Daily Current Affairs in BengaliCurrent Affairs

25th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

25th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৫শে ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 25th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 24th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন বিশ্ববিদ্যালয়ে Youth20 India Summit অনুষ্ঠিত হচ্ছে ?

(A) দিল্লি বিশ্ববিদ্যালয়
(B) মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়, ভাদোদরা
(C) চেন্নাই অ্যামিটি ইউনিভার্সিটি, নয়ডা
(D) আন্না বিশ্ববিদ্যালয়

উত্তর
(B) মহারাজা সায়াজিরাও বিশ্ববিদ্যালয়, ভাদোদরা

মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি, ভাদোদরাতে ২৫শে ফেব্রুয়ারী ২০২৩ থেকে দুই দিন ব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এবারে এই সম্মেলনের থিম – ‘Climate Change and Disaster Risk Reduction: Making sustainability a Way of Life’.

এটি উদ্বোধন করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

২. আফগানিস্তানের তালেবান তোরখাম বাণিজ্য রুট আবার খুলে দিয়েছে। তোরখাম কোন দেশের সাথে আফগানিস্তানের সীমানা তৈরি করে?

(A) তাজিকিস্তান
(B) তুর্কমেনিস্তান
(C) পাকিস্তান
(D) উজবেকিস্তান

উত্তর
(C) পাকিস্তান

আফগানিস্তানের তালেবান সরকার সম্প্রতি পাকিস্তানের সাথে তোরখাম সীমান্ত ক্রসিং আবার খুলে দেয়।

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তরেখার দৈর্ঘ্য প্রায় ২৬০০ কিলোমিটার।

৩. কোন রাজ্য সরকারী নিয়োগ পরীক্ষায় পেপার ফাঁস রোধ করতে ১০ বছর পর্যন্ত জেলের বিধান রাখে এমন একটি বিল পাস করেছে?

(A) বিহার
(B) গুজরাট
(C) উত্তর প্রদেশ
(D) মধ্য প্রদেশ

উত্তর
(B) গুজরাট

২৪শে ফেব্রুয়ারি গুজরাট বিধানসভা এমনি একটি বিল নিয়ে এসেছে।

এই রকম দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের ১০ বছর পর্যন্ত কারাবাস হতে পারে এই বিল অনুসারে ।

এই বিলটি হল – Gujarat Public Examination (Prevention of Unfair Means) Bill, 2023

বিস্তারিত – Click Here .

৪. শবরী মাতা জন্ম জয়ন্তী উপলক্ষে কোথায় ‘কোল জনজাতি মহাকুম্ভ’ আয়োজিত হয়েছে ?

(A) ধর
(B) বিলাসপুর
(C) কোরবা
(D) সাতনা

উত্তর
(D) সাতনা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সহযোগিতা মন্ত্রী, শ্রী অমিত শাহ ২৪শে ফেব্রুয়ারি ২০২৩ -এ মধ্যপ্রদেশের সাতনায় শবরী মাতা জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘কোল জনজাতি মহাকুম্ভ’-এ ভাষণ দিয়েছেন।

তিনি সাতনায় ৫০৭ কোটি টাকার ৭০টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।

কোল উপজাতিরা প্রধানত উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড এবং বাঘেলখণ্ড অঞ্চলে বসবাস করে ।

দেখে নাও : ভারতের বিভিন্ন উপজাতিদের তালিকা

৫. দক্ষিণ আমেরিকার কোন দেশের ভাইস প্রেসিডেন্ট ডঃ ভরত জাগদেও সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করেছেন নতুন দিল্লিতে ?

(A) ফ্রেন্চ গুয়ানা
(B) গুয়ানা
(C) সুরিনাম
(D) কলম্বিয়া

উত্তর
(B) গুয়ানা

২৪শে  ফেব্রুয়ারী ২০২৩ তারিখে গায়ানার উপরাষ্ট্রপতি  ডঃ ভরত জাগদেও নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাত করেন।

উভয় নেতা তেল সহ বিভিন্ন খাতে সরাসরি সরকার থেকে সরকারের সহযোগিতার বিষয়ে একমত হন।

গুয়ানা

  • রাজধানী: জর্জটাউন
  • মহাদেশ: দক্ষিণ আমেরিকা
  • অফিসিয়াল ভাষা: ইংরেজি
  • প্রধানমন্ত্রী: মার্ক ফিলিপস।

৬. বিশ্ব বইমেলা ২০২৩ কোন কর্তৃপক্ষ দ্বারা আয়োজিত হবে?

(A) পেঙ্গুইন বুকস
(B) ন্যাশনাল বুক ট্রাস্ট
(C) সংস্কৃতি মন্ত্রণালয়
(D) সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন

উত্তর
(B) ন্যাশনাল বুক ট্রাস্ট

৯ দিনের মেগা বই মেলাটি ২৫শে ফেব্রুয়ারী থেকে ৫ই মার্চ, ২০২৩ পর্যন্ত নয়াদিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হবে।

এটির আয়োজন করবে National Book Trust।

ন্যাশনাল বুক ট্রাস্ট:

  • প্রতিষ্ঠিত: ১ আগস্ট ১৯৫৭
  • প্রতিষ্ঠাতা: ভারত সরকার
  • চেয়ারম্যানঃ গোবিন্দ প্রসাদ শর্মা
  • সদর দপ্তর: দিল্লি

৭. প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সম্প্রতি কত বছরে পদার্পন করলো ?

(A)
(B)
(C)
(D)

উত্তর
(C)

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM-KISAN) ২৪ শে ফেব্রুয়ারি ২০২৩ -এ 4 বছর পূর্ণ করেছে।

এটি ২৪শে ফেব্রুয়ারি ২০১৯-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের জন্য শুরু করেছিলেন।

৮. Hollywood Critics Association Film Awards -এ সেরা সেরা আন্তর্জাতিক ফিল্ম শিরোপা জিতে নিয়েছে কোন ভারতীয় চলচ্চিত্র ?

(A) পাঠান
(B) বাহুবলী ২
(C) RRR
(D) ব্রহ্মাস্ত্র

উত্তর
(C) RRR

এসএস রাজামৌলির পরিচালনায় ‘RRR’ হলিউড ক্রিটিক অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ডে ‘সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র’ পুরস্কার জিতেছে।

চলচ্চিত্র পরিচালক রাজামৌলি এবং অভিনেতা রাম চরণ আনন্দ ও গর্বের সাথে এই পুরস্কার গ্রহণ করেন।

এটি যায় চলচ্চিত্র পুরস্কারে আরও তিনটি পুরস্কার জিতেছে। এগুলি হলো – ‘Best Action Film’, ‘Best Stunts’, এবং ‘Best Original Song’।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button