Daily Current Affairs in BengaliCurrent Affairs

4th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

4th January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৪ঠা জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 4th January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 3rd December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. এশিয়ায় প্রথম হাইড্রোজেন চালিত শহুরে ট্রেন চালু করলো কোন দেশ?

(A) সিঙ্গাপুর
(B) চীন
(C) ভারত
(D) মালয়েশিয়া

উত্তর
(B) চীন

  • হাইড্রোজেন চালিত শহুরে ট্রেন চালু করার জন্য এশিয়ার প্রথম এবং বিশ্বের দ্বিতীয় দেশ হয়ে উঠেছে চীন।
  • জার্মানি ২০২২ সালের সেপ্টেম্বরে হাইড্রোজেন চালিত ট্রেন চালু করা বিশ্বের প্রথম দেশ।
  • চাইনিজ ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিমি প্রতি ঘন্টা।

২. কে চার বছরের মেয়াদের জন্য এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়ন (APPU) এর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব নেবেন?

(A) অজয় কুমার শ্রীবাস্তব
(B) ডক্টর বিনয় প্রকাশ সিং
(C) দীনেশ কুমার শুক্লা
(D) সুজয় লাল থাওসেন

উত্তর
(B) ডক্টর বিনয় প্রকাশ সিং

  • ভারত জানুয়ারিতে এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়ন (APPU)-এর নেতৃত্ব গ্রহণ করবে।
  • ডক্টর বিনয় প্রকাশ সিং চার বছরের মেয়াদের জন্য ইউনিয়নের মহাসচিবের দায়িত্ব গ্রহণ করবেন।

৩. বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে কর্মক্ষমভাবে মোতায়েন করা প্রথম মহিলা অফিসার হলেন কে?

(A) শিবা চৌহান
(B) প্রিয়া ঝিংগান
(C) মিতালী মধুমিতা
(D) পুনিতা অরোরা

উত্তর
(A) শিবা চৌহান

  • ক্যাপ্টেন শিবা চৌহান বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে কর্মক্ষমভাবে মোতায়েন করা প্রথম মহিলা অফিসার হয়েছেন।
  • ক্যাপ্টেন শিবার নেতৃত্বে স্যাপারদের দলটি ৩ মাসের জন্য পোস্টে মোতায়েন করা হবে।

৪. নিম্নোক্তগুলির মধ্যে কোনটি জাতীয় দলে নির্বাচিত হওয়ার জন্য খেলোয়াড়দের জন্য Yo-Yo টেস্ট বাধ্যতামূলক করেছে?

(A) AAI
(B) BCCI
(C) AFI
(D) IHAI

উত্তর
(B) BCCI

  • BCCI খেলোয়াড়দের জাতীয় দলের জন্য নির্বাচন করার জন্য ইয়ো-ইয়ো পরীক্ষা বাধ্যতামূলক করেছে।
  • বাছাই হওয়ার আগে খেলোয়াড়দের অবশ্যই একটি ‘DEXA’ নিতে হবে।
  • ইয়ো-ইয়ো পরীক্ষা হল একটি aerobic endurance ফিটনেস টেস্ট।
  • DEXA হল একটি হাড়ের ঘনত্ব পরীক্ষা।

৫. ভারতের নির্বাচন কমিশন (ECI) কোন রাজ্যে ‘মিশন 929’ শুরু করেছে?

(A) আসাম
(B) তামিলনাড়ু
(C) ত্রিপুরা
(D) পশ্চিমবঙ্গ

উত্তর
(C) ত্রিপুরা

  • ভারতের নির্বাচন কমিশন (ECI) ত্রিপুরায় ‘মিশন 929’ শুরু করেছে।
  • মিশনটি ত্রিপুরা জুড়ে ৯২৯টি ভোটকেন্দ্রে পরবর্তী বিধানসভা নির্বাচনে ভোটারদের ভোটের সংখ্যা ৯২%-এ উন্নীত করার লক্ষে লঞ্চ করা হয়েছে।
  • ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে এই বুথগুলিতে ৮৯% এর কম ভোটার উপস্থিতি রেকর্ড করা হয়েছে।

৬. ভারতের নির্বাচন কমিশন বিহারের স্টেট আইকন হিসেবে কাকে নিযুক্ত করেছে?

(A) শত্রুঘ্ন সিনহা
(B) পবন সিং
(C) মৈথিলী ঠাকুর
(D) মনোজ বাজপেয়ী

উত্তর
(C) মৈথিলী ঠাকুর

  • নির্বাচন কমিশন লোকগায়িকা মৈথিলি ঠাকুরকে ২রা জানুয়ারী, ২০২৩-এ বিহারের স্টেট আইকন হিসাবে মনোনীত করেছে৷
  • মৈথিলি ঠাকুর ২০২১ সালে বিহারের লোকসংগীতে তাঁর অবদানের জন্য সঙ্গীত নাটক আকাদেমির ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে ভূষিত হয়েছিলেন৷

৭. সম্প্রতি কোন খেলোয়াড় ভারতের দ্রুততম বোলার হয়ে উঠেছেন?

(A) জসপ্রীত বুমরাহ
(B) নবদীপ সাইনি
(C) মহম্মদ শামি
(D) ওমরান মালিক

উত্তর
(C) ওমরান মালিক

  • ভারতের পেস ফেনোম ওমরান মালিক, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে স্পিড রাডারে ১৫৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করে দ্রুততম ভারতীয় বোলার হয়েছেন।
  • তিনি জাসপ্রিত বুমরাহর রেকর্ডকে ছাড়িয়ে গেছেন।
  • বুমরাহর রেকর্ড ছিল ১৫৩.৬ kmph।

৮. ‘মুখ্যমন্ত্রীর আবাসিক ভূমি অধিকার যোজনা’ শুরু হয়েছিল কোন রাজ্যে?

(A) মধ্য প্রদেশ
(B) পাঞ্জাব
(C) হরিয়ানা
(D) উত্তর প্রদেশ

উত্তর
(A) মধ্য প্রদেশ

  • ৪ঠা জানুয়ারী, ২০২৩-এ, মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রীর আবাসিক ভূমি অধিকার যোজনা চালু করা হয়েছে।
  • মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সীমিত সংখ্যক লোককে আবাসিক জমি বিনামূল্যে লিজ দিয়েছেন।
  • রাজ্য জুড়ে ১৪ লক্ষ আবেদন গৃহীত হয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button