Daily Current Affairs in BengaliCurrent Affairs

24th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

24th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৪শে ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 24th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 23rd December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দেশ বৈদেশিক বাণিজ্যের জন্য ভারতীয় রুপি (INR) ব্যবহার করতে সম্মত হয়েছে?

(A) মায়ানমার
(B) ইন্দিনেশিয়া
(C) থাইল্যান্ড
(D) শ্রীলংকা

উত্তর
(D) শ্রীলংকা

  • শ্রীলঙ্কা বৈদেশিক বাণিজ্যের জন্য ভারতীয় রুপি (INR) ব্যবহার করতে সম্মত হয়েছে।
  • শ্রীলঙ্কা ছাড়াও, রাশিয়া, কিউবা, লুক্সেমবার্গ এবং সুদানেও আন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় রুপির ব্যবহার স্বীকৃত।

২. ভারতীয় উপমহাদেশের জন্য ২০২৪ প্যারিস অলিম্পিক এবং ২০২৪ যুব অলিম্পিকের সম্প্রচারের অধিকার পেলো নিচের কোনটি?

(A) Eros International
(B) Reliance Entertainment
(C) Viacom18
(D) SonyLIV

উত্তর
(C) Viacom18

  • Viacom18 নেটওয়ার্ক ভারতীয় উপমহাদেশের জন্য ২০২৪ প্যারিস অলিম্পিক এবং ২০২৪ যুব অলিম্পিকের সম্প্রচারের অধিকার পেয়েছে।
  • ভারতীয় উপমহাদেশের মধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।

৩. কোন দিনটিতে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়?

(A) ২৩শে ডিসেম্বর
(B) ১লা জানুয়ারী
(C) ২২শে ডিসেম্বর
(D) ২৪শে ডিসেম্বর

উত্তর
(D) ২৪শে ডিসেম্বর

  • প্রতি বছর ২৪শে ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার দিবস পালন করা হয়।
  • ১৯৮৬ সালের ভোক্তা সুরক্ষা আইন এই দিনে রাষ্ট্রপতির সম্মতি পেয়েছে।
  • ২০২২ সালের থিম হল “Fair Digital Finance”।
  • প্রতি বছর ১৫ই মার্চ ওয়ার্ল্ড কনসিউমার ডে পালন করা হয়।

৪. গ্রামীণ উন্নয়নে অসামান্য অবদানের জন্য কে প্রথম রোহিনী নায়ার পুরস্কারে ভূষিত হয়েছেন?

(A) শালিনী কুমারী
(B) ফাহমিদা আজিম
(C) সেথ্রিচেম সঙ্গম
(D) লিকিথ ওয়াইপি

উত্তর
(C) সেথ্রিচেম সঙ্গম

  • পূর্ব নাগাল্যান্ডের ১,২০০ জন প্রান্তিক কৃষকের আয় তিনগুণ বৃদ্ধিতে সাহায্যকারী সেথ্রিচেম সাংতাম, গ্রামীণ উন্নয়নে অসামান্য অবদানের জন্য প্রথম রোহিনী নায়ার পুরস্কারে ভূষিত হয়েছেন।
  • পুরস্কার হিসাবে নগদ ১০ লাখ টাকা, একটি সম্মাননাপত্র এবং একটি ট্রফি পেয়েছেন তিনি।

৫. কবে থেকে পূর্ব রেলওয়ের (পশ্চিমবঙ্গের) প্রথম ‘বন্দে ভারত’ এক্সপ্রেস চালু হবে?

(A) ১লা জানুয়ারী
(B) ২৬শে ডিসেম্বর
(C) ৩০শে ডিসেম্বর
(D) ৩১শে ডিসেম্বর

উত্তর
(C) ৩০শে ডিসেম্বর

  • ৩০শে ডিসেম্বর থেকে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে পশ্চিমবঙ্গের প্রথম ব্যান্ডে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হবে।
  • এতদিন এই রুটে চলা শতাব্দী এক্সপ্রেস ৮ ঘন্টায় হাওড়া থেকে জলপাইগুড়ি পৌছাতো, কিন্তু ব্যান্ডে ভারত এক্সপ্রেস আরো কম সময় নেবে বলে আসা করা হচ্ছে।

৬. কোন দেশ ইউক্রেনকে ‘প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম’ প্রদান করবে?

(A) আমেরিকা
(B) ইজরায়েল
(C) ভারত
(D) রাশিয়া

উত্তর
(A) আমেরিকা

  • মার্কিন তৈরি এই প্যাট্রিয়ট সিস্টেম ইউক্রেনকে ভারী রাশিয়ান ক্ষেপণাস্ত্র বোমা হামলা থেকে রক্ষা করবে।
  • ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির ওয়াশিংটন সফরের সময় উন্মোচিত ১.৮৫ বিলিয়ন ডলারের সহায়তার অংশ এই সিস্টেম।

৭. সম্প্রতি জাতিসংঘের Peacebuilding Commission- এর সদস্য হয়ে উঠলো দেশ?

(A) শ্রীলংকা
(B) বাংলাদেশ
(C) আফগানিস্তান
(D) নেপাল

উত্তর
(D) নেপাল

  • সদস্যপদটি ১লা জানুয়ারী ২০২৩ থেকে কার্যকর হবে৷
  • মিশর এই কমিশনে পুনর্নির্বাচিত হয়েছে।

৮. কোন রাজ্যে ভারতের প্রথম World Table Tennis সিরিজ আয়োজিত হবে?

(A) উড়িষ্যা
(B) মহারাষ্ট্র
(C) হরিয়ানা
(D) গোয়া

উত্তর
(D) গোয়া

  • গোয়া ২৭শে ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চ পর্যন্ত ভারতের প্রথম বিশ্ব টেবিল টেনিস (WTT) সিরিজ ইভেন্টের আয়োজন করবে।
  • Stupa Analytics এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে রয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button