9th & 10th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
9th & 10th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৯ই ও ১০ই জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th & 10th July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 8th July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন সরকার অফিস এবং মলে ডিফিব্রিলেটর ইনস্টল করার পরিকল্পনা করছে?
(A) উত্তরপ্রদেশ সরকার
(B) মহারাষ্ট্র সরকার
(C) দিল্লি সরকার
(D) তামিলনাড়ু সরকার
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকার রোগীকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সচিবালয় সহ সমস্ত সরকারি ভবন, মল ইত্যাদিতে অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (AEDs) বা শক মেশিন বসাতে চলেছে।
২. সম্প্রতি কোন দেশে ভারতীয় আম উৎসব ‘আমরস’ উদ্বোধন করা হয়েছে?
(A) তানজানিয়া
(B) নেদারল্যান্ডস
(C) জাপান
(D) রাশিয়া
- উত্তর প্রদেশ সরকারের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) দীনেশ প্রতাপ সিং এবং রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত পবন কাপুর মস্কোতে ভারতীয় আম উৎসব ‘আমরস’-এর উদ্বোধনে অংশ নিয়েছিলেন।
- উত্সবে, রাশিয়ান দর্শকরা উত্তরপ্রদেশের বিভিন্ন জাতের আমের পাঁচটি নমুনা উপভোগ করতে পেরেছিলেন। এগুলি হল – দশেরি, ল্যাংড়া, চৌসা, আম্রপালি এবং মল্লিকা।
৩. তেলেঙ্গানার কোন গ্রাম সম্প্রতি তেলেঙ্গানার প্রথম বীমাকৃত গ্রাম হয়েছে?
(A) সিরপুর
(B) আওয়ালপুর
(C) মুখরা
(D) দুর্গাপুর
- তেলেঙ্গানায় আদিলাবাদ জেলার একটি মডেল গ্রাম মুখরা রাজ্যের প্রথম গ্রামে পরিণত হয়েছে যেখানে ১০০ শতাংশ বীমা করা হয়েছে৷
- গ্রামের সরপঞ্চ জি. মীনাক্ষী বাসস্থানের ২২০টি পরিবারের কাছে বীমার নথি হস্তান্তর করেছেন।
- মুখরা গ্রাম জাতীয় স্তরের গ্রাম উর্জা স্বরাজ বিশেষ পুরস্কার সহ অনেক জাতীয় পুরস্কার পেয়েছে।
৪. সম্প্রতি কে মিস ইউনিভার্স নেদারল্যান্ডসের শিরোপা জিতে নিয়েছেন ?
(A) অ্যালিড উইলিয়ামস
(B) হেন্দ্রিকা ইগলেসিয়াস
(C) ভিরলে ভেরা
(D) রিকি ভ্যালেরি কোলে
- ছেলে হয়েও মেয়েদের মতো আচরণ, মেয়ে হয়েও ছেলেদের মতো আচরণ, সমাজের সমস্ত স্টেরিওটাইপ ভেঙে ‘মিস নেদারল্যান্ড’ হলেন বিশ্বের দ্বিতীয় ট্রান্সজেন্ডার মডেল রিকি ভ্যালেরি কোলে।
- বর্তমানে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো রাজত্ব করছে এই খবর। বিউটি পেজেন্টে যোগদানের জন্যে আর থাকল না, কোনও লিঙ্গ বৈষম্যতা।
- প্রথম ট্রান্সজেন্ডার মডেল হিসেবে বিউটি পেজেন্ট জিতে ইতিহাস তৈরী করলেন তিনি ।
৫. সম্প্রতি কে EU এর প্রথম প্রকাশ্য সমকামী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন?
(A) মার্টিন শুলজ
(B) এডগারস রিঙ্কেভিক্স
(C) লিও ফার্নান্দেজ
(D) ইমানুয়েল ম্যাক্রন
লাটভিয়া প্রথম প্রকাশ্যে সমকামী প্রেসিডেন্ট হিসেবে এডগারস রিঙ্কেভিক্সের শপথ নিয়েছেন ।
৬. ব্যালন ডি’অর পুরস্কার জেতা একমাত্র স্প্যানিশ ফুটবল খেলোয়াড় সম্প্রতি প্রয়াত হয়েছেন। যিনি হলেন –
(A) জর্ডি আলবা
(B) গাভি
(C) লুইস সুয়ারেজ
(D) পেদ্রি
- সাবেক ইন্টার মিলান ও স্প্যানিশ ফুটবলার লুয়েস সুয়ারেজ মিরামন্টেস ৮৮ বছর বয়সে মারা গেছেন।
- লুইস সুয়ারেজ মিরামন্টেস, তথাকথিত “গোল্ডেন গ্যালিসিয়ান” যিনি একমাত্র স্প্যানিশ ব্যক্তি যিনি ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন।
- সুয়ারেজ ১৯৬০ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন।
৭. কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার সম্প্রতি ৫ বারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে পরাজিত করেছেন?
(A) আধিবান বাস্করান
(B) গুকেশ ডি
(C) আর প্রজ্ঞানান্ধা
(D) নিহাল সারিন
- একটি ঐতিহাসিক শোডাউনে, ১৭ বছর বয়সী ভারতীয় গ্র্যান্ডমাস্টার গুকেশ ডি তাদের প্রথম ম্যাচে কিংবদন্তি পাঁচবারের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের বিরুদ্ধে বিজয়ী হলেন।
- সুপারইউনাইটেড র্যাপিড এবং ব্লিটজ ক্রোয়েশিয়া ২০২৩ টুর্নামেন্টে অনুষ্ঠিত রাপিড ক্লাস এ গুকেশ আনন্দকে হারিয়েছেন।
৮. নিচের কোন শহর ১৩২তম ডুরান্ড কাপ আয়োজন করবে?
(A) মুম্বাই
(B) দিল্লী
(C) কলকাতা
(D) জয়পুর
- ১৩২ তম ডুরান্ড কাপ কলকাতা, গুয়াহাটি এবং কোকরাঝাড়ে ৩ আগস্ট, ২০২৩ থেকে ৩ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
- টুর্নামেন্টের ফাইনালটি যুব ভারতী ক্রীড়াঙ্গন (VYBK), কলকাতায় অনুষ্ঠিত হবে।
ডুরান্ড কাপ সম্পর্কিত কিছু তথ্য : –
- ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট, ডুরান্ড কাপ নামে পরিচিত, স্যার হেনরি মর্টিমার ডুরান্ড ১৮৮৮ সালে সিমলায় শুরু করেছিলেন।
- অর্গানাইজিং বডি: ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটি, AIFF।
- সবচেয়ে সফল দল: ইস্টবেঙ্গল; মোহনবাগান (১৬টি শিরোপা)।
৯. নিচের কোন ব্যক্তি ২০২৩ সালের জুলাই মাসে ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স জিতে নিয়েছেন ?
(A) ম্যাক্স ভার্স্টাপেন
(B) ল্যান্ডো নরিস
(C) অস্কার পিয়াস্ত্রি
(D) লুইস হ্যামিল্টন
রেড বুল ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স ২০২৩ জিতেছেন।
১০. উত্তরপ্রদেশের কোন জায়গায় সাক্ষরতা জাদুঘর (Literacy Museum ) তৈরি করা হবে?
(A) লখনউ
(B) কানপুর
(C) অযোধ্যা
(D) আগ্রা
ইন্ডিয়া লিটারেসি বোর্ড লখনউতে তার প্রাঙ্গনে একটি লিটারেসি মিউজিয়াম স্থাপনের প্রস্তাব করেছে, যা লিটারেসি হাউস নামে পরিচিত হবে।
১১. রিকার্ভ বিভাগে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ (Youth World Championship ) জয়ী প্রথম ভারতীয় কে?
(A) অতনু দাস
(B) পার্থ সালুনখে
(C) লিম্বা রাম
(D) অভিষেক ভার্মা
পার্থ সালুনখে যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে রিকার্ভ বিভাগে সোনা জিতে নিয়েছেন।
এই চ্যাম্পিয়নশিপে ভারত এবারে মোট ১১টি পদক জিতে নিয়েছে।
১২. গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স ২০২৩-এ ভারতের স্থান কত?
(A) প্রথম
(B) দ্বিতীয়
(C) তৃতীয়
(D) চতুর্থ
- Global Firepower Index 2023 তে ভারত চতুর্থ সাথে রয়েছে । ভারতের আগে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন ।
- এই ইনডেক্সের নিচে রয়েছে ভুটান ও আইস্ল্যাণ্ড ।
১৩. নিচের কোন ব্যক্তি সম্প্রতি ২০২৩ সালের কানাডা ওপেন জিতে নিয়েছেন ?
(A) লক্ষ্য সেন
(B) লি শিফেং
(C) শ্রীকান্ত কিদাম্বি
(D) প্রণয় এইচ.এস.
- কানাডা ওপেন চ্যাম্পিয়ন হলেন লক্ষ্য সেন (Lakshya Sen)। অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি শি ফেংকে হারিয়ে জিতলেন খেতাব।
- চলতি বছরে এটাই লক্ষ্য়ের প্রথম টাইটেল জয়।
১৪. কোন মুক্তিযোদ্ধা ১৯২২ সালে ব্রিটিশদের বিরুদ্ধে রামপা বিদ্রোহ শুরু করেছিলেন?
(A) মহাত্মা গান্ধী
(B) ভেলু নাছিয়ার
(C) পোট্টু শ্রীরামালু
(D) আল্লুরী সীতারাম রাজু
- আল্লুরী সীতারাম রাজুর ১২৫তম জন্মবার্ষিকী সম্প্রতি পালিত হয়েছে।
- ১৯২২ সালের আগস্টে, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে রামপা বিদ্রোহ শুরু করেছিলেন।
১৫. সম্প্রতি বগীবিলে অভ্যন্তরীণ জলপথ পরিবহন টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এই বগিবিল কোন রাজ্যে অবস্থিত?
(A) উত্তরাখণ্ড
(B) গুজরাট
(C) আসাম
(D) পশ্চিমবঙ্গ
- আসামের ডিব্রুগড়ের বগিবিলে অভ্যন্তরীণ জলপথ পরিবহন (IWT) টার্মিনালের ভিত্তিপ্রস্তর সম্প্রতি স্থাপন করা হয়েছে।
- ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত টার্মিনালটি (জাতীয় জলপথ 2) একটি পর্যটক-কাম-কার্গো সুবিধা হিসেবে কাজ করবে।
To check our latest Posts - Click Here