20th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
20th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২০শে মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 20th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 19th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. ভারতের কোন দুটি গন্তব্য টাইম ম্যাগাজিন দ্বারা প্রকাশিত ২০২৩ সালের জন্য ‘বিশ্বের সেরা স্থানের’ তালিকায় জায়গা করে নিয়েছে?
(A) কোচি ও কাশ্মীর
(B) মাদুরাই ও দার্জিলিং
(C) পুরী ও দিঘা
(D) ময়ূরভঞ্জ ও লাদাখ
- ওড়িশার ময়ূরভঞ্জ জেলা এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল, যা যথাক্রমে তাদের বিরল বাঘ এবং প্রাচীন মন্দির, এবং অ্যাডভেঞ্চারের জন্য প্রসিদ্ধ।
- এই তালিকায় ফ্লোরিডার টাম্পা শীর্ষে রয়েছে।
২. পুরুষ ও মহিলাদের জন্য চতুর্থ এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপ নিচের কোন রাজ্যে শুরু হবে?
(A) কর্ণাটক
(B) আসাম
(C) পশ্চিমবঙ্গ
(D) মহারাষ্ট্র
- উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং খো খো ফেডারেশনের কর্মকর্তারা অংশ নেবেন।
- ইভেন্টটি ২৩শে মার্চ ২০২৩ এ শেষ হবে।
- আসাম খো খো অ্যাসোসিয়েশন এবং বোডোল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন সরকারের সহযোগিতায় খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া এই অনুষ্ঠানের আয়োজন করছে।
৩. চেন্নাইয়ের মর্যাদাপূর্ণ মিউজিক একাডেমীর সঙ্গীতা কালানিধি পুরস্কারের জন্য কাকে বেছে নেওয়া হয়েছে?
(A) হরিশ রাঘবেন্দ্র
(B) অনুরাধা শ্রীরাম
(C) হরিণী
(D) বোম্বে জয়শ্রী
- ১লা এবং ৩রা জানুয়ারী ২০২৪-এ বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।
৪. সম্প্রতি কে সৌদি আরবীয় গ্র্যান্ড প্রিক্স জিতেছে?
(A) সার্জিও পেরেজ
(B) চার্লস লেক্লার্ক
(C) লুইস হ্যামিল্টন
(D) ম্যাক্স ভার্স্টাপেন
- দ্বিতীয় হয়েছেন ম্যাক্স ভার্স্টাপেন।
- দুইবারের চ্যাম্পিয়ন ফার্নান্দো আলোনসো তৃতীয় হয়েছেন।
৫. ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে প্রতি বছর কবে পালন করা হয়?
(A) ১৭ই মার্চ
(B) ২০শে মার্চ
(C) ১৯ই মার্চ
(D) ১৮ই মার্চ
- মৌখিক স্বাস্থ্যের তাৎপর্য সম্পর্কে সচেতনতা তৈরি করাই দিবসটির উদ্দেশ্য।
- ২০২১ থেকে ২০২৩ এর থিম হল “Be Proud of Your Mouth”।
৬. ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের একক শিরোপা জিতলেন কে?
(A) কার্লোস আলকারাজ
(B) ম্যাট এবডেন
(C) রাফায়েল নাদাল
(D) ড্যানিল মেদভেদেভ
- স্পেনের কার্লোস আলকারাজ রাশিয়ার দানিল মেদভেদেভকে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স একক শিরোপা জিতেছেন।
৭. ATP Masters 1000 খেতাব জয়ী সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কে?
(A) অ্যান্ডি মারে
(B) রোহন বোপান্না
(C) ড্যানিল মেদভেদেভ
(D) ম্যাথিউ এবডেন
- ATP মাস্টার্স 1000 শিরোপা জয়ী সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হয়েছেন রোহান বোপান্না।
- ৪৩ বছর বয়সী বোপান্না তার অস্ট্রেলিয়ান সঙ্গী ম্যাথিউ এবডেনের সাথে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের পুরুষদের ডাবলসের শিরোপা জিতেছেন।
৮. ‘প্রধানমন্ত্রী মিত্র মেগা টেক্সটাইল পার্ক’ কতগুলি রাজ্যে স্থাপন করা হবে?
(A) ৫
(B) ৮
(C) ৭
(D) ৬
- তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশে প্রধানমন্ত্রী মিত্র মেগা টেক্সটাইল পার্ক স্থাপন করা হবে।
- এই টেক্সটাইল পার্ক টেক্সটাইল ভারতের খাতকে উন্নীত করবে।
To check our latest Posts - Click Here