11th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
11th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১১ই জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 11th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 9th & 10th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন দেশকে ২০২৪ সালের জুন পর্যন্ত লাইসেন্স ছাড়াই ভারতে আলু আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে?
(A) ভুটান
(B) শ্রীলংকা
(C) বাংলাদেশ
(D) নেপাল
ভারত ২০২৪ সালের জুন পর্যন্ত আরও এক বছরের জন্য কোনো লাইসেন্স ছাড়াই ভুটান থেকে আলু আমদানির অনুমতি দিয়েছে।
ভুটান:
- ভুটান হল পূর্ব হিমালয়ের একটি স্থলবেষ্টিত দেশ, যা চীন ও ভারতের মধ্যে অবস্থিত।
- ভুটান “ড্রুক ইউল” বা “ল্যান্ড অফ দ্য থান্ডার ড্রাগন” নামে পরিচিত।
- ভুটান একটি সাংবিধানিক রাজতন্ত্র এবং এর রাষ্ট্রধর্ম বজ্রযান বৌদ্ধধর্ম।
- ভুটানের রাজধানী এবং বৃহত্তম শহর হল থিম্পু। নগুলট্রাম হল ভুটানের মুদ্রা।
২. OpenKylin নিম্নলিখিত কোন দেশের প্রথম ওপেন সোর্স কম্পিউটার অপারেটিং সিস্টেম?
(A) চীন
(B) ফ্রান্স
(C) আমেরিকা
(D) রাশিয়া
- চীন তার নিজস্ব কম্পিউটার অপারেটিং সিস্টেম চালু করেছে, OpenKylin নামে।
- এটি বিদ্যমান ওপেন-সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
- প্রায় ৪০০০ জন ডেভেলপার মাইল এই অপারেটিং সিস্টেম তৈরী করেছে।
৩. ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি অপারেশন ব্রডার সোর্ড (Operation Broader Sword ) পরিচালনা করেছে। অপারেশন ব্রডার সোর্ডের উদ্দেশ্য কী?
(A) সাইবার ক্রাইম কার্যক্রমের বিরুদ্ধে লড়াই করা
(B) অবৈধ ও বিপজ্জনক ওষুধের আন্তর্জাতিক চালান বন্ধ করা
(C) মানব পাচারের সমস্যা সমাধান করা
(D) আন্তর্জাতিক অস্ত্র ব্যবসা রোধ করা
অপারেশন ব্রোডার সোর্ড ৫০০ টিরও বেশি অবৈধ ওষুধের চালান বন্ধ করেছে।
৪. National Fish Farmers Day Meet 2023 কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
(A) চেন্নাই
(B) মহাবলগিরি
(C) হাম্পি
(D) মহাবালিপুরম
- কেন্দ্রীয় মৎস্য, পশুপালন এবং দুগ্ধ মন্ত্রী পুরুষোত্তম রুপালা ঐতিহাসিক শহর মহাবালিপুরমে ফিশারিজ স্টার্টআপ-এর প্রদর্শনীর উদ্বোধন করেন।
- প্রদর্শনীটি National Fish Farmer Day Meet 2023.-এর অংশ হিসাবে অনুষ্ঠিত হয়েছিল।
৫. বিশ্ব জনসংখ্যা দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) জুলাই ১০
(B) জুলাই ১১
(C) জুলাই ১২
(D) জুলাই ১৩
- প্রতিবছর ১১ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস (World population day ) পালন করা হয় ।
- ২০২৩ সালে এই দিবসের থিম ছিল Unleashing the power of gender equality।
- ১৯৮৭ সালে প্রথম এই দিবস পালন করা হয়।
৬. মহিলাদের বিরুদ্ধে অপরাধ নিষ্পত্তিতে উত্তরপ্রদেশের অবস্থান কত?
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ
- মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের একটি উল্লেখযোগ্য সাফল্যে, উত্তরপ্রদেশ মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা নিষ্পত্তিতে দেশের দ্বিতীয় রাজ্য হিসাবে আবির্ভূত হয়েছে।
- প্রথম স্থানে রয়েছে দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ ।
- মহিলাদের বিরুদ্ধে অপরাধের মামলা নিষ্পত্তিতে নিম্ন স্থানে রয়েছে বিহার।
৭. থাইল্যান্ডে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক মাসকট কোন দেবতা?
(A) ভগবান শিব
(B) ভগবান হনুমান
(C) প্রভু রাম
(D) ভগবান কৃষ্ণ
এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল মাসকট হবেন ভারতের অন্যতম পূজনীয় দেবতা ‘ভগবান হনুমান’।
৮. কোন রাজ্যের মন্ত্রিসভা সংবিধানের অষ্টম তফসিলে কুই ভাষা অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে?
(A) ওড়িশা
(B) নাগাল্যান্ড
(C) মণিপুর
(D) ত্রিপুরা
ওড়িশা মন্ত্রিসভা সংবিধানের অষ্টম তফসিলে কুই ভাষা অন্তর্ভুক্তির জন্য একটি প্রস্তাব অনুমোদন করেছে।
৯. নিচের কোন ব্যক্তিকে মর্যাদাপূর্ণ লোকমান্য তিলক পুরস্কার ২০২৩ দেওয়া হবে?
(A) এস জয়শঙ্কর
(B) অমিত শাহ
(C) দ্রৌপদী মুর্মু
(D) নরেন্দ্র মোদি
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মর্যাদাপূর্ণ লোকমান্য তিলক পুরস্কার ২০২৩-এ ভূষিত হবেন।
- পুনেতে এক সংবাদ সম্মেলনে তিলক স্মারক ট্রাস্টের সভাপতি ডঃ দীপক তিলক এবং রোহিত তিলক এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
১০. ২০২৩ সালের জুলাইয়ে সংযুক্ত আরব আমিরাতের ৩৪তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদক তালিকায় কোন দেশ শীর্ষে রয়েছে ?
(A) আমেরিকা
(B) সংযুক্ত আরব আমিরাত
(C) ভারত
(D) চীন
৩৪তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড (IBO) ২০২৩-এ ভারত পদক তালিকায় শীর্ষ রয়েছে। এই প্রথম ভারত একটি সর্বস্বর্ণ পারফরম্যান্সে দিয়েছে।
ভারতের হয়ে এই প্রতিযোগিতায় স্বর্ণ পদক জিতেছেন –
- কর্ণাটকের বেঙ্গালুরু থেকে ধ্রুব আদবানি
- রাজস্থানের কোটা থেকে ইশান পেডনেকার
- মহারাষ্ট্রের জালনা থেকে মেঘ ছাবদা
- ছত্তিশগড়ের রিসালি থেকে রোহিত পান্ডা
To check our latest Posts - Click Here