Daily Current Affairs in BengaliCurrent Affairs

24th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

24th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৪শে জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 24th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 23rd December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ভারতে প্রতি বছর জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয়?

(A) ২১শে জানুয়ারী
(B) ২৪শে জানুয়ারী
(C) ২৩শে জানুয়ারী
(D) ২২শে জানুয়ারী

উত্তর
(B) ২৪শে জানুয়ারী

  • জাতীয় কন্যা শিশু দিবস প্রতি বছর ২৪শে জানুয়ারি ভারতে পালিত হয়।
  • এটি ২০০৮ সালে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক এবং ভারত সরকার দ্বারা শুরু হয়েছিল।
  • দিবসটির লক্ষ্য শিক্ষা, কর্মসংস্থান, পোশাক এবং বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা যে বৈষম্যের মুখোমুখি হয় সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
  • ২৪শে জানুয়ারী, ২০০৮ সালে প্রথম জাতীয় কন্যা শিশু উদযাপন করা হয়েছিল।

২. “India’s Knowledge Supremacy: The New Dawn” শিরোনামের বইটির লেখক কে?

(A) অরবিন্দ মন্ডলোই
(B) তমাল বন্দ্যোপাধ্যায়
(C) ডঃ অশ্বিন ফার্নান্দেস
(D) ডাঃ শ্রীরাম চাউলিয়া

উত্তর
(C) ডঃ অশ্বিন ফার্নান্দেস

  • ডক্টর অশ্বিন ফার্নান্দেজের লেখা “India’s Knowledge Supremacy: The New Dawn” শিরোনামের একটি বই ২০২৩ সালের জানুয়ারিতে প্রকাশিত হয়েছে।
  • এটি লঞ্চ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
  • ডক্টর অশ্বিন ফার্নান্দেস, যিনি মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায় QS র‌্যাঙ্কিংয়ের প্রধান।

৩. ইয়ুথ-20 গ্রুপের প্রথম সভা ৬-৮ই ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে কোন শহরে অনুষ্ঠিত হবে?

(A) শিলং
(B) কলকাতা
(C) গ্যাংটক
(D) গুয়াহাটি

উত্তর
(D) গুয়াহাটি

  • G20 শীর্ষ সম্মেলনের মধ্যে প্রথম ইয়ুথ 20 (Y20) শীর্ষ সম্মেলন আয়োজন করছে ভারত।
  • আসামে ৩ দিনের ইভেন্টে সারা বিশ্ব থেকে ২৫০ টিরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন।
  • Youth20 হল G20 এর অধীনে আটটি অফিসিয়াল এনগেজমেন্ট গ্রুপের মধ্যে একটি।

৪. কোন রাজ্যের লুংলেই ফায়ার স্টেশন দুর্যোগ ব্যবস্থাপনায় কাজের জন্য ‘সুভাষ চন্দ্র বোস দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কার ২০২৩’ পেয়েছে?

(A) মিজোরাম
(B) মেঘালয়
(C) ত্রিপুরা
(D) আসাম

উত্তর
(A) মিজোরাম

  • কেন্দ্র ‘Odisha State Disaster Management Authority’ (OSDMA) এবং মিজোরামের লুংলেই ফায়ার স্টেশনকে বিপর্যয় ব্যবস্থাপনায় তাদের কাজের জন্য সুভাষ চন্দ্র বোস দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কার ২০২৩-এর জন্য নির্বাচিত করেছে।
  • লুংলেই ফায়ার স্টেশন ২৪শে এপ্রিল, ২০২১-এ একটি বিশাল দাবানলে দক্ষতার সাথে কাজ করেছে।

৫. কোন দেশ তার ইয়ানোমামি অঞ্চলে একটি মেডিকেল জরুরি অবস্থা ঘোষণা করেছিল?

(A) অস্ট্রেলিয়া
(B) ব্রাজিল
(C) পর্তুগাল
(D) মেক্সিকো

উত্তর
(B) ব্রাজিল

  • ব্রাজিল ইয়ানোমামি অঞ্চলে মেডিকেল জরুরি অবস্থা ঘোষণা করেছে।
  • বেআইনি সোনার খনির কারণে অপুষ্টি এবং অন্যান্য রোগে শিশুদের মারা যাওয়ার রিপোর্টের পর এই মেডিকেল জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
  • ঘোষণার উদ্দেশ্য হল ইয়ানোমামি জনগণের জন্য স্বাস্থ্য পরিষেবা পুনরুদ্ধার করা।
  • ইয়ানোমামি অঞ্চলটি ভেনেজুয়েলার সীমান্তবর্তী ব্রাজিলের বৃহত্তম আদিবাসী সংরক্ষিত এলাকা।

৬. সম্প্রতি কে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন?

(A) লতা মঙ্গেশকর
(B) ছান্নুলাল মিশ্র
(C) পণ্ডিত জসরাজ
(D) প্রভা আত্রে

উত্তর
(D) প্রভা আত্রে

  • হিন্দুস্তানি কণ্ঠশিল্পী ডঃ প্রভা আত্রে পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
  • তিনি কিরানা ঘরানার একজন ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী।
  • তিনি ভারত সরকার কর্তৃক তিনটি পদ্ম পুরস্কারে ভূষিত হয়েছেন।
  • তিনি ১৯৯১ সালে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারও জিতেছিলেন।

৭. ‘চৰাইদেউ মৈদাম’ UNESCO এর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদার জন্য মনোনীত হয়েছে। সাইটটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

(A) আসাম
(B) নাগাল্যান্ড
(C) পশ্চিমবঙ্গ
(D) মেঘালয়

উত্তর
(A) আসাম

  • আসামের চরাইদেও জেলায় আহোম রাজবংশের মৈদাম স্থানটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদার জন্য মনোনীত হয়েছে।

৮. বাংলাদেশে অনুষ্ঠিত ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (DIFF) এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে কোন চলচ্চিত্রটি সেরা চিত্রনাট্য লেখার (scriptwriting) পুরস্কার পেয়েছে?

(A) চবিত্তু
(B) থুরমুখম
(C) অপরাজিত
(D) প্রপেদা

উত্তর
(C) অপরাজিত

  • অনীক দত্ত পরিচালিত ছবি অপরাজিত সেরা scriptwriting পুরস্কার পেয়েছে।
  • কেতকী নারায়ণ সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন।
  • সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন জাপানের ইক্কেই ওয়াতানাবে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button