Daily Current Affairs in BengaliCurrent Affairs

1st-2nd January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

1st-2nd January Current Affairs Quiz 2023 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১লা-২রা জানুয়ারী – ২০২৩ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 1st-2nd January Current Affairs Quiz 2023 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 30th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে কোন শহরে ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা চালু হতে পারে?

(A) লখনউ
(B) কলকাতা
(C) হায়দ্রাবাদ
(D) কোচি

উত্তর
(B) কলকাতা

  • ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রো চালু হবে কলকাতায়।
  • ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোর প্রকল্পটি ডিসেম্বর ২০২৩-এর মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
  • মেট্রো লাইনটি হুগলি নদীর নীচ দিয়ে সম্প্রসারিত হবে।
  • কলকাতা মেট্রো রেল কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে।

২. কেন্দ্র কোন রাজ্যে কলসা-বান্দুরি প্রকল্প অনুমোদন করেছে?

(A) ওড়িশা
(B) আসাম
(C) কেরালা
(D) কর্ণাটক

উত্তর
(D) কর্ণাটক

  • কর্ণাটকে কালাসা-বান্দুরি প্রকল্প অনুমোদন করেছে কেন্দ্র।
  • এটি একটি বাঁধ প্রকল্প যা মাধই অববাহিকা থেকে মালা-প্রভা নদীর অববাহিকায় জল সরানোর উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে।
  • এই প্রকল্পের লক্ষ্য হল খরা-বিধ্বস্ত উত্তর কর্ণাটকের ১৩টি শহরের জন্য পানীয় জলের সুবিধা দেওয়া৷
  • এই অঞ্চলগুলি একসাথে রাজস্থানের পরে দেশের দ্বিতীয় শুষ্ক অঞ্চলের মধ্যে পরে।

৩. বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) ডিরেক্টর জেনারেলের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে?

(A) সুজয় লাল থাওসেন
(B) সন্তোষ কুমার যাদব
(C) সঞ্জয় সিং
(D) বাস্কর বাবু রামচন্দ্রন

উত্তর
(A) সুজয় লাল থাওসেন

  • সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) মহাপরিচালক সুজয় লাল থাওসেন বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF) মহাপরিচালক
  •  হিসেবে অতিরিক্ত দায়িত্ব নিয়েছেন।
  • বর্তমান BSF DG পঙ্কজ কুমার সিং ৩১শে ডিসেম্বর ২০২২-এ অবসর নিয়েছেন।

৪. কোন রাজ্যে ‘Central Detective Training Institute (CDTI)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে?

(A) গুজরাট
(B) কর্ণাটক
(C) মধ্য প্রদেশ
(D) কেরালা

উত্তর
(B) কর্ণাটক

  • সেন্ট্রাল ডিটেকটিভ ট্রেনিং ইনস্টিটিউট (CDTI) এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ৩১শে ডিসেম্বর ২০২২-এ কর্ণাটকের দেবনাহল্লিতে।
  • এটি হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ব্যুরোর অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ৬ তম CDTI।
  • ১৯৫৮ সালে কলকাতায় প্রথম CDTI স্থাপিত হয়েছিল।

৫. নিচের কোনটি শ্রীনগরে শিক্ষার্থীদের সাথে ‘Jashn-e-Chillai-Kalan’ উদযাপন করেছে?

(A) BSF
(B) ITBP
(C) SSB
(D) CRPF

উত্তর
(D) CRPF

  • CRPF শ্রীনগরে ছাত্রদের সাথে ‘জশন-ই-চিল্লাই-কালান’ উদযাপন করেছে।
  • চিল্লাই-কালান বলতে কাশ্মীরের সবচেয়ে কঠোর শীতকালকে বোঝায় যা প্রতি বছর ২১শে ডিসেম্বর থেকে ২৯শে জানুয়ারী পর্যন্ত প্রায় ৪০ দিন চলে।
  • কাশ্মীর উপত্যকায় লোকেরা খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এই সময়টিকে উদযাপন করে।

৬. ৪ঠা জানুয়ারী ২০২৩ থেকে বোম্বে স্টক এক্সচেঞ্জের MD এবং CEO হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) অজিত কুমার সাক্সেনা
(B) সুন্দররমন রামমূর্তি
(C) প্রবীণ কুমার শ্রীবাস্তব
(D) জি কমলা বর্ধন রাও

উত্তর
(B) সুন্দররমন রামমূর্তি

  • বম্বে স্টক এক্সচেঞ্জ সুন্দররামন রামামূর্তিকে MD এবং CEO হিসেবে নিয়োগ করেছে৷
  • তাকে পাঁচ বছরের জন্য নিয়োগ করা হয়েছে।
  • ২০২২ সালের জুলাই থেকে তৎকালীন MD এবং CEO আশীষকুমার চৌহানের পদত্যাগের পর পদটি খালি ছিল।

৭. ভারত তার প্রথম বর্জ্য থেকে হাইড্রোজেন (waste-to-hydrogen) প্রকল্প কোথায় স্থাপন করবে?

(A) পুনে
(B) আগ্রা
(C) কলকাতা
(D) চেন্নাই

উত্তর
(A) পুনে

  • ভারত পুনেতে তার প্রথম বর্জ্য থেকে হাইড্রোজেন প্রকল্প স্থাপন করবে।
  • পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন (PMC) এবং The Green Billions (TGBL) বর্জ্য ব্যবহার করবে এবং ব্যবহারযোগ্য সবুজ হাইড্রোজেনে রূপান্তর করবে।
  • বর্জ্যের মধ্যে থাকবে বায়োডিগ্রেডেবল, নন-বায়োডিগ্রেডেবল এবং ঘরোয়া বিপজ্জনক বর্জ্য।

৮. ভারতের ইতিহাসে প্রথম World Blitz Chess Championships এ দুটি পদক জিতলেন কে?

(A) চাহাত অরোরা
(B) কোনেরু হাম্পি
(C) রমিতা জিন্দাল
(D) মনু ভাকের

উত্তর
(B) কোনেরু হাম্পি

  • কোনেরু হাম্পি ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে ওয়ার্ল্ড ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপে দুটি পদক জিতেছেন।
  • তিনি ১২.৫/১৭ স্কোর করে রৌপ্য পদক জিতেছেন।
  • তিনি মাত্র অর্ধেক পয়েন্টে সোনার পদক মিস করেছেন।
  • ২০০২ সালে, তিনি ১৫ বছর বয়সে গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জনকারী সর্বকনিষ্ঠ মহিলা হয়েছিলেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button