Daily Current Affairs in BengaliCurrent Affairs

13th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

13th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৩ই মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 12th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রধানমন্ত্রী মোদী কোন শহরে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের উদ্বোধন করলেন?

(A) গোরখপুর
(B) খড়গপুর
(C) হুবলি-ধারওয়াড়
(D) কোল্লাম

উত্তর
(C) হুবলি-ধারওয়াড়

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১১ই মার্চ ২০২৩-এ, হুবলি-ধারওয়াদে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন।
  • এই স্টেশনটির নাম ‘শ্রীসিদ্ধরুধা স্বামীজি স্টেশন’।
  • বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মের জন্য শহরটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত হয়েছে।
  • ১,৫০৭ মিটার দীর্ঘ প্ল্যাটফর্মটি প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে।
  • এই শহরটি কর্ণাটকের।

২. চীনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) লি কিয়াং
(B) ঝাও লেজি
(C) লি কেকিয়াং
(D) শি জিনপিং

উত্তর
(A) লি কিয়াং

  • ১১ই মার্চ চীনের পার্লামেন্ট লি কিয়াংকে দেশের নতুন প্রধানমন্ত্রী (Premier) হিসেবে নিয়োগ করেছে।
  • তিনি লি কেকিয়াংয়ের স্থলাভিষিক্ত হলেন যিনি গত ১০ বছর ধরে এই পদে ছিলেন।

৩. আয়ুষ মন্ত্রক কোন শহরে যোগ মহোৎসব ২০২৩ আয়োজন করবে?

(A) বেঙ্গালুরু
(B) নতুন দিল্লি
(C) জয়পুর
(D) বারাণসী

উত্তর
(B) নতুন দিল্লি

  • আয়ুষ মন্ত্রক ১৩-১৫ই মার্চ ২০২৩ পর্যন্ত নয়াদিল্লির তালকাটোরা স্টেডিয়ামে যোগ মহোৎসব ২০২৩ আয়োজন করতে চলেছে।
  • যোগ মহোৎসব হল আন্তর্জাতিক যোগ দিবসের ৯তম সংস্করণের ১০০ দিনের কাউন্টডাউন স্মরণে একটি অনুষ্ঠান।

৪. সম্প্রতি আবিষ্কৃত ‘IITR00693’ কি?

(A) ব্যাঙের প্রজাতি
(B) গ্রহাণু
(C) উল্কা
(D) অ্যান্টিব্যাকটেরিয়াল অণু

উত্তর
(D) অ্যান্টিব্যাকটেরিয়াল অণু

  • IIT রুরকির বিজ্ঞানীরা নতুন অ্যান্টিব্যাকটেরিয়াল অণু ‘IITR00693’ আবিষ্কার করেছেন যা ড্রাগ-প্রতিরোধী সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারে।
  • অণুটি গ্রাম-পজিটিভ এবং গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়ার বিস্তৃত পরিসরের বিরুদ্ধে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকলাপ দেখিয়েছে।

৫. কোন ক্রিকেটার টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছেন?

(A) রোহিত শর্মা
(B) অ্যালিস্টার কুক
(C) স্টিভ স্মিথ
(D) বিরাট কোহলি

উত্তর
(D) বিরাট কোহলি

  • বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ব্রায়ান লারাকে ছাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছেন।
  • ৮৯ ম্যাচ এবং ১০৪ ইনিংসে, তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০.৮৪ গড়ে ৪৭২৯ রান করেছেন।
  • আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ এবং শেষ টেস্টের সময় তিনি এই ল্যান্ডমার্কটি অর্জন করেছেন তিনি।

৬. ISSF শটগান বিশ্বকাপ ২০২৩-এ ব্রোঞ্জ পদক জয়ী ভারতের ট্র্যাপ শুটারের নাম কী?

(A) শ্রেয়সী সিং
(B) পৃথ্বীরাজ টন্ডাইমান
(C) সৌরভ চৌধুরী
(D) বিজয় কুমার

উত্তর
(B) পৃথ্বীরাজ টন্ডাইমান

  • ভারতের ট্র্যাপ শ্যুটার পৃথ্বীরাজ টোন্ডাইমান ১১ই মার্চ ২০২৩-এ কাতারের দোহাতে ISSF শটগান বিশ্বকাপ ২০২৩-এ ব্রোঞ্জ পদক জিতেছেন।
  • তুরস্কের দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওগুজান তুজুন সোনা জিতেছেন।
  • চলমান ISSF বিশ্বকাপে এটি ছিল ভারতের প্রথম পদক।

৭. NASA এর ‘কিউরিওসিটি রোভার’ সম্প্রতি কোন গ্রহের ক্রেপাসকুলার রশ্মি পর্যবেক্ষণ করেছে?

(A) পৃথিবী
(B) শুক্র
(C) বৃহস্পতি
(D) মঙ্গল

উত্তর
(D) মঙ্গল

  • NASA এর কিউরিওসিটি রোভার সম্প্রতি প্রথমবারের মতো মঙ্গল গ্রহে ক্রেপাসকুলার রশ্মি পর্যবেক্ষণ করেছে।
  • যখন বায়ুমণ্ডলে ধুলো এবং ধোঁয়ার মতো শুষ্ক কণা থাকে, তখন সূর্যের উদয় বা অস্তগামী আলোর বিক্ষেপনের ফলে ছড়িয়ে পড়তে পারে, এর ফলে সূর্যের রশ্মি তৈরি হয় তা ক্রেপাসকুলার রশ্মি নামে পরিচিত।

৮. নিম্নোক্ত কোন গানটি অস্কার ২০২৩ এ সেরা মৌলিক গানের তকমা পেয়েছে?

(A) নাতু নাতু
(B) Mystery of Love
(C) Mighty River
(D) I’m Standing With You

উত্তর
(A) নাতু নাতু

  • ভারত থেকে “The Elephant Whisperers” সেরা শর্ট ডকুমেন্টারী বিভাগে এবং RRR সিনেমার “নাতু নাতু” সেরা মৌলিক গান বিভাগে অস্কার পেয়েছে।
  • সেরা অভিনেতা – ব্রেন্ডন ফ্রেজার
  • সেরা অভিনেত্রী – মিশেল ইওহ
  • সেরা সিনেমা – Everything Everywhere All At Once

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button