Daily Current Affairs in BengaliCurrent Affairs

15th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

15th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৫ই জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 15th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 14th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ২৩তম National Sqay Championship কে স্বর্ণপদক জিতলেন কে?

(A) আনহাত সিং
(B) ফালাক মমতাজ
(C) চাহাত অরোরা
(D) স্বস্তি সিং

উত্তর
(B) ফালাক মমতাজ

  • জম্মু ও কাশ্মীরের ১১ বছর বয়সী মেয়ে ফালাক মুমতাজ সম্প্রতি ২৩তম National Sqay Championship এ স্বর্ণপদক জিতেছে।
  • জম্মুর ইনডোর স্টেডিয়াম ভগবতী নগরে SQAY Federation of India এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছিল।
  • জম্মু ও কাশ্মীর সামগ্রিক পদক তালিকায় ১ম স্থান অধিকার করেছে, অন্ধ্র প্রদেশ ২য় স্থান অধিকার করেছে এবং ওড়িশা ৩য় স্থানে রয়েছে।

২. কোন ইনস্টিটিউটের গবেষকরা সম্প্রতি কার্যকরভাবে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকির পূর্বাভাস দিতে সক্ষম একটি AI টুল “Sybil” এর সফল পরীক্ষা করেছেন?

(A) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
(B) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
(C) লন্ডনের ইম্পেরিয়াল কলেজে
(D) মাস্যাচুসেট্স ইন্সটিটিউট অফ টেকনোলজি

উত্তর
(D) মাস্যাচুসেট্স ইন্সটিটিউট অফ টেকনোলজি

  • এই AI টুলটি আগামী ৬ বছরের মধ্যে একজন রোগীর ফুসফুসের ক্যান্সার হওয়ার ঝুঁকির পূর্বাভাস দিতে পারে।
  • গবেষণাটি Clinical Oncology জার্নালে প্রকাশিত হয়েছে।
  • সিবিলের শুধুমাত্র একটি LDCT (লো-ডোজ চেস্ট কম্পিউটেড টমোগ্রাফি) প্রয়োজন, কোনোরকম ক্লিনিকাল ডেটার প্রয়োজন নেই।

৩. লিসা মেরি প্রিসলি সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

(A) সঙ্গীত
(B) ওষুধ
(C) রাজনীতি
(D) আইন

উত্তর
(A) সঙ্গীত

  • বিখ্যাত সঙ্গীতশিল্পী লিসা মেরি প্রিসলি ১২ই জানুয়ারী ২০২৩-এ প্রয়াত হলেন।
  • ২০০৩ সালের প্রথম অ্যালবাম “To Whom It May Concern” দিয়ে তার সঙ্গীত জীবন শুরু হয়েছিল।

৪. নিচের কোন সংস্থাটিকে সম্প্রতি মর্যাদাপূর্ণ গোল্ডেন পিকক পুরস্কার ২০২২-এ পুরস্কৃত করা হয়েছে?

(A) টাটা স্টিল লিমিটেড
(B) JSW স্টিল
(C) ভিসা ইস্পাত
(D) জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার

উত্তর
(D) জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার

  • JSP কে ইস্পাত সেক্টরে Corporate Social Responsibility কার্যক্রমে তার শ্রেষ্ঠত্বের জন্য মর্যাদাপূর্ণ গোল্ডেন পিকক পুরস্কার ২০২২-এ পুরস্কৃত করা হয়েছে।
  • ১১ই জানুয়ারী ২০২৩ এ জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৫ তম সংস্করণে অপর্ণা সেনকে আজীবন কৃতিত্ব পুরস্কারে সম্মানিত করা হয়েছিল।
  • লেখক অম্বিকাসুথান মানগদ প্রণবায়ু শিরোনামের ছোট গল্পের সংকলনের জন্য ওদাকুঝাল পুরস্কার ২০২২-এর জন্য নির্বাচিত হয়েছেন।

৫. IT কোম্পানি Cognizant-এর নতুন CEO হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) রবি কুমার
(B) অলিভার জিপসি
(C) শান্তনু নারায়ণ
(D) জেন ফ্রেজার

উত্তর
(A) রবি কুমার

  • ইনফোসিসের প্রাক্তন সভাপতি রবি কুমার সম্প্রতি Cognizant-এর CEO নিযুক্ত হয়েছেন।
  • তিনি ব্রায়ান হামফ্রিজের স্থলাভিষিক্ত হলেন ৷

৬. শান্তি কুমারীকে কোন রাজ্যের নতুন মুখ্যসচিব নিযুক্ত করা হয়েছে?

(A) আসাম
(B) হিমাচল প্রদেশ
(C) তামিলনাড়ু
(D) তেলেঙ্গানা

উত্তর
(D) তেলেঙ্গানা

  • তিনি সোমেশ কুমারের স্থলাভিষিক্ত হলেন।

তেলেঙ্গানা :

  • রাজ্যপাল: তামিলিসাই সুন্দররাজন
  • রাজধানী: হায়দ্রাবাদ
  • মুখ্যমন্ত্রী: কে. চন্দ্রশেখর রাও

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button