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 20th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 19th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কে নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (NOIDA) এর সিইও হিসেবে রিতু মহেশ্বরীর স্থলাভিষিক্ত হতে চলেছেন?

(A) লোকেশ এম
(B) প্রীতি শর্মা
(C) আদিত্য কুমার
(D) মনীশ সিং

উত্তর
(A) লোকেশ এম
নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি (NOIDA) এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসাবে দীর্ঘকাল দায়িত্ব পালন করার পরে, রিতু মহেশ্বরীকে পদ থেকে সরিয়ে আগ্রায় স্থানান্তরিত করা হয়েছে যেখানে তাকে কমিশনার হিসাবে নিযুক্ত করা হয়েছে।
মহেশ্বরীর স্থলাভিষিক্ত হবেন কানপুরের বিভাগীয় কমিশনার লোকেশ এম।

২. ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ২৫তম প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) ডিজি রাজেশ চৌহান
(B) ডিজি বিক্রম পাঠানিয়া
(C) ডিজি রাকেশ পাল
(D) ডিজি রাকেশ জোশী

উত্তর
(C) ডিজি রাকেশ পাল
রাকেশ পাল ভারতীয় কোস্ট গার্ডের ২৫তম মহাপরিচালক নিযুক্ত হয়েছেন।
একটি সরকারী বিবৃতি অনুসারে, পাল ভারতীয় নৌ একাডেমির একজন প্রাক্তন ছাত্র এবং জানুয়ারী ১৯৮৯ সালে ইন্ডিয়ান কোস্ট কিউয়ার্ডে যোগদান করেন।

৩. কোন ভারতীয় রাজ্য ২০২৪ সালে ৬৯তম ফিল্মফেয়ার পুরস্কারের আয়োজন করতে চলেছে ?

(A) মহারাষ্ট্র
(B) গুজরাট
(C) রাজস্থান
(D) কর্ণাটক

উত্তর
(B) গুজরাট
গুজরাট ২০২৪ সালে ৬৯তম ফিল্মফেয়ার পুরস্কারের আয়োজন করতে চলেছে ।

৪. আন্তর্জাতিক দাবা দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) জুলাই ১৮
(B) জুলাই ২০
(C) জুলাই ১৯
(D) জুলাই ২১

উত্তর
(B) জুলাই ২০

দ্য ইন্টারন্যাশনাল চেস ফাউন্ডেশন ১৯৬৬ সাল থেকে প্রতিবছর ২০শে জুলাই আন্তর্জাতিক দাবা দিবস পালন করে আসছে ।

দেখে নাও : আন্তর্জাতিক দাবা দিবস সম্পর্কিত বিস্তারিত তথ্য ।

৫. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি বৈদ্যুতিক যানবাহনের ভর্তুকি দাবি প্রক্রিয়াকরণের জন্য পোর্টাল চালু করেছে?

(A) কর্ণাটক
(B) উত্তর প্রদেশ
(C) রাজস্থান
(D) মহারাষ্ট্র

উত্তর
(B) উত্তর প্রদেশ
উত্তরপ্রদেশ এই পোর্টালটি চালু করেছে । পোর্টালটি হল – upevsubsidy.in portal.

৬. সম্প্রতি কোন বইটি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন ?

(A) “Himachal Melodies”
(B) “Mera Himachal”
(C) “Raag Prakash”
(D) “Prakash: The Light of Music” 2 3

উত্তর
(C) “Raag Prakash”

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ঠাকুর সুখবিন্দর সিং সুখু ডক্টর ওম প্রকাশ কৌলের লেখা ‘Raag Prakash’ নামে একটি বই সম্প্রতি প্রকাশ করেছেন।

৭. কোন কোম্পানি সম্প্রতি ভারতে ফ্রড কল ফিল্টার করার জন্য একটি AI-চালিত অ্যাসিস্ট্যান্ট চালু করেছে?

(A) Amazon
(B) Truecaller
(C) Quickheal
(D) Google

উত্তর
(B) Truecaller
অযাচিত কল ফিল্টার করার জন্য Truecaller সম্প্রতি একটি AI-চালিত অ্যাসিস্ট্যান্ট চালু করেছে|

৮. প্রথম ভারতীয় মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার কে?

(A) এস বিজয়লক্ষ্মী
(B) হাম্পি কোনেরু
(C) পদ্মিনী রাউত
(D) কৃত্তিকা নাদিগ

উত্তর
(A) এস বিজয়লক্ষ্মী

  • ভারতের প্রথম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার হলেন সুব্বারমন বিজয়লক্ষ্মী।
  •  ২০০১ সালে তিনি গ্র্যান্ডমাস্টার -এর খেতাব অর্জন করেন ।
  • ২০০১ সালে ভারত সরকার তাকে অর্জুন পুরস্কার প্রদান করে ।
  • আজ আন্তর্জাতিক দাবা দিবস

৯. নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি ইসলামী পণ্ডিত কাঁথাপুরমকে হিজরা পুরস্কারে সম্মানিত করেছে?

(A) মালয়েশিয়া
(B) মিশর
(C) ইরান
(D) সংযুক্ত আরব আমিরাত

উত্তর
(A) মালয়েশিয়া
মালয়েশিয়া সর্বভারতীয় সুন্নি জামিয়াতুল উলামার সাধারণ সম্পাদক এবং ভারতের বর্তমান গ্র্যান্ড মুফতি, কাঁথাপুরম আবুবক্কর মুসলিয়ারকে মালয়েশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান, মর্যাদাপূর্ণ হিজরা পুরস্কার দিয়ে সম্মানিত করেছে।

১০. রাজ্যসভায় ভাইস-চেয়ারপারসনের প্যানেলে কতজন মহিলা সম্প্রতি নিযুক্ত হয়েছেন?

(A) এক
(B) দুই
(C) তিন
(D) চার

উত্তর
(D) চার

  • একটি ঐতিহাসিক পদক্ষেপে, রাজ্যসভার চেয়ারম্যান, শ্রী জগদীপ ধনখর ভাইস-চেয়ারপারসনের প্যানেলে চার মহিলা সংসদ সদস্যকে মনোনীত করেছেন।
  •  নিযুক্ত সদস্যরা হলেন: শ্রীমতি পি.টি. ঊষা, শ্রীমতি এস. ফাংগন কনয়াক, ড. ফৌজিয়া খান, শ্রীমতি সুলতা দেও।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button