Daily Current Affairs in BengaliCurrent Affairs

12th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

12th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১২ই মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 12th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 11th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সিটি ইনডেক্স ২০২৩ অনুসারে, ৯ জন মহিলা বিলিয়নেয়ারের সাথে ভারতের স্থান কত?

(A) দ্বিতীয়
(B) তৃতীয়
(C) চতুর্থ
(D) পঞ্চম

উত্তর
(D) পঞ্চম

  • সিটি ইনডেক্স ২০২৩ অনুসারে, ভারত বিলিয়নার মহিলাদের সংখ্যার বিচারে অস্ট্রেলিয়া এবং হংকংয়ের সাথে পঞ্চম অবস্থানে রয়েছে।
  • মোট ৯২ জন মহিলা বিলিয়নার নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ৪৬ জনের সাথে চীন দ্বিতীয় স্থানে রয়েছে।
  • সাবিত্রী জিন্দাল ১৬.৯৬ বিলিয়ন মার্কিন ডলারের পারিবারিক সম্পদ সহ ভারতের সবচেয়ে ধনী মহিলা।

২. ন্যাশনাল স্টার্টআপ অ্যাডভাইজরি কাউন্সিলের (NSAC) ৬তম সভায় সভাপতিত্ব করেছেন কে?

(A) পীযূষ গয়াল
(B) কিরেন রিজিজু
(C) নরেন্দ্র মোদি
(D) হরদীপ সিং পুরী

উত্তর
(A) পীযূষ গয়াল

  • [email protected] এর থিম সহ, NSAC ভারতীয় স্টার্টআপ ইকোসিস্টেমের বিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর পরিকল্পনা করবে৷
  • দেশে উদ্ভাবন এবং স্টার্টআপের জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার NSAC গঠন করেছিল।

৩. সম্প্রতি কে পুনরায় চীনের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন?

(A) হু জিনতাও
(B) জিয়াং জেমিন
(C) লি কিয়াং
(D) শি জিনপিং

উত্তর
(D) শি জিনপিং

  • পার্টির প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের পর তিনি প্রথম চীনা নেতা হয়েছেন যিনি দুই পাঁচ বছরের মেয়াদের পরেও ক্ষমতায় থাকবেন।

চীন:

  • রাজধানী – বেইজিং
  • মুদ্রা – চীনা ইউয়ান
  • জাতীয় খেলা – টেবিল টেনিস

৪. কোন দেশ সম্প্রতি ‘অবৈধ অভিবাসন বিল’ প্রবর্তন করেছে?

(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) গ্রীস
(C) চীন
(D) যুক্তরাজ্য

উত্তর
(D) যুক্তরাজ্য

  • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক অবৈধ অভিবাসন বিল প্রবর্তন করেছেন, এর লক্ষ্য হল ছোট নৌকায় হাজার হাজার অভিবাসীকে ইংলিশ চ্যানেল পার হতে বাধা দিয়ে অবৈধ অভিবাসনের সমস্যা মোকাবেলা করা।

৫. বিরল মথ প্রজাতি – মাইমিউসেমিয়া সিলোনিকা ভারতের কোন রাজ্যে প্রথমবারের মতো দেখা গেছে?

(A) কেরালা
(B) ওড়িশা
(C) কর্ণাটক
(D) তামিলনাড়ু

উত্তর
(A) কেরালা

  • গবেষকরা ১২৭ বছর পর তামিলনাড়ুর কালাক্কাদ-মুন্দানথুরাই টাইগার রিজার্ভে ভারতে প্রথমবারের মতো একটি বিরল মথ প্রজাতি দেখতে পেয়েছেন।
  • এটি শেষবার ১২৭ বছর আগে শ্রীলঙ্কায় রেকর্ড করা হয়েছিল, ভারতে এই মথ প্রজাতিটি এই প্রথম রেকর্ড করা হচ্ছে।

৬. কোন প্রতিষ্ঠান ‘গ্লোবাল গ্রীনহাউস গ্যাস মনিটরিং ইনফ্রাস্ট্রাকচার’ লঞ্চ করেছে?

(A) বিশ্বব্যাংক
(B) WMO
(C) IMF
(D) WEF

উত্তর
(B) WMO

  • বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) গ্লোবাল গ্রীনহাউস গ্যাস মনিটরিং অবকাঠামো চালু করেছে।
  • এর লক্ষ্য গ্রীনহাউস গ্যাসের মানসম্মত এবং রিয়েল-টাইম ট্র্যাকিং প্রদান করা।

৭. সম্প্রতি কে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের MD এবং CEO হিসাবে নিযুক্ত হলেন?

(A) রাকেশ খান্না
(B) রাকেশ কাপুর
(C) বি গোপকুমার
(D) কিরেন রিজিজু

উত্তর
(C) বি গোপকুমার

  • অ্যাক্সিস সিকিউরিটিজের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO বি গোপকুমার, অ্যাক্সিস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির দ্বারা বিখ্যাত ফান্ড হাউস অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের নতুন CEO নিযুক্ত হয়েছেন।
  • তিনি চন্দ্রেশ নিগমের স্থলাভিষিক্ত হয়েছেন।

৮. “As Good as My Word” বইটির লেখক কে?

(A) কে এম চন্দ্রশেখর
(B) নবীন জিন্দাল
(C) আমিশ ত্রিপাঠি
(D) ডাঃ করণ সিং

উত্তর
(A) কে এম চন্দ্রশেখর

  • ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন কে এম চন্দ্রশেখর।
  • বইটি UPA আমলে ভারতীয় রাজনীতি ও আমলাতন্ত্রকে সমর্থন করেছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button