Daily Current Affairs in BengaliCurrent Affairs

4th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

4th April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৪ঠা এপ্রিল – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th April Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 3rd April Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. নিচের কোন দেশটি ১৪ই জুলাই ২০২৩-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্ষিক ‘ব্যাস্টিল ডে প্যারেডে’ অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছে?

(A) জার্মানি
(B) অস্ট্রিয়া
(C) ফ্রান্স
(D) ইতালি

উত্তর
(C) ফ্রান্স

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পারমাণবিক শক্তি এবং প্রতিরক্ষা সহ বেশ কয়েকটি বড় চুক্তি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
  • প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ২০০৯ সালে ব্যাস্টিল ডে প্যারেড অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল।
  • দিনটি ১৮৮০ সাল থেকে প্যারিসে প্রতি বছর ১৪ই জুলাই সকালে অনুষ্ঠিত হয়ে আসছে।

২. রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক সম্প্রতি ৩ দিনের সফরে ভারতে এসেছেন, তিনি কোন দেশের রাজা?

(A) বেলজিয়াম
(B) জাপান
(C) ভুটান
(D) থাইল্যান্ড

উত্তর
(C) ভুটান

  • ভুটানের রাজাকে নতুন দিল্লির বিমানবন্দরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অভ্যর্থনা জানান।
  • সফরকালে ভুটানের রাজা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।
  • রাজার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ড. তান্ডি দরজি এবং ভুটান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

৩. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ইতালির জনিক সিনারকে হারিয়ে মিয়ামি ওপেন ২০২৩ জিতলেন?

(A) নোভাক জোকোভিচ
(B) স্ট্যাফানোস সিটসিপাস
(C) ড্যানিল মেদভেদেভ
(D) কার্লোস আলকারাজ

উত্তর
(C) ড্যানিল মেদভেদেভ

  • এটি ছিল ড্যানিয়েল মেদভেদেভের বছরের চতুর্থ এবং সামগ্রিকভাবে ১৯তম শিরোপা।
  • এই জয়টি মিয়ামি ওপেনে তার প্রথমবারের মতো শিরোপা জয়কে চিহ্নিত করেছে।

৪. লুয়ানচারি পরে আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো জয় করা প্রথম নারী হয়েছেন অঞ্জলি শর্মা। তিনি নিচের কোন রাজ্যের বাসিন্দা?

(A) অন্ধ্র প্রদেশ
(B) হিমাচল প্রদেশ
(C) উত্তর প্রদেশ
(D) পাঞ্জাব

উত্তর
(B) হিমাচল প্রদেশ

  • লুয়ানচারি হিমাচল প্রদেশের ঐতিহ্যবাহী পোশাক।
  • তিনি এর আগে উচ্চতার সাথে হনুমান টিব্বা এবং পাহাড় দেও জয় করেছেন।
  • মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত এবং বিশ্বের বৃহত্তম মুক্ত-স্থায়ী পর্বত।

৫. কোন দেশটি ১০ই ​​এপ্রিল ২০২৩ এ দেশের প্রথম অপারেশনাল আর্থ অবজারভেশন স্যাটেলাইট, তাইফা-1 উৎক্ষেপণ করতে চলেছে?

(A) কাতার
(B) উগান্ডা
(C) কেনিয়া
(D) সোমালিয়া

উত্তর
(C) কেনিয়া

  • ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্পেসএক্স ফ্যালকন 9 রকেটে এই স্যাটেলাইটটি লঞ্চ করা হবে।
  • ২০১৮ সালে, কেনিয়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তার প্রথম পরীক্ষামূলক ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল।

৬. হেকলিনা সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন পেসার সাথে যুক্ত ছিলেন?

(A) রাজনীতিবিদ
(B) ডাক্তার
(C) বাস্কেটবল খেলোয়াড়
(D) ড্র্যাগ পারফর্মার

উত্তর
(D) ড্র্যাগ পারফর্মার

  • তিনি Stefan Grygelko নামেও পরিচিত।
  • তিনি ১৯৯৬ সালে “Mother” নামে পরিচিত জনপ্রিয় সাপ্তাহিক সিরিজ হোস্ট করে সান ফ্রান্সিসকো ড্র্যাগ সম্প্রদায়ের একজন হয়ে উঠেছিলেন।

৭. ৪ঠা এপ্রিল ২০২৩-এ NASA এবং কানাডিয়ান স্পেস এজেন্সি দ্বারা ঘোষণা করা ৪ জন নভোচারীদের মধ্যে নিম্নোক্ত কারা আর্টেমিস II তে চাঁদের ভ্রমণ করবেন?
1. জেরেমি হ্যানসেন
2. ভিক্টর গ্লোভার
3. ক্রিস্টিনা কোচ
4. রিড উইজম্যান

(A) 1, 2 এবং 3
(B) 1, 3 এবং 4
(C) 2, 3 এবং 4
(D) 1, 2, 3 এবং 4 সকলে

উত্তর
(D) 1, 2, 3 এবং 4 সকলে

  • মহাকাশচারীরা হলেন জেরেমি হ্যানসেন, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং নাসার রিড উইজম্যান।
  • মিশনটি ২০২৪ সালের নভেম্বরে লঞ্চ হওয়ার কথা রয়েছে এবং পঞ্চাশ বছরের মধ্যে প্রথম চন্দ্র ভ্রমণ হবে।
  • NASA এর রিড ওয়াইজম্যান আর্টেমিস II মিশনের কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করবেন।
  • হ্যানসেনে কানাডিয়ান স্পেস এজেন্সির মহাকাশচারী।
  • উল্লেখযোগ্যভাবে, তিনি হবেন প্রথম কানাডিয়ান যিনি গভীর মহাকাশে ভ্রমণ করবেন।
  • গ্লোভার ২০২১ সালে মহাকাশে তার প্রথম ভ্রমণ করেছিলেন এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রায় ছয় মাস কাটিয়েছিল।
  • চতুর্থতে রয়েছেন মহিলা মহাকাশচারী ক্রিস্টিনা কোচ।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button