5-6th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
5-6th February Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৫-৬ই ফেব্রুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 5th February Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 4th February Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. ফিমেল জেনিটাল মিউটিলেশন (FGM) এর জন্য জিরো টলারেন্সের আন্তর্জাতিক দিবস কবে পালিত হয়?
(A) ৬ই ফেব্রুয়ারী
(B) ৯ই ফেব্রুয়ারী
(C) ৮ই ফেব্রুয়ারী
(D) ৭ই ফেব্রুয়ারী
- যৌনাঙ্গ অঙ্গচ্ছেদের কারণে মহিলারা যে পরিণতি এবং সমস্যার সম্মুখীন হয় সে সম্পর্কে মানুষকে শিক্ষিত ও সচেতন করতে দিনটি পালিত হয়।
- দিনটি ২০০৩ সালে UNICEF দ্বারা প্রথম চালু করা হয়েছিল।
- ২০২৩-এর থিম হল “Partnership with Men and Boys to Transform Social and Gender Norms to End Female Genital Mutilation”।
২. ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭৮ শতাংশের অনুমোদন রেটিং নিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসাবে আবির্ভূত হলেন কে?
(A) আন্দ্রেস ওব্রাডর
(B) জাস্টিন ট্রুডো
(C) অ্যালাইন বারসেট
(D) নরেন্দ্র মোদি
- যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মর্নিং কনসাল্টের প্রকাশিত গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল রেটিংয়ে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।
- মেক্সিকান রাষ্ট্রপতি আন্দ্রেস ওব্রাডর ৬৮% অনুমোদনের রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন এবং সুইস রাষ্ট্রপতি অ্যালাইন বারসেট ৬২% অনুমোদনের রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
- মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন সপ্তম স্থানে রয়েছেন।
- শেষ স্থানে রয়েছেন ফুমিও কিশিদা (জাপান) এবং জোনাস গাহর স্ট্রোর (নরওয়ে) ৷
৩. কোন দেশটি ৪ঠা ফেব্রুয়ারী ২০২৩ এ স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করেছে?
(A) শ্রীলংকা
(B) নেপাল
(C) মায়ানমার
(D) ভুটান
- শ্রীলঙ্কা ৪ঠা ফেব্রুয়ারী ২০২৩ এ স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করেছে, ‘নমো নমো মাথা’ থিমের সাথে।
- কলম্বোতে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।
- ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি. মুরালিধরন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
৪. কিংবদন্তি গায়িকা বাণী জয়রাম ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩-এ প্রয়াত হয়েছেন। তিনি কত সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন?
(A) ২০২০
(B) ২০২৩
(C) ২০২২
(D) ২০২১
- পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি প্লেব্যাক গায়ক বাণী জয়রাম ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩-এ প্রয়াত হয়েছেন।
- তিনি ২০২৩ সালের জানুয়ারিতে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন।
- তিনি তিনবার শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়িকার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছেন।
- এর পাশাপাশি তিনি ওড়িশা, অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু এবং গুজরাট রাজ্য থেকে রাজ্য সরকারের পুরস্কার জিতেছেন।
৫. দিল্লি কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস দ্বারা লঞ্চ করা WhatsApp চ্যাটবট পরিষেবাটির নাম কী?
(A) বাল সখা
(B) বলাক মিত্র
(C) বলরাম
(D) বাল মিত্র
- দিল্লি কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (DCPCR) দিল্লিতে শিশু এবং পিতামাতাদের যোগাযোগ সহায়তা প্রদানের জন্য একটি হোয়াটসঅ্যাপ চ্যাটবট ‘বাল মিত্র’ লঞ্চ করেছে।
- অভিভাবকরা DCPCR-এর সাথে ভর্তির সমস্যাগুলির মতো শিক্ষা-সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।
৬. ইয়ায়া সো-কে (Yaya Tso) কোন রাজ্যের প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে?
(A) অরুণাচল প্রদেশ
(B) ত্রিপুরা
(C) লাদাখ
(D) মিজোরাম
- সুন্দর হ্রদের জন্য পাখিদের স্বর্গ হিসেবে পরিচিত ইয়ায়া সো-কে লাদাখের প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট (BHS) হিসেবে প্রস্তাব করা হয়েছে।
- ইয়ায়া সো-তে বার-হেডেড হংস, কালো গলার সারস এবং ব্রাহ্মণী হাঁসের মতো অনেক পাখি দেখা যায়।
- এটি ভারতের কালো-ঘাড়ের সারসের সর্বোচ্চ প্রজনন স্থানগুলির মধ্যে একটি।
৭. কোন দেশ ২০২৭ সালের ফুটবল এশিয়ান কাপ আয়োজন করবে?
(A) সংযুক্ত আরব আমিরাত
(B) ভারত
(C) বেহরিন
(D) সৌদি আরব
- এশিয়ান ফুটবল কনফেডারেশন ঘোষণা করেছে যে সৌদি আরব ২০২৭ এশিয়ান নেশনস কাপের হোস্টিং জিতেছে।
- ১৯৫৬ সালে এশিয়ান কাপের সূচনার পর থেকে ইতিহাসে প্রথমবারের মতো হোস্ট করবে সৌদি আরব।
৮. কোন কেন্দ্রীয় মন্ত্রক ১০০ টিরও বেশি বেটিং এবং ঋণ প্রদানকারী চীনা অ্যাপগুলিকে ব্লক করার আদেশ জারি করেছে?
(A) পররাষ্ট্র মন্ত্রণালয়
(B) ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রণালয়
(C) প্রতিরক্ষা মন্ত্রণালয়
(D) অর্থ মন্ত্রণালয়
- কেন্দ্র জরুরি ভিত্তিতে ১৩৮টি বেটিং এবং ৯৪টি ঋণ-প্রদানকারী চীনা অ্যাপ ব্লক করার প্রক্রিয়া শুরু করেছে।
- এই অ্যাপগুলিতে আইটি আইনের ৬৯ ধারার অধীনে ভারতের সার্বভৌমত্বের প্রতি ক্ষতিকর উপাদান রয়েছে।
To check our latest Posts - Click Here