Daily Current Affairs in BengaliCurrent Affairs

23rd June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

23rd June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩শে  জুন  – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23rd June Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 22nd June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. স্ট্যান্ডার্ড IS 18267: 2023 এর উদ্দেশ্য কি, যা সম্প্রতি BIS দ্বারা চালু করা হয়েছে?

(A) প্লাস্টিক দূষণ প্রচার
(B) পাত্রে ক্ষতিকর অ্যাডিটিভস সমর্থন
(C) নন-বায়োডিগ্রেডেবল কাটলারি ব্যবহারে উৎসাহিত করা
(D) প্লাস্টিক দূষণ হ্রাস

উত্তর
(D) প্লাস্টিক দূষণ হ্রাস
দ্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) IS 18267: 2023 প্রকাশ করেছে যার প্রধান উদেশ্য হল – reducing plastic pollution and promoting sustainability

২. সম্প্রতি, ডিজি যাত্রা অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়েছে। এই অ্যাপটি চালু হয় কোন সালে?

(A) ২০২০
(B) ২০২১
(C) ২০২২
(D) ২০১৯

উত্তর
(C) ২০২২
ডিজি যাত্রাএকটি ফেসিয়াল রেকগনিশন চেক ইন সিস্টেম।
এটির মূল লক্ষ্য বিমানবন্দরে যাত্রীদের জন্য একটি বিরামহীন এবং ঝামেলামুক্ত অভিজ্ঞতা প্রদান করা।

৩. হকিতে ১৩তম ইন্ডিয়া জুনিয়র মেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিয়েছে কোন দল ?

(A) হকি কর্ণাটক
(B) হকি পাঞ্জাব
(C) হকি মধ্যপ্রদেশ
(D) হকি মহারাষ্ট্র

উত্তর
(C) হকি মধ্যপ্রদেশ
আইকনিক বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে হকি চণ্ডীগড়কে ফাইনালে হারিয়ে হকি মধ্যপ্রদেশ ১৩তম হকি ইন্ডিয়া জুনিয়র মেন জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৩ জিতে নিয়েছে ।

৪. মার্কিন যুক্তরাষ্ট্রের চিপ জায়ান্ট Micron নিচের কোন রাজ্যে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্ট প্ল্যান্ট স্থাপন করতে চলেছে?

(A) রাজস্থান
(B) গুজরাট
(C) মহারাষ্ট্র
(D) উত্তর প্রদেশ

উত্তর
(B) গুজরাট
আমেরিকান চিপমেকার মাইক্রোন গুজরাটে চিপ অ্যাসেম্বলি এবং টেস্টিং ফ্যাসিলিটি তৈরি করতে ৮২৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

৫. আন্তর্জাতিক অলিম্পিক দিবস ২০২৩ এর থিম কি ছিল ?

(A) Together, For a Peaceful World
(B) Let’s Move
(C) Stay healthy, stay strong for a Peaceful World
(D) Stay healthy, stay strong, stay active with the Olympic Day workout on June 23

উত্তর
(B) Let’s Move
প্রতিবছর ২৩শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়। এবছরের আন্তর্জাতিক অলিম্পিক দিবস -এর থিম – “Let’s Move”

৬. নিচের কোন ব্যক্তি “The Power of Facebook Marketing ” শিরোনামে তার প্রথম বই প্রকাশ করেছেন ?

(A) অমিত কুমার ঝা
(B) দীপক কনকরাজু
(C) প্রদীপ চোপড়া
(D) কুনাল চৌধুরী

উত্তর
(A) অমিত কুমার ঝা
বিখ্যাত ডিজিটাল মার্কেটার অমিত কুমার ঝা তার প্রথম বই প্রকাশ করলেন। বইটির নাম – : “দ্য পাওয়ার অফ ফেসবুক মার্কেটিং”।

৭. নিচের কোন ব্যক্তি “Symphony to Jazz” নামে একটি নতুন বই প্রকাশ করলেন ?

(A) অঙ্কিত খেমকা
(B) আমান গুপ্তা
(C) রনি স্ক্রুওয়ালা
(D) অমিত কুমার ঝা

উত্তর
(A) অঙ্কিত খেমকা
বিখ্যাত লেখক অঙ্কিত খেমকা “Symphony to Jazz,” শিরোনামের তার সাম্প্রতিক বইটি প্রকাশ করেছেন।

৮. নিচের কোন দেশ পাঞ্জাব প্রদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য পাকিস্তানের সাথে চুক্তি করলো ?

(A) তুরস্ক
(B) চীন
(C) ইরান
(D) ইরাক

উত্তর
(B) চীন
চীন পাকিস্তানের সাথে ১,২০০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ৪.৮ বিলিয়ন ডলার মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে

৯. নিচের কোন রাজ্যে দেশের বৃহত্তম বেসরকারি রেল কোচ কারখানা উদ্বোধন করা হয়েছে?

(A) মধ্য প্রদেশ
(B) তেলেঙ্গানা
(C) অন্ধ্র প্রদেশ
(D) উত্তর প্রদেশ

উত্তর
(B) তেলেঙ্গানা

  • তেলেঙ্গানায়, হায়দ্রাবাদের কাছে রাঙ্গারেডি জেলার কোন্ডকাল গ্রামে দেশের বৃহত্তম বেসরকারী রেল কোচ কারখানার উদ্বোধন করা হয়েছে।
  • তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাও আনুষ্ঠানিকভাবে তেলেঙ্গানার একটি কোম্পানি মেধা সার্ভো ড্রাইভস প্রাইভেট লিমিটেড দ্বারা নির্মিত এই ফেসিলিটির উদ্বোধন করেছেন।

১০. এশিয়ান অনূর্ধ্ব-২১ স্নুকারে ব্রোঞ্জ জিতেছেন রায়ান রাজমি। তিনি নিম্নলিখিত কোন রাজ্যের খেলোয়াড় ?

(A) মুম্বাই
(B) কলকাতা
(C) বেঙ্গালুরু
(D) চেন্নাই

উত্তর
(A) মুম্বাই
ভারতীয় স্নুকার খেলোয়াড় রায়ান রাজমি ইরানের তেহরানে এশিয়ান অনূর্ধ্ব-21 স্নুকার চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button