Daily Current Affairs in BengaliCurrent Affairs

14th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

14th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৪ই জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 14th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 13th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি নিম্নলিখিত কোন দেশের ব্যাংক ক্রেডিট রিপোর্টিং সংক্রান্ত আন্তর্জাতিক কমিটিতে যোগদান করেছে?

(A) ফ্রান্স
(B) ভারত
(C) ইরাক
(D) ইজরায়েল

উত্তর
(D) ইজরায়েল
নভেম্বর ২০২২ -এ, আন্তর্জাতিক কমিটি অন ক্রেডিট রিপোর্টিং (ICCR)-এর শীতকালীন সভায় কমিটির সদস্যদের মধ্যে একটি ভোট অনুষ্ঠিত হয়, এবং সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্যাঙ্ক অফ ইসরায়েলকে সংগঠনের সদস্য হিসেবে যোগদানের অনুমোদন দেওয়া হবে।

২. কোন ডিজিটাল ওয়ালেট সম্প্রতি জুলাই ২০২৩ এ UPI লাইট চালু করেছে?

(A) PhonePe
(B) Google Pay
(C) PayZapp
(D) Paytm

উত্তর
(B) Google Pay

ইউপিআই লাইট কি?

  •  গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইউপিআই লাইট চালু করেছিল।
  •  এটি একটি ডিজিটাল পেমেন্ট পরিষেবা যা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) দ্বারা ডিজাইন করা হয়েছে ।

সম্প্রতি Google Pay এই UPI লাইট চালু করেছে ।

৩. এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে মহিলাদের ১০০ মিটার হার্ডলসে কে স্বর্ণপদক জিতেছে?

(A) দুতি চাঁদ
(B) স্বপ্না বর্মন
(C) জ্যোতি ইয়ারাজি
(D) হিমা দাস

উত্তর
(C) জ্যোতি ইয়ারাজি

  • জ্যোতি ইয়ারাজি, থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার হার্ডলস ইভেন্টে সোনা জিতে নিয়েছেন।
  • উল্লেখ্য যে এই চ্যাম্পিয়নশিপের ম্যাসকট করা হয়েছে ভগবান হনুমানকে।

৪. National Action Plan for Senior Citizen এর নতুন নাম কি রাখা হয়েছে ?

(A) Rashtriya Vayoshri Yojana (RVY)
(B) Integrated Programme for Senior Citizens (IPSrC)
(C) Atal Vayo Abhyuday Yojana (AVYAY)
(D) Elderline

উত্তর
(C) Atal Vayo Abhyuday Yojana (AVYAY)
National Action Plan for Senior Citizen এর নতুন নাম রাখা হয়েছে Atal Vayo Abhyuday Yojana (AVYAY)

৫. সাম্প্রতিক র‌্যাঙ্কিং অনুযায়ী, পাকিস্তানের কোন শহর বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় স্থান পেয়েছে?

(A) করাচি
(B) পেশোয়ার
(C) ইসলামাবাদ
(D) লাহোর

উত্তর
(A) করাচি
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) দ্বারা পাকিস্তানের করাচি বিশ্বের শীর্ষ পাঁচটি ‘নিম্নতম বাসযোগ্য’ (least livable) নগর কেন্দ্রের মধ্যে স্থান পেয়েছে। ১৭৩ টি শহরের মধ্যে করাচি ১৬৯তম স্থানে রয়েছে ।

৬. সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিন্মলিখিত কোন সম্মানে সম্মানিত করা হয়েছে ?

(A) Order of the Nile to Legion of Merit
(B) Grand Cross of the Legion of Honour
(C) Companion of the Order of Logohu
(D) Chief Commander of the Legion of Merit

উত্তর
(B) Grand Cross of the Legion of Honour
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনারে ভূষিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

৭. কোন ব্যক্তি ‘NMACC Bachpan’ চালু করেছেন?

(A) মিতালি রাজ
(B) সোনিয়া গান্ধী
(C) স্মৃতি ইরানি
(D) নীতা আম্বানি

উত্তর
(D) নীতা আম্বানি
NMACC – Nita Mukesh Ambani Cultural Centre

৮. সম্প্রতি কোন রাজ্য নেপালি কবি আদি কবি ভানুভক্ত আচার্যের জন্মবার্ষিকী ‘ভানু জয়ন্তী’ উদযাপন করেছে?

(A) সিকিম
(B) আসাম
(C) উত্তর প্রদেশ
(D) পশ্চিমবঙ্গ

উত্তর
(A) সিকিম
প্রখ্যাত নেপালি কবি আদি কবি ভানুভক্ত আচার্যের ২০৯ তম জন্মবার্ষিকী, যা ভানু জয়ন্তী নামে পরিচিত, সম্প্রতি সিকিম জুড়ে পালিত হয়েছে ।

৯. উইলসনস ছোট্ট পেঙ্গুইনের দেহাবশেষ সম্প্রতি কোন দেশে আবিষ্কৃত হয়েছে?

(A) নিউজিল্যান্ড
(B) ফিলিপাইন
(C) চীন
(D) ভারত

উত্তর
(A) নিউজিল্যান্ড
বিজ্ঞানীরা সম্প্রতি নিউজিল্যান্ডে দুটি জীবাশ্ম আবিষ্কার করেছেন । উইলসনের লিটল পেঙ্গুইন (Eudyptula wilsonae) নামক ক্ষুদ্রতম পরিচিত বিলুপ্তপ্রায় পেঙ্গুইন প্রজাতির অবশিষ্টাংশ আবিষ্কার করেছেন।

১০. বিজ্ঞানীরা কোন গ্রহে ফসফাইন আবিষ্কার করেছেন?

(A) বুধ
(B) মঙ্গল
(C) শুক্র
(D) শনি

উত্তর
(C) শুক্র
শুক্র গ্রহের চারিদিকে রয়েছে Phosphine Gas । সম্প্রতি এই কথা জানালেন বিজ্ঞানীরা| ওই গ্রহে থাকতে পারে ব্যাকটেরিয়াও |

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button