1st July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
1st July Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১লা জুলাই – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1st July Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও :
Daily Current Affairs MCQ in Bengali
১. ভারতে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় কাকে সম্মান জানাতে?
(A) নীলরতন সরকার
(B) বিক্রম চৌধুরী
(C) বিধান চন্দ্র রায়
(D) ভূদেব মুখোপাধ্যায়
- ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী স্মরণে প্রতি বছর ১লা জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়।
- তিনি ভারতের অন্যতম বিখ্যাত চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন।
- ২০২৩ সালে জাতীয় চিকিৎসক দিবস এর থিম ছিল – “Celebrating Resilience and Healing Hands.”
২. ভারতের সলিসিটর জেনারেল হিসেবে কে আবার নিযুক্ত হয়েছেন?
(A) অরবিন্দ কৃষ্ণ
(B) ভি অনন্তরামন
(C) রাম জেঠমালানি
(D) তুষার মেহতা
- মন্ত্রিসভার নিয়োগ কমিটি ভারতের সলিসিটর জেনারেল হিসেবে তুষার মেহতাকে পুনরায় নিয়োগের অনুমোদন দিয়েছে।
- অ্যাটর্নি জেনারেলের পরে সলিসিটর জেনারেল হলেন ২য় সিনিয়র আইন কর্মকর্তা।
৩. অ্যালান আরকিন সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি মূলত নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন ?
(A) নাচ
(B) গান
(C) অভিনয়
(D) আইন
- অভিনেতা অ্যালান আরকিন ৩০ জুন ২০২৩-এ মারা গেছেন।
- “লিটল মিস সানশাইন“-এ তার ভূমিকার জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতার জন্য অস্কার জিতেছিলেন।
৪. কিরিয়াকোস মিতসোটাকি কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন?
(A) ফ্রান্স
(B) গ্রীস
(C) দক্ষিণ কোরিয়া
(D) জাপান
কিরিয়াকোস মিৎসোটাকিস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন এবং গ্রিসের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় মেয়াদে পুনরায় নির্বাচিত হয়েছেন।
৫. নিম্নলিখিত কোন জুটি ‘সলিডারিটি এক্সারসাইজ’ নামে একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে?
(A) EU
(B) G-20
(C) ASEAN
(D) BIMSTEC
‘সলিডারিটি এক্সারসাইজ’ হল একটি যৌথ সামরিক মহড়া যাতে ASEAN দেশগুলি – ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই এবং ফিলিপাইন অংশগ্রহণ করেছে।
৬. সম্প্রতি তরমুজ তুষারপাত (Watermelon Snow ) বা রঙিন তুষারপাতের জন্য উটাহ পর্বতমালা খবরে আসে। এই পর্বতমালা কোথায় অবস্থিত ?
(A) ইন্দোনেশিয়া
(B) মার্কিন যুক্তরাষ্ট্র
(C) রাশিয়া
(D) ইউক্রেন
তরমুজ তুষারপাত একটি প্রাকৃতিক ঘটনা যা বিশ্বব্যাপী পার্বত্য অঞ্চলে পাওয়া যায়। এই তুষারপাত সবুজ শৈবালের কারণে রঙিন হয়ে যায়।
৭. কোন সংস্থা ভারতে বহুবিভাগীয় শিক্ষা ও গবেষণার জন্য ২৫৫.৫ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে?
(A) ADB
(B) AIIB
(C) IMF
(D) World Bank
বিশ্বব্যাংক সম্প্রতি কারিগরি শিক্ষা প্রকল্পে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইমপ্রুভমেন্টের জন্য ২৫৫.৫ USD
মিলিয়ন ঋণ অনুমোদন করেছে।
৮. গ্রিন ডায়মন্ড, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন এবং ফার্স্ট লেডিকে উপহার দিয়েছিলেন সেটি ভারতের কোন রাজ্যে তৈরি হয়েছিল?
(A) গুজরাট
(B) তেলেঙ্গানা
(C) অন্ধ্রপ্রদেশ
(D) গোয়া
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বিডেনকে এই উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটি গুজরাটের সুরাটে অবস্থিত একটি ল্যাব তৈরী করেছে ।
৯. বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস ২০২৩ -এ ভারত কতগুলি পদক জিতেছে?
(A) ১৯৯
(B) ২০০
(C) ২০১
(D) ২০২
৭৬টি সোনা, ৭৫টি রুপা ও ৫১ টি ব্রোঞ্জ সহযোগে ভারত মোট ২০২টি পদক জিতেছে।
১০. রাজ্যের অপরাধীদের বিরুদ্ধে লড়াই করার জন্য নিম্নলিখিত কোন রাজ্যের পুলিশ ‘অপারেশন কনভিকশন’ (Operation Conviction ) চালু করেছে?
(A) বিহার
(B) উত্তর প্রদেশ
(C) গুজরাট
(D) মুম্বাই
- উত্তরপ্রদেশ পুলিশ সম্প্রতি রাজ্যে অপরাধীদের এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ‘অপারেশন কনভিকশন’ নামে একটি কর্মসূচি শুরু করেছে।
- এই কৌশলগত উদ্যোগের লক্ষ্য দোষী সাব্যস্ত করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা।
- এই অপারেশনে ধর্ষণ, খুন, গোহত্যা, ধর্মান্তরকরণ, এবং POCSO আইনের অধীনে নথিভুক্ত হওয়া জঘন্য অপরাধের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
To check our latest Posts - Click Here