1st and 2nd March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
1st and 2nd March Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১ ও ২ই মার্চ – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1st and 2nd March Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 28th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. Zero Discrimination Day প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?
(A) ফেব্রুয়ারি ২৮
(B) মার্চ ১
(C) মার্চ ২
(D) মার্চ ৩
প্রতিবছর ১লা মার্চ Zero Discrimination Day পালন করা হয়। ২০২৩ সালে এই দিবসের থিম ছিল Save lives: Decriminalise ।
২. বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ MV Ganga Vilas সফলভাবে ডিব্রুগড়ের বগিবিলে ২৮ শে ফেব্রুয়ারী ২০২৩ এ তারিখে তার প্রথম যাত্রা সম্পন্ন করেছে। এটি ১৩ জানুয়ারী ২০২৩ তারিখে কোথা থেকে তার প্রথম যাত্রা শুরু করেছিল ?
(A) হরিদ্বার
(B) পাটনা
(C) বারাণসী
(D) লখনউ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি ১৩ই জানুয়ারী ২০২৩ এ বারাণসী থেকে এই ক্রুজটিকে ফ্ল্যাগ অফ করেছিলেন।
৫০ দিনের যাত্রায় এই ক্রুজটি প্রায় ৩২০০ কিলোমিটার যাত্রা করেছে।
৩. বোলা টিনুবু ২০২৩ সালের মার্চ মাসে কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন?
(A) নাইজেরিয়া
(B) সেনেগাল
(C) নিকারাগুয়া
(D) জিম্বাবুয়ে
সম্প্রতি বোলা টিনুবু আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
৪. জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলাদের একক শিরোপা কে জিতে নিয়েছেন ?
(A) আকাশী কাশ্যপ
(B) অনুপমা উপাধ্যায়
(C) পি ভি সিন্ধু
(D) সায়ালি গোখলে
প্রাক্তন বিশ্ব জুনিয়র এক নম্বর খেলোয়াড় অনুপমা উপাধ্যায় বালেওয়াড়ি স্টেডিয়ামে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলাদের একক শিরোপা জিতেছেন।
১৮ বছর বয়সী অনুপমা মহিলাদের একক ফাইনালে আকাশী কাশ্যপকে হারিয়েছেন।
৫. G20 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে?
(A) মুম্বাই
(B) কলকাতা
(C) নতুন দিল্লি
(D) জয়পুর
G20 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক (Foreign Ministers’ Meeting) ভারতের সভাপতিত্বে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে।
এই দুই দিনের বৈঠকটি ১-২ মার্চ, ২০২৩-এর মধ্যে আয়োজিত হচ্ছে।
৬. নিচের কোন রাজ্যে ২৮ শে ফেব্রুয়ারী থেকে ১লা মার্চ ২০২৩ পর্যন্ত দুই দিনব্যাপি মিলেটস মহোৎসবের আয়োজন করা হয়েছিল?
(A) গুজরাট
(B) কর্ণাটক
(C) মহারাষ্ট্র
(D) বিহার
বিহারের ভোজপুরে এটি আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রী পশুপতি কুমার পারস।
৭. এশিয়ার দীর্ঘতম সাইকেল রেস নিচের কোন শহর থেকে শুরু হয়েছে ?
(A) কন্যাকুমারী
(B) বেঙ্গালুরু
(C) গান্ধীনগর
(D) শ্রীনগর
এশিয়ার দীর্ঘতম সাইকেল রেস শ্রীনগরে শুরু হয়েছে। এই রেসটি ৩৬৫১ কিলোমিটার দীর্ঘ। এই রেস কন্যাকুমারীতে শেষ হবে।
৮. সালহাউতুওনুও ক্রুসে এবং হেকানি জাখালু কোন রাজ্যের বিধানসভা নির্বাচনে নির্বাচিত হওয়া প্রথম মহিলা প্রার্থী হয়ে ইতিহাস তৈরি করেছেন?
(A) মেঘালয়
(B) মিজোরাম
(C) ত্রিপুরা
(D) নাগাল্যান্ড
নাগাল্যান্ড রাজ্যের মর্যাদা পাওয়ার ৬০ বছর পর এই প্রথম জনগণ দুজন মহিলা প্রার্থীকে নির্বাচিত করেছে।
৯. এ.এম. আহমেদি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন ?
(A) অভিনয়
(B) ওষুধ
(C) ক্রিকেট
(D) আইন
ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি এ.এম. আহমেদি ২০২৩ সালের মার্চ মাসে মারা যান।
দেখে নাও – ভারতের সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি তালিকা
১০. ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে মোট কত লক্ষ কোটি টাকা GST সংগৃহিত হয়েছে ?
(A) ১.৪৬
(B) ১.৪৭
(C) ১.৪৮
(D) ১.৪৯
এর আগের বছর ফেব্রুয়ারিতে ১.৩৩ ট্রিলিয়ন টাকা GST হিসেবে সংগৃহিত হয়েছিল। এবারে ১২% GST বেশি সংগৃহিত হয়েছে ।
To check our latest Posts - Click Here