Current Topics
অস্কার ২০২৩ – বিজয়ীদের সম্পূর্ণ তালিকা PDF | Oscar 2023 – Full Winner List
Oscars 2023 : Full List of Winners
অস্কার ২০২৩ – বিজয়ীদের সম্পূর্ণ তালিকা PDF
আনুষ্ঠানিক ভাবে ঘোষিত হয়েছে ৯৫তম একাডেমি অস্কার পুরষ্কার ২০২৩। একাডেমি পুরস্কার, বা অস্কার পুরস্কার ১৯২৯ সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। সম্প্রতি অস্কারের ৯৫তম বার্ষিকী উদযাপন করা হলো।
- লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ১৩ই মার্চ অস্কার অ্যাওয়ার্ডস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
- এটি হোস্ট করেছেন জনপ্রিয় লেট নাইট শো হোস্ট জিমি কিমেল।
দেখে নাও , অস্কার ২০২৩ সম্পর্কিত বিস্তারিত তথ্য ভিডিওর মাধ্যমে –
অস্কার ২০২৩-এ ভারতের মনোনয়ন :
- ‘The Elephant Whisperers‘ এবং ‘All That Breathes‘ ডকুমেন্ট্রি বিভাগে এবং RRR-এর ‘নাটু নাটু‘ গান সেরা মৌলিক গানের জন্য অস্কার ২০২৩ এ মনোনয়ন পেয়েছিলো।
- অস্কার ২০২৩ এ প্রিয়াঙ্কা চোপড়া, পার্সিস খাম্বাট্টা এবং দীপিকা পাডুকন হলেন উপস্থিত ছিলেন।
- ‘The Elephant Whisperers’ অস্কার জয়ী প্রথম ভারতীয় ডকুমেন্টারি হয়ে ইতিহাস তৈরি করেছে৷
- কার্তিকি গনসালভেস এবং গুনীত মঙ্গার পরিচালিত The Elephant Whisperers ডকুমেন্টরিটি ৪১মিনিটের।
- ডকুমেন্টরিটি একটি অনাথ হাতি-শিশু ‘রঘু‘-র গল্প।
- RRR-এর “নাটু নাটু” সেরা মৌলিক গানের জন্য অস্কারে জায়গা করে নিয়েছে।
- রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব গানটির জন্য কণ্ঠ দিয়েছেন, গানটি রচনা করেছিলেন এমএম কিরাভানি এবং শব্দ ও সঙ্গীতে ছিলেন চন্দ্রবোস।
দেখে নাও : দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩ – পুরস্কার বিজয়ীদের তালিকা
অস্কার ২০২৩ বিজয়ীদের সম্পূর্ণ তালিকা :
ক্যাটাগরি | বিজয়ী |
---|---|
সেরা সিনেমা | Everything Everywhere All At Once |
সেরা অভিনেত্রী | মিশেল ইওহ (Everything Everywhere All At Once) |
সেরা অভিনেতা | ব্রেন্ডন ফ্রেজার (The Whale) |
সেরা পরিচালক | ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল স্কিয়েনার্ট (Everything Everywhere All At Once) |
সেরা ফিল্ম এডিটিং | Everything Everywhere All At Once |
সেরা মৌলিক গান | নাতু নাতু (RRR) |
সেরা সাউন্ড | Top Gun: Maverick |
সেরা অভিযোজিত চিত্রনাট্য (Adapted Screenplay) | Women Talking |
সেরা মৌলিক চিত্রনাট্য | Everything Everywhere All at Once |
সেরা ভিজ্যুয়াল ইফেক্ট | Avatar: The Way of Water |
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম | Guillermo del Toro’s ‘Pinocchio’ |
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী | জেমি লি কার্টিস (Everything Everywhere All at Once) |
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা | কে হুয়ে কোয়ান (Everything Everywhere All at Once) |
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম | Navalny (ড্যানিয়েল রোহার, ওডেসা রে, ডায়ান বেকার, মেলানি মিলার এবং শেন বোরিস) |
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম | An Irish Goodbye (টম বার্কলে এবং রস হোয়াইট) |
সেরা সিনেমাটোগ্রাফি | All Quiet on the Western Front (জেমস ফ্রেন্ড) |
সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং | অ্যাড্রিয়েন মোরোট, জুডি চিন এবং অ্যানেমারি ব্র্যাডলি ‘দ্য হোয়েল’-এর জন্য |
সেরা কস্টিউম ডিজাইন | রুথ কার্টার ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’-এর জন্য |
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম | All Quiet on the Western Front (জার্মানি) |
সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম | The Elephant Whisperers (কার্তিকি গনসালভেস এবং গুনীত মঙ্গার) |
সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম | The Boy, the Mole, the Fox, and the Horse |
সেরা মূল স্কোর | All Quiet on the Western Front |
সেরা প্রোডাকশন ডিজাইন | All Quiet on the Western Front |
নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ডাউনলোড করে নাও ।
Download Section
- File Name: অস্কার ২০২৩ – বিজয়ীদের সম্পূর্ণ তালিকা
- File Size: 227 KB
- No. of Pages: 02
- Format: PDF
- Language: Bengali
এরকম আরও কিছু পোস্ট :
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- পদ্ম পুরস্কার ২০২৩ বিজেতাদের সম্পূর্ণ তালিকা PDF
- সাহিত্য আকাদেমি পুরস্কার 2022 – বিজেতাদের তালিকা PDF Download
To check our latest Posts - Click Here