Notes

বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ তালিকা PDF

list of vitamin deficiency diseases pdf

বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ তালিকা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ তালিকা (list of vitamin deficiency diseases pdf ) নিয়ে। কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয় তার একটি সুন্দর তালিকা আজকে আমরা উপস্থাপন করবো। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে এই টপিকটি থেকে প্রশ্ন এসেই থাকে। যেমন – পেলেগ্রা কোন ভিটামিনের অভাবে হয়? । আজকের পোস্টে এই ধরণের তথ্যগুলি তুলে ধরা হয়েছে।

কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়

ভিটামিন A

ভিটামিন A এর অভাবজনিত রোগগুলি হল

  • রাতকানা এবং অন্ধত্ব বা জেরোপথ্যালমিয়া
  • ফ্রিনোডার্মা বা টোডস্কিন। অর্থাৎ ত্বক ব্যাঙের চামড়ার মত খসখসে হয়ে যায়।
  • রেনাল স্টোন, অর্থাৎ বৃক্কে পাথর হয়।
  • মেরুদন্ড ও করোটির অস্থি বৃদ্ধি পায় ।
  • পরিপাকনালী, শ্বাসনালীর আবরণী ইত্যাদি ক্ষয়প্রাপ্ত হয়।
  • কেরাটোম্যালেসিয়া অর্থাৎ কর্নিয়া বিনষ্ট হয়।

ভিটামিন B1

ভিটামিন B1 এর অভাবজনিত রোগগুলি হল –

  • বেরিবেরি রোগ হয়।
  • হাত পা ফুলে যায়
  • ক্ষুধা মান্দ্য , স্নায়ু দৌর্বল্য, হৃদপিণ্ডের দুর্বলতা

ভিটামিন B2

ভিটামিন B2 এর অভাবজনিত রোগগুলি হল –

  • স্টোমাটাইটিস
  • গ্লসাইটিস
  • ত্বক অমসৃণ হয়ে পরে।
  • চুল উঠে যায়

ভিটামিন B3

ভিটামিন B3 এর অভাবজনিত রোগগুলি হল –

  • পেলেগ্রা রোগ হয়
  • ত্বক খসখসে হয়ে যায়
  • খাদ্যনালীতে জখম হয়
  • স্নায়ুদৌর্বল্য
  • রক্তাল্পতা, ওজন ও কর্মক্ষমতা হ্রাস পায়।

ভিটামিন B5

ভিটামিন B5 এর অভাবজনিত রোগগুলি হল –

  • অন্ত্রে ঘা হয়
  • পেশিতে টান,
  • চর্মরোগ হয়
  • পাখির পেরোসিস রোগ হয়
  • ইঁদুর ও মুরগির ডার্মাটাইটিস রোগ হয়

ভিটামিন B6

ভিটামিন B6 এর অভাবজনিত রোগগুলি হল –

  • রক্তাল্পতা
  • নিদ্রাল্পতা
  • জনন ক্ষমতা লোপ পায়

ভিটামিন B7

ভিটামিন B7 এর অভাবজনিত রোগগুলি হল –

  • ডার্মাটাইটিস ও এন্টেরিস নামক ত্বকের রোগ হয়।

ভিটামিন B9

ভিটামিন B9 এর অভাবজনিত রোগগুলি হল –

  • রক্তাল্পতা।
  • দেহের বৃদ্ধি হ্রাস পায়।

ভিটামিন B12

ভিটামিন B12 এর অভাবজনিত রোগগুলি হল –

  • পারনিসিয়াস এনিমিয়া
  • হাইপার গ্লাইসিমিয়া
  • হিমাটো পয়েসিস

ভিটামিন C

ভিটামিন C এর অভাবজনিত রোগগুলি হল –

  • স্কার্ভি রোগ (দাঁতের মাড়ি দিয়ে রক্ত পরা )
  • অস্থি ও দন্তি ক্ষয় হয়
  • রোগ প্রতিরোধক ক্ষমতা কমে গিয়ে সহজেই ঠান্ডা লাগে
  • রক্তের লোহিতকণিকা ও অণুচক্রিকার পরিমান কমে যায়
  • ক্ষতস্থান সহজে শুকোতে চায় না
  • রক্তহীনতা হয়।

ভিটামিন D

ভিটামিন D এর অভাবজনিত রোগগুলি হল –

  • ছোটদের রিকেট ও বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ হয়
  • দাঁতের বৃদ্ধি ব্যাহত হয় এবং দাঁতের ক্ষয় হতে দেখা যায়।
  • রক্তে ক্যালসিয়ামের পরিমান কমে যায় এবং ক্যালসিয়াম -বিপাক ব্যাহত হয়।

ভিটামিন E

ভিটামিন E এর অভাবজনিত রোগগুলি হল –

  • বন্ধ্যাত্ব অর্থাৎ প্রজনন ক্ষমতা হ্রাস পায়।
  • জরায়ুর মধ্যে ভ্রুনের মৃত্যু হয়।
  • স্তনদুগ্ধ নিঃসরণ কমে যায়।

ভিটামিন K

ভিটামিন K এর অভাবজনিত রোগগুলি হল –

  • রক্তে প্রথমোবিনের পরিমান কমে যায়।
  • স্বাভাবিক রক্ত তঞ্চন ব্যাহত হয়।
  • হেমারেজ বা রক্তক্ষরণ হয়।

ভিটামিন H

ভিটামিন H এর অভাবজনিত রোগগুলি হল –

  • দাঁত ও অস্থির গঠন ব্যাহত হয়।

কিছু প্রশ্ন ও উত্তর –

কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়?

ভিটামিন E এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়।

কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?

ভিটামিন A এর অভাবে রাতকানা রোগ হয়।

কিসের অভাবে গলগন্ড রোগ হয় ?

গলগণ্ড রোগ হয় আয়োডিনের অভাবে।

এই নোটের পিডিএফ ফাইল নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও ।


Download Section

  • File Name: বিভিন্ন ভিটামিনের অভাবজনিত রোগ তালিকা PDF – বাংলা কুইজ
  • File Size: 1.6 MB
  • No. of Pages: 04
  • Language: Bengali
  • Subject: Life Science

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button