25th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
25th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৫শে জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 25th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 24th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন রাজ্য ২৪-২৫শে জানুয়ারীর মধ্যে ‘বার্ষিক কমলা উৎসবের’ তৃতীয় সংস্করণ উদযাপন করেছে?
(A) আসাম
(B) ওড়িশা
(C) পশ্চিমবঙ্গ
(D) নাগাল্যান্ড
- নাগাল্যান্ডের কোহিমা জেলার অন্তর্গত রুসোমা গ্রামে ২৪-২৫শে জানুয়ারীর মধ্যে বার্ষিক কমলা উৎসবের তৃতীয় সংস্করণ উদযাপিত হয়েছে।
- কমলা লেবু চাষীদের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য বাজারের যোগসূত্র স্থাপনের জন্য এই উৎসবের ধারণা করা হয়েছে।
- বর্তমানে রুসোমা গ্রামে প্রায় ৩৫,০০০ টি কমলা গাছ রয়েছে।
২. গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন – Amul এর চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?
(A) রাম চন্দ্র সিনহা
(B) সন্দীপ আগরওয়াল
(C) শামালভাই বি প্যাটেল
(D) মনীশ বান্দলিশ
- গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) যেটি Amul ব্র্যান্ডের অধীনে দুধ এবং দুগ্ধজাত পণ্য বাজারজাত করে, তার চেয়ারম্যান হিসেবে শামালভাই বি প্যাটেল এবং ভাইস চেয়ারম্যান হিসেবে ভালমজিভাই হাম্বলকে নিয়োগ করা হয়েছে।
৩. ICC রিপোর্ট অনুসারে, ২০২৩ সালের জানুয়ারিতে ODI র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত?
(A) প্রথম
(B) চতুর্থ
(C) তৃতীয়
(D) দ্বিতীয়
- ইন্দোরের হোলকার স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের পর ভারত ICC র্যাঙ্কিংয়ে এক নম্বর ODI দলে পরিণত হয়েছে।
- ভারত ODI র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করতে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড উভয়কেই পেছনে ফেলেছে।
- ২য় স্থানঃ ইংল্যান্ড
- 3য় স্থান: অস্ট্রেলিয়া
- ৪র্থ স্থান: নিউজিল্যান্ড
৪. উত্তর ভারতের বৃহত্তম ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্পটি সম্প্রতি কোন শহরে উদ্বোধন করে হয়েছে?
(A) সিমলা
(B) বাথিন্ডা
(C) চণ্ডীগড়
(D) লখনউ
- উত্তর ভারতের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন চণ্ডীগড়ের প্রশাসক বানওয়ারি লাল পুরোহিত।
- প্ল্যান্টের ক্ষমতা 2000kWp এবং ১১.৭০ কোটি টাকা ব্যয়ে এটি চালু করা হয়েছে।
৫. ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-আহমেদাবাদ (IIM-A) এর পরিচালক হিসাবে নিযুক্ত হলেন কে?
(A) ভারত ভাস্কর
(B) বিকাশ পুরোহিত
(C) সিবি জর্জ
(D) সিদ্ধার্থ শর্মা
- তিনি ১লা মার্চ ২০২৩ থেকে কার্যকর ৫ বছরের জন্য নিযুক্ত হয়েছেন।
- তিনি বর্তমানে IIM-লখনউ-এর অধ্যাপক।
- IIM-A-এর বর্তমান ডিরেক্টর এরল ডিসুজার স্থলাভিষিক্ত হবেন তিনি।
৬. ইন্দোরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় এবং শেষ ম্যাচের সময় ৩৬০ ODI রান করে বাবর আজমের বিশ্ব রেকর্ডের সমান করলেন কে?
(A) শুভমন গিল
(B) রোহিত শর্মা
(C) হার্দিক পান্ডিয়া
(D) কেএল রাহুল
- তিনি ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় ওয়ানডেতে বাবর আজমের বিশ্ব রেকর্ডের সমান কৃতিত্ব অর্জন করেন।
- পাকিস্তান অধিনায়ক বাবর ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬০ রান করে বিশ্ব রেকর্ড তৈরি করেছিলেন।
৭. ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (DGP) পদে অধিষ্ঠিত হওয়া পাঞ্জাবের প্রথম মহিলা IPS অফিসার হলেন কারা?
(A) অপরাজিতা রাই ও রুবেদা সালাম
(B) সঞ্জুক্তা পরাশর ও মনদীপ কৌর
(C) গুরপ্রীত কৌর দেও এবং শশী প্রভা দ্বিবেদী
(D) মীরা চাদা বোরওয়াঙ্কর এবং সঞ্জুক্তা পরাশর
- তারা ৭ জন অতিরিক্ত DGP পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন যাদের DGP হিসাবে পদোন্নতি দেওয়া হয়েছে, এর ফলে রাজ্যে DGP পদে থাকা অফিসারের সংখ্যা ১৩ জনে পৌঁছেছে।
৮. কোন দিনটিতে জাতীয় ভোটার দিবস পালিত হয়?
(A) ২৫শে জানুয়ারী
(B) ২৬শে জানুয়ারী
(C) ২৭শে জানুয়ারী
(D) ২৮শে জানুয়ারী
- ভারতের নির্বাচন কমিশন ২৫শে জানুয়ারী ২০২৩ এ ১৩ তম জাতীয় ভোটার দিবস উদযাপন করেছে৷
- দিনটি ২৫ জানুয়ারী ১৯৫০ সালে ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠাকে নির্দেশ করে৷
- ২০১১ সালে প্রথম জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছিল।
To check our latest Posts - Click Here