Daily Current Affairs in BengaliCurrent Affairs

8th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

8th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৮ই জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 7th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন রাজ্যের বিভিন্ন অংশে সম্প্রতি জাত-ভিত্তিক সমীক্ষা শুরু করা হয়েছে?

(A) গুজরাট
(B) বিহার
(C) ওড়িশা
(D) হরিয়ানা

উত্তর
(B) বিহার

  • বিহার সরকার রাজ্যের বিভিন্ন অংশে জাত-ভিত্তিক সমীক্ষা শুরু করেছে।
  • প্রতিটি পরিবারের অর্থনৈতিক অবস্থা সহ শুধুমাত্র জাতির সমীক্ষা করা হচ্ছে, উপজাতি নয়।
  • জরিপে প্রতিটি পরিবারের অর্থনৈতিক অবস্থা যথাযথভাবে উল্লেখ করা হবে।

২. কোন দেশ ‘ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট’ নামের একটি বিশেষ ভার্চুয়াল সামিটের আয়োজন করবে?

(A) রাশিয়া
(B) ভারত
(C) ইন্দোনেশিয়া
(D) জাপান

উত্তর
(B) ভারত

  • ভারত ১২-১৩ই জানুয়ারী ২০২৩-এ ‘ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট’ নামে একটি বিশেষ ভার্চুয়াল সামিটের আয়োজন করবে।
  • এই উদ্যোগটি প্রধানমন্ত্রী মোদির সবকা সাথ, সবকা বিকাশ এবং বসুধৈব কুটুম্বকম দর্শন দ্বারা অনুপ্রাণিত।
  • প্রায় ১২০টি দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করবে।

৩. নিচের কোনটি ভারতীয় সেনাবাহিনীর জন্য উঁচু অঞ্চলের উপযুক্ত কম ধোঁয়াযুক্ত কেরোসিন তেল লঞ্চ করেছে?

(A) Coal India
(B) Hindustan Petroleum
(C) ONGC
(D) Bharat Petroleum

উত্তর
(D) Bharat Petroleum

  • ভারত পেট্রোলিয়াম ভারতীয় সেনাবাহিনীর জন্য কম ধোঁয়া কেরোসিন তেল লঞ্চ করেছে।
  • সেনাবাহিনীতে নতুন LSLA-গ্রেডের SKO সরবরাহের জন্য BPCL প্রথম তেল বিপণন কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
  • সাধারণ কেরোসিন যথেষ্ট ধোঁয়া নির্গমন করে, যা উচ্চতর উচ্চতায় ব্যবহার করা কর্মীদের স্বাস্থ্যের জন্য বিপদজনক, কারণ সেখানে অক্সিজেনের মাত্রা খুবই কম।

৪. সম্প্রতি প্রয়াত সুনীল বাবু কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন?

(A) বিজ্ঞান
(B) চলচ্চিত্র শিল্প
(C) সামাজিক কাজ
(D) রাজনীতি

উত্তর
(B) চলচ্চিত্র শিল্প

  • সুনীল বাবু একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ছিলেন।
  • তিনি ৪ঠা জানুয়ারী, ২০২৩-এ কেরালার এর্নাকুলামে প্রয়াত হয়েছেন।
  • তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন।
  • তিনি মালয়ালম শিল্প পরিচালক এবং পাশাপাশি তামিল, তেলেগু এবং হিন্দি সিনেমাতেও কাজ করেছেন।

৫. জাপানকে ছাড়িয়ে বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম অটো মার্কেটে পরিণত হয়েছে কোন দেশ?

(A) ভারত
(B) রাশিয়া
(C) ভিয়েতনাম
(D) চীন

উত্তর
(A) ভারত

  • ভারত অটোমোবাইল বিক্রির ক্ষেত্রে জাপানকে ছাড়িয়ে প্রথমবারের মতো বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম অটো মার্কেট হয়ে উঠেছে৷
  • ভারতের নতুন গাড়ির মোট বিক্রি ২০২২ এ প্রায় ৪.২৫ মিলিয়ন ইউনিটে দাঁড়িয়েছে।
  •  এক্ষেত্রে বিশ্বে প্রথম স্থানে রয়েছে চীন এবং দ্বিতীয় স্থানে আমেরিকা।

৬. সম্প্রতি প্রকাশিত ‘Revolutionaries’ বইটির লেখক কে?

(A) শশী থারুর
(B) রাহুল গান্ধী
(C) এন চন্দ্রশেখর
(D) সঞ্জীব সান্যাল

উত্তর
(D) সঞ্জীব সান্যাল

  • এই বইতে স্বাধীনতার সময়ে বিপ্লবীদের বলিদান সম্পর্কে লেখা রয়েছে।
  • এই বইটির মূল বক্তব্য আমাদের বিপ্লবীরা এখনও তাদের বলিদানের প্রাপ্য পায়নি।

৭. সাম্প্রতিক তথ্যানুসারে ভারতে মহিলাদের কর্মসংস্থানের হার সবচেয়ে বেশি কোন শহরে?

(A) কলকাতা
(B) দিল্লী
(C) চেন্নাই
(D) মুম্বাই

উত্তর
(C) চেন্নাই

  • Avtar নামক কোম্পানির একটি একটি সমীক্ষা অনুসারে, চেন্নাই মহিলাদের কর্মসংস্থানের ক্ষেত্রে ভারতের শীর্ষ শহর হয়ে উঠেছে।
  • পুনে, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং মুম্বাই হলো মহিলাদের কর্মসংস্থানের জন্য পরবর্তী সেরা শহরগুলি।

৮. সম্প্রতি প্রয়াত প্রখ্যাত ফুটবলার জিয়ানলুকা ভিয়ালি কোন দেশের খেলোয়াড় ছিলেন?

(A) ইতালি
(B) জার্মানি
(C) আর্জেন্টিনা
(D) ফ্রান্স

উত্তর
(A) ইতালি

  • প্রাক্তন ইতালি এবং চেলসির ফুটবল ক্লাবের স্ট্রাইকার জিয়ানলুকা ভিয়ালি ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের পরে ৫৮ বছর বয়সে প্রয়াত হলেন।
  • তিনি ১৯৮০ সালে তার জন্মস্থান ইতালিতে ক্রেমোনিসে তার ক্লাব ক্যারিয়ার শুরু করেছিলেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button