Daily Current Affairs in BengaliCurrent Affairs

24th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

24th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৪শে ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 24th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 23rd February Current Affairs Quiz 2023 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কেন্দ্রীয় আবগারি দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ফেব্রুয়ারি ২৩
(B) ফেব্রুয়ারি ২৪
(C) ফেব্রুয়ারি ২৫
(D) ফেব্রুয়ারি ২৬

উত্তর
(B) ফেব্রুয়ারি ২৪

Central Excise and Salt act ১৯৪৪ সালে ২৪শে ফেব্রুয়ারি চালু হয়েছিল।  সেই দিনটির স্মরণে এই দিবস পালন করা হয়।

দেখে নাও গুরুত্বপূর্ণ দিবস তালিকা  – Click Here .

 

২. মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদের জন্য কাকে মনোনীত করেছেন?

(A) অজয় বাঙ্গা
(B) লীনা নায়ার
(C) শান্তনু নারায়ণ
(D) পরাগ আগরওয়াল

উত্তর
(A) অজয় বাঙ্গা

বিশ্ব ব্যাঙ্কের নয়া প্রেসিডেন্ট হিসেবে ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাকে মনোনীত করেছেন খোদ আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন।

63 বছরের অজয় বাঙ্গা প্রকৃতপক্ষে একজন ভারতীয় আমেরিকান ব্যবসায়ী। তিনি বর্তমানে জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যান। এর আগে মাস্টারকার্ডের প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

 

৩. দিল্লিতে উদ্বোধন হবে সর্বভারতীয় তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সাথে কোন দেশ এই চ্যাম্পিয়নশিপের সহ-আয়োজক?

(A) জাপান
(B) দক্ষিণ কোরিয়া
(C) মালয়েশিয়া
(D) সিঙ্গাপুর

উত্তর
(B) দক্ষিণ কোরিয়া

অনুরাগ ঠাকুর ২৪শে ফেব্রুয়ারি সর্ব-ভারতীয় তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করবেন।

তায়কোয়ান্দো একটি মার্শাল আর্ট ও দক্ষিণ কোরিয়ার জাতীয় খেলা। এটা যুদ্ধ কৌশল, আত্মরক্ষা, খেলাধুলা, ব্যায়াম, এবং কিছু কিছু ক্ষেত্রে ধ্যান এবং দর্শনের সম্মেলন ।

 

৪. সম্প্রতি কোন ব্যাংক পাকিস্তানকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে?

(A) নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
(B) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
(C) চায়না ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
(D) বিশ্ব ব্যাঙ্ক

উত্তর
(C) চায়না ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
এই ফেব্রুয়ারি মাসের মধ্যে এই ঋণের টাকা পাকিস্তান পেয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

৫. S&P এর রিপোর্ট অনুযায়ী কোন ভারতীয় কোম্পানি একক শক্তি উৎপাদন ক্ষমতার নিরিখে বিশ্বে ১ নম্বর স্থানে রয়েছে ?

(A) ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন
(B) পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন
(C) পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া
(D) ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন

উত্তর
(D) ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন
এনটিপিসি লিমিটেড ভারতের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি এবং ভারতে উৎপাদিত মোট বিদ্যুতের ২৪% উৎপন্ন করে এনটিপিসি । এটি ১৯৭৫ সালে ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়

৬. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার প্রদান করেছেন । এই পুরস্কার কবে শুরু হয় হয়েছিল ?

(A) ১৯৪৮
(B) ১৯৫০
(C) ১৯৫২
(D) ১৯৫৪

উত্তর
(C) ১৯৫২

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২৩শে ফেব্রুয়ারী ২০২৩-এ, নয়া দিল্লিতে ২০১৯ , ২০২০ এবং ২০২১ সালের জন্য সঙ্গীত নাটক আকাদেমি ফেলোশিপ এবং পুরস্কার প্রদান করেন।

পারফর্মিং আর্টের ক্ষেত্রে আটজন ব্যক্তিকে সঙ্গীত নাটক আকাদেমি ফেলোশিপ দেওয়া হয়েছে।  এছাড়া  সঙ্গীত, নৃত্য, থিয়েটার, ঐতিহ্যবাহী এবং লোকজ ক্ষেত্রের ১২৮ জন শিল্পীকে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

 

৭. ছত্তিশগড়ের নবম রাজ্যপাল হিসেবে সম্প্রতি কে শপথ নিলেন?

(A) বিশ্বভূষণ হরিচন্দন
(B) বিডি মিশ্র
(C) আর কে মাথুর
(D) কলরাজ মিশ্র

উত্তর
(A) বিশ্বভূষণ হরিচন্দন
ছত্তিশগড়ের নবম রাজ্যপাল হিসেবে সম্প্রতি শপথ নিলেন বিশ্বভূষণ হরিচন্দন। এর ঠিক পূর্বে তিনি অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল ছিলেন।

৮. ডেঙ্গু প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে কোন দেশ স্বাস্থ্য জরুরী অবস্থা (Health Emergency ) ঘোষণা করেছে?

(A) পেরু
(B) ব্রাজিল
(C) মেক্সিকো
(D) পাকিস্তান

উত্তর
(A) পেরু

ডেঙ্গুর প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে দক্ষিণ আমেরিকার দেশ পেরু ৯০ দিনের স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

ডেঙ্গুর প্রাদুর্ভাবের কারণে দেশের উত্তর, মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১৩টি বিভাগে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পেরুর রাজধানী লিমা এবং মুদ্রা সোল।

দেখে নাও বিভিন্ন দেশের রাজধানী ও মুদ্রার তালিকা

৯. সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এস আব্দুল নাজির কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে সম্প্রতি শপথ নিলেন ?

(A) অন্ধ্র প্রদেশ
(B) কেরালা
(C) হিমাচল প্রদেশ
(D) বিহার

উত্তর
(A) অন্ধ্র প্রদেশ

অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এস আব্দুল নাজির।

তিনি বিশ্বভূষণ হরিচন্দনের স্থলাভিষিক্ত হন।

অন্ধ্র প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বিচারপতি নাজিরকে তার শপথ গ্রহণ করান।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button