Daily Current Affairs in BengaliCurrent Affairs

28th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

28th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৮শে  জুন  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 28th June Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও :  26th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দেশ সম্প্রতি সড়ক নেটওয়ার্কের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম দেশে পরিণত হয়েছে ?

(A) রাশিয়া
(B) ভারত
(C) ব্রাজিল
(D) কানাডা

উত্তর
(B) ভারত

  • বিশ্বের বৃহত্তম সড়ক নেটওয়ার্কের ক্ষেত্রে ভারত এখন ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে।
  • ভারত ২০১৪ সাল থেকে ১.৪৫-লক্ষ কিলোমিটার সড়ক নেটওয়ার্ক তৈরী করেছে ও সম্প্রতি চীনকে টপকে সড়ক নেটওয়ার্কের ক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশে পরিণত হয়েছে।

২. ‘RAW Hitman’ বইটির লেখক কে?

(A) অনুরাগ কাশ্যপ
(B) করণ জোহর
(C) বিক্রম শেঠ
(D) এস হোসেন জাইদি

উত্তর
(D) এস হোসেন জাইদি
R.A.W হিটম্যান একটি আসল গল্প যেটি R.A.W এজেন্ট লিমা (ওরফে লাকি বিষত ) এর জীবনের ওপরে রচিত।

৩. নিম্নলিখিত কোন শহরের স্কুলগুলিতে দীপাবলিতে ছুটি ঘোষণা করা হয়েছে ?

(A) সানফ্রান্সিসকো
(B) নিউ ইয়র্ক সিটি
(C) লস এঞ্জেলেস
(D) বোস্টন

উত্তর
(B) নিউ ইয়র্ক সিটি

  • দিওয়ালি নিউ ইয়র্ক সিটিতে একটি স্কুল ছুটিতে পরিণত হতে চলেছে। সম্প্রতি এই ঘোষণা করেছেন মেয়র এরিক অ্যাডামস৷
  • শহরের দক্ষিণ এশীয় এবং ইন্দো-ক্যারিবিয়ান সম্প্রদায়ের বৃদ্ধির স্বীকৃতিস্বরূপ সরকারি স্কুল ছুটির তালিকায় দীপাবলি যোগ করা হবে।

৪. ২০২৩ এর ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?

(A) দুবাই
(B) রিয়াদ
(C) জেদ্দা
(D) আবু ধাবি

উত্তর
(C) জেদ্দা

  • ২০২৩ সালের ক্লাব বিশ্বকাপ জেদ্দায় অনুষ্ঠিত হবে।
  • এটি সৌদি চ্যাম্পিয়ন আল-ইত্তিহাদের হোম শহর।

৫. জাতিসংঘের মহাকাশ বিষয়ক পরিচালক (UN Outer Space Affairs Director) হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) আরতি হোল্লা-মাইনি
(B) রিতু করিদল
(C) রাজেশ্বরী সিং
(D) টেসি টমাস

উত্তর
(A) আরতি হোল্লা-মাইনি
ভারতীয় বংশোদ্ভূত স্যাটেলাইট শিল্প বিশেষজ্ঞ আরতি হোল্লা-মাইনিকে ভিয়েনায় ইউনাইটেড নেশনস অফিস ফর আউটার স্পেস অ্যাফেয়ার্সের (UNOOSA) পরিচালক হিসেবে নিযুক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

৬. ‘The Yoga Sutra for Children’ এর লেখক কে?

(A) কিরণ দেশাই
(B) ঝুম্পা লাহিড়ী
(C) রাসকিন বন্ড
(D) রূপা পাই

উত্তর
(D) রূপা পাই

  • লেখিকা রূপা পাই এর আসন্ন শিশুদের বই ‘The Yoga Sutras for Children’ যোগের উপর পতঞ্জলির ২,০০০ বছরের পুরনো পাঠ্যের রহস্য উন্মোচন করবে।
  • বিখ্যাত বেস্ট সেলিং বুক ‘The Gita for Children’. এরও লেখিকা তিনি।

৭. কোন ভারতীয় বিশ্ববিদ্যালয় QS ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১৫০-এ স্থান পেয়েছে ?

(A) আইআইটি দিল্লি
(B) আইআইটি মাদ্রাজ
(C) আইআইটি বোম্বে
(D) আইআইটি কানপুর

উত্তর
(C) আইআইটি বোম্বে
মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) Quacquarelli Symonds (QS) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ সংস্করণে বিশ্বের শীর্ষ ১৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিজের স্থান করে নিয়েছে ।

৮. Startup20 শিখর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?

(A) নতুন দিল্লি
(B) গুরুগ্রাম
(C) মুম্বাই
(D) ব্যাঙ্গালোর

উত্তর
(B) গুরুগ্রাম
ভারত ৩ জুলাই থেকে গুরুগ্রামে দুই দিনের Startup20 Shikhar summit শুরু করতে চলেছে ।

৯. প্রথম কোন সরকারি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে UPI পেমেন্টের অনুমতি দিয়েছে ?

(A) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(B) কানারা ব্যাঙ্ক
(C) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(D) ব্যাঙ্ক অফ বরোদা

উত্তর
(B) কানারা ব্যাঙ্ক

  • RuPay ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবসায়ীদের UPI পেমেন্টের সুবিধা চালু করলো কানারা ব্যাঙ্ক।
  • পাবলিক সেক্টর ব্যাংকগুলির মধ্যে কানারা ব্যাঙ্ক প্রথম এই সুবিধা প্রদান করেছে।

১০. ভারতের নিচের কোন ব্যক্তিত্ব ২০২৩সালের জুন মাসে MCC ক্রিকেট কমিটিতে যোগ দিয়েছেন?

(A) বিরাট কোহলি
(B) সুনীল গাভাস্কার
(C) ঝুলন গোস্বামী
(D) মিতালি রাজ

উত্তর
(C) ঝুলন গোস্বামী
ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী এবং দুই ইংলিশ খেলোয়াড় হিদার নাইট এবং ইয়ন মরগান সম্প্রতি এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে (WCC) যোগ দিয়েছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button