6th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
6th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৬ই জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 6th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 5th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. জেসন মু কোন ব্যাংকের নতুন CEO হিসেবে নিযুক্ত হলেন?
(A) United Overseas Bank
(B) Maybank
(C) Bank of Singapore
(D) RHB Bank
- Bank of Singapore (BoS) তার নতুন CEO হিসেবে Jason Moo-কে নিয়োগ করেছে।
- তিনি বাহরেন শারির স্থলাভিষিক্ত হবেন।
- ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত, জেসন মু ‘গোল্ডম্যান শ্যাক্স’ (সিঙ্গাপুর) এর CEO ছিলেন।
ব্যাংক অফ সিঙ্গাপুর:
- প্রতিষ্ঠা: ২০১০
- CFO : সু উন
২. ‘প্রণবায়ু’ শিরোনামের ছোট গল্পের সংকলনের জন্য কাকে ‘Odakuzhal Award 2022’-এর জন্য নির্বাচিত করা হয়েছে?
(A) অম্বিকাসুথান মঙ্গদ
(B) ভেঙ্কি রামকৃষ্ণন
(C) সেথ্রিচেম সঙ্গম
(D) প্রভু চন্দ্র মিশ্র
- লেখক অম্বিকাসুথান মানগদ প্রণবায়ু শিরোনামের ছোট গল্পের সংকলনের জন্য ‘ওদাকুঝাল পুরস্কার ২০২২’-এর জন্য নির্বাচিত হয়েছেন।
- মালয়ালম ভাষায় সেরা ছোটগল্পের সংকলনের জন্য এই পুরস্কার দেওয়া হয়।
- মহাকবি জি শঙ্করা কুরুপের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হবে।
৩. প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব যুদ্ধ অনাথ দিবস পালিত হয়?
(A) ৪ঠা জানুয়ারী
(B) ৭ই জানুয়ারী
(C) ৬ই জানুয়ারি
(D) ৫ই জানুয়ারি
- যুদ্ধের অনাথদের দুর্দশার বিষয়ে সচেতনতা তৈরি করতে এবং তাদের মুখোমুখি হওয়া মর্মান্তিক পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতি বছর ৬ই জানুয়ারি World Day of War Orphans পালিত হয়।
- বিশ্বব্যাপী আনুমানিক ১৫৩ মিলিয়ন অনাথ রয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই যুদ্ধের কারণে অনাথ।
- এটি ফরাসি সংস্থা SOS Enfants en Detresses দ্বারা শুরু হয়েছিল, যার লক্ষ্য ছিল সংঘাতে ক্ষতিগ্রস্ত শিশুদের সাহায্য করা।
৪. ভারতের ২৬তম ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল কোন রাজ্যে অনুষ্ঠিত হবে?
(A) গুজরাট
(B) কর্ণাটক
(C) ওড়িশা
(D) পাঞ্জাব
- ভারতের ২৬তম জাতীয় যুব উৎসব কর্ণাটকের হুবলি-ধারওয়াড়ে অনুষ্ঠিত হবে।
- এটি ১২ থেকে ১৬ই জানুয়ারী ২০২৩ পর্যন্ত উদযাপিত হবে।
- যুব উৎসব স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষ্যে পালিত হয়।
৫. “Virovore” কি?
(A) ভাইরাস যা ব্যাকটেরিয়া খায়
(B) জীব যা প্লাস্টিক খায়
(C) ভাইরাস যা অন্য ভাইরাস খায়
(D) এমন জীব যা ভাইরাস খায়
- সম্প্রতি “ভিরোভোর” – নামক এক জীব প্রজাতি পাওয়া গেছে যা ভাইরাস খায়।
- জন ডিলং এবং তার দল এই খোঁজ করেছেন।
- এটি হ্যাল্টেরিয়ার একটি প্রজাতি – এরা একপ্রকার আণুবীক্ষণিক সিলিয়েট এবং মিঠা জলে বাস করে।
- এটি বিপুল সংখ্যক সংক্রামক ক্লোরোভাইরাস খেতে পারে।
৬. নিচের কোনটি ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি হতে চলেছে?
(A) জার্মানি
(B) ইন্দোনেশিয়া
(C) স্পেন
(D) রাশিয়া `
- ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি হতে চলেছে স্পেন।
- মেলাটি ৩১শে জানুয়ারী থেকে ১২ই ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত কলকাতার কাছে সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে, যার নতুন নামকরণ করা হয়েছে বোইমেলা প্রাঙ্গন।
৭. ওয়াল্টার কানিংহাম সম্প্রতি প্রয়াত হলেন। তিনি নিচের কোন সংস্থার সাথে যুক্ত ছিলেন?
(A) UNESCO
(B) CDC
(C) WHO
(D) NASA
- NASA-এর অ্যাপোলো প্রোগ্রামে প্রথম সফল ক্রুড স্পেস মিশনের শেষ বেঁচে থাকা মহাকাশচারী ওয়াল্টার কানিংহাম, ৯০ বছর বয়সে ৩রা জানুয়ারী ২০২৩-এ প্রয়াত হয়েছেন।
- Apollo 7 ছিল অ্যাপোলো মহাকাশযানের প্রথম ক্রু ফ্লাইট।
- এটি ১৯৬৮ সালে NASA দ্বারা লঞ্চ করা হয়েছিল।
- এটি মহাকাশচারী ওয়াল্টার শিরা, জুনিয়র ডন আইজেল এবং ওয়াল্টার কানিংহামকে বহন করেছিল।
৮. কোন রাজ্যে ভারতের বৃহত্তম হকি স্টেডিয়ামগুলির মধ্যে অন্যতম ‘বিরসা-মুন্ডা হকি স্টেডিয়াম’-এর উদ্বোধন করা হয়েছে?
(A) অসম
(B) পশ্চিমবঙ্গ
(C) তামিলনাড়ু
(D) ওডিশা
- ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৩-এর উদ্দেশ্যে রাউরকেলায় ভারতের বৃহত্তম হকি স্টেডিয়ামগুলির মধ্যে অন্যতম এই স্টেডিয়ামের উদ্বোধন করেছেন।
- আনুমানিক ২৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত, সুন্দরগড় জেলায় অবস্থিত স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে বিরসা মুন্ডার নামে।
- এটি ৫০ একর জমিতে ১৫ মাসের রেকর্ড সময়ের মধ্যে ২০,০০০ বসার ক্যাপাসিটি সহ নির্মিত হয়েছে।
To check our latest Posts - Click Here