Daily Current Affairs in BengaliCurrent Affairs

4-5th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

4-5th March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৪-৫ই মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4-5th March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 28th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ২০২২ সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী আলেস বিলিয়াতস্কিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি কোন দেশের বাসিন্দা?

(A) রাশিয়া
(B) বেলারুশ
(C) মিশর
(D) ক্রোয়েশিয়া

উত্তর
(B) বেলারুশ

  • আলেস বিলিয়াতস্কি, যিনি ২০২২ সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন, ২০২৩ সালের মার্চ মাসে বেলারুশের একটি আদালত তাকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।
  • তিনি ভিয়াসনা মানবাধিকার গোষ্ঠীর একজন সহ-প্রতিষ্ঠাতা এবং ২০২০ সালে আলেকজান্ডার লুকাশেঙ্কোর রাষ্ট্রপতি হিসাবে পুনঃনির্বাচিত হওয়ার পরে প্রতিবাদের কেন্দ্রে ছিলেন তিনি।

২. ব্যাঙ্গালোর সেফ সিটি প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধন করলেন কে?

(A) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
(B) নিতিন গড়করি
(C) অমিত শাহ
(D) হরদীপ সিং পুরী

উত্তর
(C) অমিত শাহ

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ, ৩রা মার্চ ২০২৩ এ কর্ণাটকের বেঙ্গালুরুতে ব্যাঙ্গালোর নিরাপদ শহর প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধন করেছেন।
  • বেঙ্গালুরু শহরের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্ভয়া স্কিমের অধীনে প্রকল্পটি পরিকল্পিত হয়েছে।
  • প্রকল্পের আওতায় শহরের বিভিন্ন স্থানে অডিও-ভিজ্যুয়াল সিস্টেম, ড্রোন, সিসিটিভি এবং জরুরি কল বক্স স্থাপন করা হয়েছে।

৩. ক্যান্সার দিবস পালিত হয় কবে?

(A) ৩রা মার্চ
(B) ১লা মার্চ
(C) ৫ই মার্চ
(D) ৪ঠা মার্চ

উত্তর
(D) ৪ঠা মার্চ

  • প্রতি বছর ৪ঠা ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ক্যান্সার রোগ এবং ইহা নিরাময়ের উপায় সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিনটি উদযাপিত হয়।
  • দিবসটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) চালু করেছিল এবং ২০২৩ সালের থিম ছিল “Close the care gap”।

৪. কোন শহর ২০-২২শে মার্চ ২০২৩ পর্যন্ত Civil20 (C-20) ইনসেপশন মিটিং হোস্ট করবে?

(A) হাম্পি
(B) নাগপুর
(C) নান্দেদ
(D) হায়দ্রাবাদ

উত্তর
(B) নাগপুর

  • G-20 শীর্ষ সম্মেলনের একটি ওয়ার্কিং গ্রুপ ‘সিভিল 20’ (C-20) এর সূচনা সভা ২০ থেকে ২২শে মার্চ ২০২৩ পর্যন্ত মহারাষ্ট্রের নাগপুরে আয়োজিত হবে।
  • এটি সামাজিক ও আধ্যাত্মিক নেতা মাতা অমৃতানন্দময়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।

৫. সম্প্রতি চলে গেলেন সত্যব্রত মুখোপাধ্যায়। তিনি কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন?

(A) খেলাধুলা
(B) রাজনীতি
(C) সাহিত্য
(D) সঙ্গীত

উত্তর
(B) রাজনীতি

  • প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায়।
  • প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখার্জি ৩রা মার্চ ২০২৩-এ কলকাতায় প্রয়াত হয়েছেন।
  • তিনি ১৯৯৯ সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন।
  • তিনি কেন্দ্রীয় রাসায়নিক ও সার প্রতিমন্ত্রী ছিলেন (সেপ্টেম্বর ২০০০ – জুন ২০০২ পর্যন্ত) এবং তারপরে বাণিজ্য ও শিল্পের প্রতিমন্ত্রী হয়েছিলেন (জুলাই 2002 – অক্টোবর 2003)।

৬. প্রথমবারের মতো মহিলা প্রিমিয়ার লীগ শুরু হয় কোন জায়গায়?

(A) কোলাকাটা
(B) দিল্লী
(C) নাভি মুম্বাই
(D) চেন্নাই

উত্তর
(C) নাভি মুম্বাই

  • পাঁচ দলের মহিলা প্রিমিয়ার লিগ (WPL 2023) ৪ঠা মার্চ ২০২৩ এ নাভি মুম্বাইতে শুরু হয়েছে।
  • WPL এর উদ্বোধনী সংস্করণে যে পাঁচটি দল অংশ নিচ্ছে তারা হল মুম্বাই ইন্ডিয়ান্স (MI), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB), দিল্লি ক্যাপিটালস (DC), UP Warriorz (UPW) এবং গুজরাট জায়ান্টস (GG)।

৭. ভারতীয় পুরুষ হকি দলের নতুন প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) হরেন্দ্র সিং
(B) ধনরাজ পিল্লাই
(C) গ্রাহাম রিড
(D) ক্রেগ ফুলটন

উত্তর
(D) ক্রেগ ফুলটন

  • হকি ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার ক্রেইগ ফুলটনকে ভারতীয় পুরুষ হকি দলের নতুন প্রধান কোচ নিযুক্ত করেছে।
  • ক্রেগ ফুলটন গ্রাহাম রিডের স্থলাভিষিক্ত হবেন যিনি ২০২৩ সালের জানুয়ারিতে বিশ্বকাপে ভারতের দুর্বল আউটের পরে পদত্যাগ করেছিলেন।
  • ক্রেগ ফুলটনের প্রায় ২৫ বছরের কোচিং অভিজ্ঞতা রয়েছে এবং দক্ষিণ আফ্রিকার হয়ে ১০ বছরের ব্যবধানে ১৯৫টি ক্যাপ অর্জন করেছেন।

৮. সম্প্রতি, RBI কোন ই-কমার্স কোম্পানির উপর ৩.০৬ কোটি টাকার জরিমানা আরোপ করেছে?

(A) মেশো
(B) আমাজন পে
(C) ফ্লিপকার্ট
(D) ওয়ালমার্ট

উত্তর
(B) আমাজন পে

  • ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অ্যামাজন পে (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডকে ৩,০৬,৬৬,০০০ টাকা জরিমানা করেছে।
  • প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস এবং KYC সম্পর্কিত কিছু নির্দেশনা না মেনে চলার জন্য এই জরিমানা করা হয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button