17th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
17th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৭ই জুন – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 17th June Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 15-16th June Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. তেলেঙ্গানার কতগুলি বিল্ডিং স্ট্রাকচার সম্প্রতি আন্তর্জাতিক সবুজ অ্যাপল পুরস্কার জিতেছে?
(A) তিন
(B) পাঁচ
(C) সাত
(D) নয়
মোজ্জাম-জাহি মার্কেট, দুর্গাম চেরুভু ক্যাবল ব্রিজ, তেলেঙ্গানা সেক্রেটারিয়েট বিল্ডিং, তেলেঙ্গানা পুলিশের কন্ট্রোল সেন্টার এবং ইয়াদাদ্রি মন্দির এই পাঁচটি স্ট্রাকচার এই পুরস্কার জিতেছে ।
২. “Master Residential Real Estate” বইটি কে লিখেছেন ?
(A) অশ্বিন্দর আর সিং
(B) শান্তনু গুপ্ত
(C) আলেখ্যা তালপত্র
(D) জুপিন্দরজিৎ সিং
বিখ্যাত রিয়েল এস্টেট বিশেষজ্ঞ, অশ্বিন্দর আর সিং “মাস্টার রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট” বইটি লঞ্চ করেছেন।
৩. নিচের কোন দেশটি ২০২৩ সালের জুলাইয়ে ইউনেস্কোতে পুনরায় যোগদানের ঘোষণা করেছে ?
(A) আমেরিকা
(B) চীন
(C) ইরান
(D) উত্তর কোরিয়া
- ইউনেস্কো ঘোষণা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগের কারণে চলে যাওয়ার চার বছর পর জুলাই ২০২৩ এ সংস্থাটিতে পুনরায় যোগদান করবে।
- ফিলিস্তিন ইউনেস্কোর সদস্য হওয়ার পর ২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনেস্কোকে কয়েক মিলিয়ন ডলারের অর্থায়ন বন্ধ করে দেয়।
৪. World Day to Combat Desertification and Drought 2023 – এর থিম কি ছিল ?
(A) Restoration. Land. Recovery. We build back better with healthy land
(B) Rising up from drought together
(C) Her Land. Her Rights
(D) Food. Feed. Fibre – the links between consumption and land
প্রতিবছর ১৭ই জুন এই দিবস পালন করা হয়ে থাকে ।
৫. ২০২৩ সালে কোন দিনটিতে Father’s Day পালিত হবে ?
(A) ১৪ জুন
(B) ১৬ জুন
(C) ১৮ জুন
(D) ১৭ জুন
- এটি প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পিতৃত্বের স্মরণে এটি পালন করা হয় এবং সমাজে তাদের সমর্থন এবং অবদানের জন্য সমস্ত পিতার প্রশংসা করা হয়।
- ২০২৩ সালে পিতৃ দিবস ১৮ই জুন পালিত হবে।
৬. কর্ণাটকের কোন আম সম্প্রতি GI তকমা পেয়েছে ?
(A) সবুজ লাট্টি আমি
(B) হিমসাগর আম
(C) কারি ইশাদ আম
(D) মিশিকা খিও আম
উত্তর কন্নড় কর্ণাটকের আনকোলা তালুকের কারি ইশাদ আম কেন্দ্রীয় সরকারের অধীনে ভৌগোলিক নির্দেশক রেজিস্ট্রি থেকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) ট্যাগ পেয়েছে।
৭. জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি দল সম্প্রতি কোথায় ভারতের বৃহত্তম প্রাকৃতিক খিলান (natural arch ) আবিষ্কার করেছে ?
(A) পশ্চিমবঙ্গ
(B) ওড়িশা
(C) ঝাড়খন্ড
(D) বিহার
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি দল সম্প্রতি ওড়িশার সুন্দরগড় জেলার কেন্দুয়াডিহি ব্লকে কয়লার সমীক্ষার সময় ভারতের বৃহত্তম প্রাকৃতিক খিলান আবিষ্কার করেছে।
To check our latest Posts - Click Here