Daily Current Affairs in BengaliCurrent Affairs

12th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

12th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১২ই জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 12th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here

দেখে নাও : 11th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন প্রতিষ্ঠান ‘World Investment Report 2023’ প্রকাশ করে ?

(A) UNCTAD
(B) UNDP
(C) FAO
(D) UNEP

উত্তর
(A) UNCTAD
ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (UNCTAD) এর ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০২৩ অনুসারে, ২০২২ সালে উন্নয়নশীল এশীয় দেশগুলিতে বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগের (FDI) মোট পরিমাণ ৬৬২ বিলিয়ন মার্কিন ডলারে ছিল।
২. কোন প্রযুক্তি কোম্পানি ‘Threads’ অ্যাপ চালু করেছে?

(A) Amazon
(B) Google
(C) Microsoft
(D) Meta

উত্তর
(D) Meta

  • Meta কোম্পানি এই Threads অ্যাপ তৈরী করেছে।
  • এই অ্যাপ অনেকটা টুইটা-এর মতো এবং এটি চালু করা হয়েছে টুইটারকে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে।
  • উল্লেখ্য যে Facebook, Instagram ও WhatsApp এর প্যারেন্ট কোম্পানি হচ্ছে এই Meta।
৩. ২০২৩ সালের জুন মাসের জন্য আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ কে নির্বাচিত হয়েছেন?

(A) বিরাট কোহলি ও এলিস পেরি
(B) ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং অ্যাশলে গার্ডনার
(C) রোহিত শর্মা ও মেগ ল্যানিং
(D) জো রুট এবং অ্যালিসা হিলি

উত্তর
(B) ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং অ্যাশলে গার্ডনার

  • ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (ICC) সম্প্রতি ২০২৩ সালের জুন মাসের প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে।
  • প্রথম খেলোয়াড় (পুরুষ/মহিলা) হিসেবে তিনি এই নিয়ে তিন বার আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থের পুরস্কার জিতেছেন অ্যাশলে গার্ডনার।
  • আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার রেকর্ড-ব্রেকিং স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
৪. ২০২৩ সালের জুলাই মাসে লিথুয়ানিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হয়েছেন ?

(A) রবিশঙ্কর প্রসাদ
(B) অরিন্দম বাগচী
(C) দেবেশ উত্তম
(D) রাকেশ আস্থানা

উত্তর
(C) দেবেশ উত্তম

  • ভারতীয় কূটনীতিক দেবেশ উত্তমকে লিথুয়ানিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে।
  • তিনি ২০০৩ ব্যাচের একজন ভারতীয় ফরেন সার্ভিস (IFS) অফিসার।
  • তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে কর্মরত।
৫. নিচের কোন বইটি মালাল ইউসুফজাই লিখেছেন?

(A) We Are Displaced
(B) Midnight’s Children
(C) River of Smoke
(D) Next in Line

উত্তর
(A) We Are Displaced
‘We are Displaced: My Journey and Stories from Refugee Girls Around the World’ শীর্ষক বইটি লিখেছেন মালালা ইউসুফজাই ।
৬. বিশ্ব মালালা দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) জুলাই ১২
(B) জুলাই ১৩
(C) জুলাই ১৪
(D) জুলাই ১৪

উত্তর
(B) জুলাই ১২

প্রতিবছর ১২ই জুলাই বিশ্ব মালালা দিবস পালন করা হয় ।

দেখে নাও বিশ্ব মালালা দিবস সম্পর্কিত বিস্তারিত তথ্য

৭. ৫০তম GST কাউন্সিল অনলাইন গেমিংকে কোন GST স্ল্যাবে স্থানান্তরিত করেছে?

(A) ৫%
(B) ১৮%
(C) ২৮%
(D) ১২%

উত্তর
(C) ২৮%

৫০তম জিএসটি কাউন্সিল মিটিং:

নয়াদিল্লিতে GST কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ হাইলাইট হল –

  • জিএসটি কাউন্সিল ক্যান্সার-সম্পর্কিত ওষুধ, বিরল রোগের ওষুধ এবং বিশেষ চিকিৎসা উদ্দেশ্যে খাদ্য পণ্যগুলিকে জিএসটি কর থেকে অব্যাহতি দিয়েছে।
  • অনলাইন গেমিং, ঘোড়দৌড়, এবং ক্যাসিনোগুলির সম্পূর্ণ মূল্যের উপর ২৮% GST আরোপ করা হয়েছে ।
৮. কোন ভারতীয় কোম্পানি নৌবাহিনীর সাবমেরিন তৈরির জন্য স্প্যানিশ সংস্থা Navantia এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) Larsen & Toubro (L&T)
(B) Hindustan Aeronautics Limited (HAL)
(C) Mahindra Defence Systems Limited
(D) Tata Advanced Systems

উত্তর
(A) Larsen & Toubro (L&T)
Larsen & Toubro (L&T) নৌবাহিনীর P75 (ভারত) সাবমেরিন প্রকল্পে অংশগ্রহণের জন্য স্পেন-ভিত্তিক নাভান্তিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

দেখে নাও Project 75 সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here

৯. সম্প্রতি প্রকাশিত ফোর্বসের আমেরিকার ধনীতম ১০০ জন সেলফ-মেড মহিলাদের তালিকায় কতজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা জায়গা করে নিয়েছেন?

(A)
(B)
(C)
(D)

উত্তর
(A)

এই ৪ জন হলেন –

  • জয়শ্রী উল্লাল
  • নীরজা শেঠি
  • ইন্দ্রা নুয়ী
  • নেহা নারখেদে
১০. সম্প্রতি ওড়িশার Satellite News Channel একটি AI নিউজ অ্যাঙ্কর নিয়ে এসেছে । এই AI নিউজ অ্যাঙ্করটির নাম –

(A) মোনালিসা
(B) দূর্গা
(C) লোলিতা
(D) লিসা

উত্তর
(D) লিসা

  • ওড়িশার একটি বেসরকারি স্যাটেলাইট খবরের চ্যানেল ( satellite news channel ) নতুন মাইলফলক তৈরি করল।
  • প্রকাশ্যে এল সে-রাজ্যের প্রথম Artificial Intelligence (AI) দ্বারা চালিত সংবাদ সঞ্চালিকা।
  • এই নিউজ অ্যাঙ্কর লিসাকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দেন চ্যানেলের কর্ণধার। ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি)র অন্যতম কর্ণধার জাগি মাঙ্গত পণ্ডা।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button