Daily Current Affairs in BengaliCurrent Affairs

19th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

19th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৯শে জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 19th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 16th – 17h July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. পুরুষ খেলোয়াড়দের মধ্যে ব্যাডমিন্টনে দ্রুততম হিট করে কে সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করলেন ?

(A) সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি
(B) সুপাক জোমকোহ
(C) চিরাগ শেঠি
(D) ট্যান বুন হিওং

উত্তর
(A) সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি

  • ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় সাত্ত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ব্যাডমিন্টন খেলায় ‘দ্রুততম হিট’-এর নতুন বিশ্বরেকর্ড গড়লেন।
  • ৫৬৫ কি.মি. প্রতিঘন্টার তাঁর এই শট ভেঙে দিয়েছে ১০ বছরের পুরনো রেকর্ড।

২. হেনলি পাসপোর্ট সূচক ২০২৩ (Henley Passport Index 2023 ) -এ, ভারতের পাসপোর্ট শক্তির র‌্যাঙ্কিং হল:

(A) ৭৭তম
(B) ৮০তম
(C) ৮৮তম
(D) ৯৩তম

উত্তর
(B) ৮০তম

  • হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৩ অনুসারে ৫৭টি দেশে ভিসা-মুক্ত প্রবেশের সাথে সাথে ভারত এই ইনডেক্সে ৮০ তম স্থানে রয়েছে।
  • এবারে এই ইনডেক্সে জাপানকে হারিয়ে শীর্ষে চলে এসেছে সিঙ্গাপুর

৩. তার সর্বশেষ AI মডেল যার নাম LLAMA-2 এর জন্য মেটা কোন কোম্পানির সাথে পার্টনারশীপ করেছে ?

(A) গুগল
(B) ফেসবুক
(C) আমাজন
(D) মাইক্রোসফট

উত্তর
(D) মাইক্রোসফট

  • মেটা তার ওপেন সোর্স AI মডেল লামা (Llama )-এর  বাণিজ্যিক সংস্করণ প্রকাশের ঘোষণা দিয়েছে।
  • AI মডেল এবং এর Llama 2 এর নতুন সংস্করণ মাইক্রোসফট তার Azure ক্লাউড পরিষেবার মাধ্যমে বিতরণ করবে এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলবে।

৪. সম্প্রতি ভারত এবং ইন্দোনেশিয়ার নৌ জাহাজ দ্বারা পরিচালিত সামরিক মহড়াটির নাম কি?

(A) Varuna
(B) SLINEX
(C) CORPAT
(D) MPX

উত্তর
(D) MPX
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সাথে মেরিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ (MPX) এ অংশ নিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় দুটি ফ্রন্টলাইন ভারতীয় নৌ জাহাজ INS সহ্যাদ্রি এবং INS কলকাতা পৌঁছেছে।

৫. SBI ক্যাপিটাল মার্কেটস লিমিটেড (SBICAPs) এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) রাজয় কুমার সিনহা
(B) সুরেশ কুমার শর্মা
(C) রাজেশ সিং রাঠোর
(D) রাজয় কুমার গুপ্ত

উত্তর
(A) রাজয় কুমার সিনহা

  • SBI ক্যাপিটাল মার্কেটস (SBICAPS) এর নতুন ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে রাজয় কুমার সিনহাকে নিযুক্ত করা হয়েছে।
  • তিনি অমিতাভ চ্যাটার্জির কাছ থেকে এই দায়িত্ব নেন।

৬. শ্রীনগরে ৩দিনব্যাপী অমৃত যুব কালোৎসবের উদ্বোধন করেছেন কে ?

(A) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
(B) লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা
(C) ডাঃ সন্ধ্যা পুরেচা
(D) সুজিত সিং

উত্তর
(B) লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা

  • জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলে, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ৩ দিনব্যাপী অমৃত যুব কালোৎসবের উদ্বোধন করেছেন।
  • সঙ্গীত, নৃত্য এবং নাটকের এই উৎসব ভারতের স্বাধীনতার ৭৫ বছর স্মরণ করে আয়োজন করা হয়েছে।

৭. ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (DAC) কোন দেশ থেকে ২৬টি রাফালে মেরিন বিমান ক্রয়ের অনুমোদন দিয়েছে?

(A) ইসরায়েল
(B) রাশিয়া
(C) জার্মানি
(D) ফ্রান্স

উত্তর
(D) ফ্রান্স
২৬টি রাফাল যুদ্ধবিমান (মেরিন) কেনার সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। ফ্রান্সের এরোস্পেস সংস্থা এবং যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা দাঁসো অ্যাভিয়েশনের তরফে জানানো হয়েছে, রাফাল যুদ্ধবিমানের ‘নেভাল ভার্সন’ কিনছে ভারত। যা একেবারে অত্যাধুনিক যুদ্ধবিমান (একেবারে লেটেস্ট জেনারেশন) হতে চলেছে।

৮. কোন প্রতিষ্ঠান ‘Healthy Recipes for Defence’ শিরোনামের বইটি ডেভেলপ করেছে ?

(A) FCI
(B) FSSAI
(C) FAO
(D) NABARD

উত্তর
(B) FSSAI
বইটির লক্ষ্য বাজরা খাওয়াকে উৎসাহিত করা

৯. ২৪তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে মহিলা ট্রাই-সার্ভিস মোটরসাইকেল র‍্যালিটি কোন শহর থেকে শুরু হয়েছে ?

(A) নয়াদিল্লি
(B) পাটনা
(C) আহমেদাবাদ
(D) শ্রীনগর

উত্তর
(A) নয়াদিল্লি

  • ভারতীয় সেনাবাহিনী ২৪তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে নয়াদিল্লি থেকে দ্রাস পর্যন্ত মহিলা ট্রাই-সার্ভিস মোটরসাইকেল র‌্যালি শুরু করেছে।
  • র‌্যালিটি দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হয়ে কার্গিল ওয়ার মেমোরিয়াল, দ্রাস (লাদাখ) এ শেষ হবে।
  • এই মোটরসাইকেল র‌্যালির নাম দেওয়া হয়েছে ‘Women Empowerment Women Motorcycle Rally’.

১০. ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন এশিয়ান গেমসের ট্রায়াল থেকে কোন কুস্তিগীরকে ছাড় দিয়েছে?

(A) রবি দাহিয়া
(B) বিজয় কুমার
(C) যোগেশ্বর দত্ত
(D) বজরং পুনিয়া

উত্তর
(D) বজরং পুনিয়া

ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে এশিয়ান গেমসে ট্রায়াল ছাড়াই নামতে পারবেন বজরং পুনিয়াভিনেশ ফোগাট। যদিও এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন বিতর্ক।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button