22nd February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
22nd February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২২শে ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 22nd February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 21st February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. ‘খাজুরাহো নৃত্য উৎসব’ – এর কোন সংস্করণটি ২০শে ফেব্রুয়ারি ২০২৩ এ মধ্যপ্রদেশের খাজুরাহোতে শুরু হয়েছে?
(A) ৪৮তম
(B) ৪৯তম
(C) ৫০তম
(D) ৫১তম
- এই বার্ষিক উৎসব আয়োজিত হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খান সঙ্গীত ইভম কালা একাডেমি এবং সংস্কৃতি অধিদপ্তর পর্যটন বিভাগ এবং ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের সহযোগিতায়।
- এই উপলক্ষ্যে ‘মধ্যপ্রদেশ রাজ্য রূপঙ্কর শিল্প পুরস্কার’ প্রদান করা হয় বিভিন্ন শিল্পীদের।
২. পর্বতারোহী এবং বিজ্ঞানীদের একটি দল মাউন্ট এভারেস্টের উপরে কত উচ্চতায় একটি বিশ্বের সর্বোচ্চ আবহাওয়া স্টেশন স্থাপন করেছে?
(A) ৮,৮২০ মিটার
(B) ৮,৮৩৫ মিটার
(C) ৮,৭৮০ মিটার
(D) ৮,৮১০ মিটার
- গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস রিপোর্ট অনুসারে, পর্বতারোহী এবং বিজ্ঞানীদের দল ৮,৮১০ মিটার উচ্চতায় একটি রেকর্ড-ব্রেকিং আবহাওয়া স্টেশন স্থাপন করেছে; এটি মাউন্ট এভারেস্টের চূড়া থেকে মাত্র ৩৯ মিটার নীচে।
- দলটির নেতৃত্ব দিয়েছেন একজন ইলেকট্রিশিয়ান এবং মাউন্টেন গাইড, তেনজিং গ্যালজেন শেরপা।
- পূর্বের সর্বোচ্চ আবহাওয়া স্টেশনটি এভারেস্টের ব্যালকনিতে অবস্থিত ছিল (নতুনটির থেকে প্রায় ৪০০ মিটার নিচে)।
৩. ভারতীয় বক্সিং ফেডারেশন (BFI) ভারতীয় বক্সিং দলের নতুন বিদেশী কোচ হিসেবে সম্প্রতি কাকে নিয়োগ করেছে?
(A) টেডি অ্যাটলাস
(B) ইমানুয়েল স্টুয়ার্ড
(C) দিমিত্রি দিমিত্রুক
(D) এডি ফচ
- এই অভিজ্ঞ কোচকে দুই বছরের চুক্তিতে পুরুষ ও মহিলা উভয় দলের কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
- ভারতে আসার আগে, তিনি আইরিশ অ্যাথলেটিক বক্সিং অ্যাসোসিয়েশন (IABA) এর সাথে হাই-পারফরম্যান্স কোচ হিসাবে যুক্ত ছিলেন।
৪. মিশরের কায়রোতে ISSF শুটিং বিশ্বকাপের পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন কে?
(A) বরুণ তোমর
(B) রুদ্রাঙ্ক পাতিল
(C) অনীশ ভানওয়ালা
(D) ভাবেশ শেখাওয়াত
- রুদ্রাং পাতিল ফাইনাল ম্যাচে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিচকে ১৬-৮ ব্যবধানে পরাজিত করেছেন।
- ২১শে ফেব্রুয়ারি এখানেই ISSF শুটিং বিশ্বকাপের মহিলাদের বিভাগে ব্রোঞ্জ জিতেছেন তিলোত্তমা সেন।
- ভারতের এখন তিনটি স্বর্ণ সহ পাঁচটি পদক রয়েছে।
- বরুণ তোমর পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টেও ব্রোঞ্জ পদক জিতেছেন।
৫. সম্প্রতি আসামের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন কে?
(A) রমেশ বায়াস
(B) গুলাব চাঁদ কাটারিয়া
(C) সি পি রাধাকৃষ্ণন
(D) গণেশি লাল
- গুলাব চাঁদ কাটারিয়া ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন সিনিয়র নেতা এবং রাজস্থান বিধানসভায় বিরোধী দলের নেতা।
- তিনি রাজস্থানের উদয়পুরের ৮ বারের বিধায়ক এবং বিজেপির কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্যও।
- তিনি ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত রাজস্থান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন।
- তিনি অধ্যাপক জগদীশ মুখীর স্থলাভিষিক্ত হন, যিনি তাঁর মেয়াদ শেষ করার পর ১৯শে ফেব্রুয়ারি পদত্যাগ করেছেন।
৬. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ২০২৩ সালের আর্জেন্টিনা ওপেন জিতেছে?
(A) কার্লোস আলকারাজ
(B) আন্দ্রে রুবলেভ
(C) ক্যামেরন নরি
(D) স্টেফানোস সিটসিপাস
- আর্জেন্টিনা ওপেনের শিরোপা জিতে নিয়েছেন বিশ্বের ২ নম্বর টেনিস খেলোয়াড়, কার্লোস আলকারাজ।
- ফাইনালে ক্যামেরন নরিকে পরাজিত করেছেন তিনি।
- ২০১৫ সালে রাফায়েল নাদালের পর তিনি প্রথম স্প্যানিয়ার্ড যিনি আর্জেন্টিনা ওপেন টেনিস শিরোপা জিতলেন।
- তিনি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ র্যাঙ্কের বিজয়ীও হয়েছেন।
৭. নিচের কোনটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম শহর হিসেবে স্পষ্টভাবে বর্ণবৈষম্য নিষিদ্ধ করেছে?
(A) শিকাগো
(B) সিয়াটল
(C) নিউইয়র্ক
(D) বোস্টন
- সিয়াটল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম শহর হয়ে উঠেছে যা স্পষ্টভাবে বর্ণের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করেছে।
- সিয়াটল ওয়াশিংটনের একটি শহর।
- মার্কিন যুক্তরাষ্ট্রে চারজন দলিতের মধ্যে একজন মৌখিক বা শারীরিক আক্রমণের সম্মুখীন হয় এবং প্রতি তিনজনের মধ্যে দুজন কর্মক্ষেত্রে বৈষম্যের সম্মুখীন হয়।
৮. কোন দেশ প্রথমবারের মতো দেশে সমকামী দাম্পত্যের অধিকারকে স্বীকৃতি দিয়েছে?
(A) জাপান
(B) নিউজিল্যান্ড
(C) অস্ট্রেলিয়া
(D) দক্ষিণ কোরিয়া
- দক্ষিণ কোরিয়ার একটি আদালত প্রথমবারের মতো দেশটিতে সমকামী দম্পতির অধিকারকে স্বীকৃতি দিয়েছে।
- ২১শে ফেব্রুয়ারি, ২০২২-এ দক্ষিণ কোরিয়ার সিউল হাইকোর্টের রায়টি দেওয়া হয়েছিল।
To check our latest Posts - Click Here