Current Topics

সাহিত্য আকাদেমি পুরস্কার 2022 – বিজেতাদের তালিকা PDF Download

Sahitya Akademi Award 2022 Winners List

সাহিত্য আকাদেমি পুরস্কার 2022 – বিজেতাদের তালিকা

প্রতিবছর সেরা সাহিত্যের জন্য ভারত সরকার সাহিত্য আকাদেমি পুরস্কার প্রদান করে থাকে। ২০২২ সালে কেন্দ্র সরকার ২২শে ডিসেম্বর এই পুরস্কার বিজেতাদের তালিকা ঘোষণা করেছে।

এবছর মোট ২৩টি ভাষার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। বিজেতাদের চয়ন করা হয়েছে বিশিষ্ট জুরি সদস্যদের দ্বারা যেটির চেয়ারম্যান পদে আসীন ছিলেন সাহিত্য একাডেমির সভাপতি ড. চন্দ্রশেখর কাম্বা। বিজেতাদের প্রত্যেককে ১ লক্ষ টাকা, একটি শাল এবং একটি তাম্রফলক দেওয়া হবে।

বিজেতাদের তালিকা

এবারে কে কোন ভাষায় সাহিত্য আকাদেমি পুরস্কার জিতে নিলেন তার তালিকা নিচে দেওয়া রইলো।

নংভাষাসাহিত্যকর্ম ও ধরণলেখক
অসমীয়াভুল সত্য (ছোটগল্প)মনোজ কুমার গোস্বামী
বোড়োসংসারিনী মোদিরা (কবিতা)রশ্মি চৌধুরী
ডোগরিছে রূপক (নাটক)বীণা গুপ্তা
ইংরেজিঅল দ্য লাইভস উই নেভার লিভড (উপন্যাস)অনুরাধা রায়
গুজরাটিঘের যতন (আত্মজীবনীমূলক প্রবন্ধ)গুলাম মোহাম্মদ শেখ
হিন্দিতুমাদি কে শব্দ (কবিতা)বদ্রী নারায়ণ
কন্নড়বহুত্ববাদ ভারত মাত্তু বৌদ্ধ তাত্ত্বিকতে (প্রবন্ধের সংগ্রহ)মুদনাকুডু চিন্নাস্বামী
কাশ্মীরিজায়েল দাব (সাহিত্য সমালোচনা)ফারুক ফায়াজ
কোঙ্কনিঅমৃতভেল (উপন্যাস)মায়া অনিল খরঙ্গতে
১০মৈথিলীপেন-ড্রাইভ মে পৃথ্বী (কবিতা)অজিত আজাদ
১১মালয়ালমআশান্তে সিথায়ানাম (সাহিত্য সমালোচনা)এম. টমাস ম্যাথিউ
১২মণিপুরীলেইরোন্নুং (কবিতা)কৈজাম শান্তিবালা
১৩মারাঠিউজাব্য সোন্দেচ্যা বহুল্যা (উপন্যাস)প্রবীণ দশরথ বন্দেকর
১৪নেপালিসাইনো (নাটক)কে.বি. নেপালি
১৫ওড়িয়াদয়ানাদি (কবিতা)গায়ত্রীবালা পাণ্ডা
১৬পাঞ্জাবীমে অয়ংঘোষ নাহি (ছোটগল্প)সুখজিৎ
১৭রাজস্থানীআলেখুন আম্বা (নাটক)কমল রাঙ্গা
১৮সংস্কৃতদীপমাণিক্যম (কাব্য)জনার্দন প্রসাদ পান্ডে ‘মণি’
১৯সাঁওতালিসবর্ণকা বলিরে সনন’ পাঞ্জে (কবিতা)কাজলি সোরেন (জগন্নাথ সরেন)
২০সিন্ধিসিন্ধি সাহিত জো মুখতাসার ইতিহাস (সাহিত্যের ইতিহাস)কানহাইয়ালাল লেখওয়ানি
২১তামিলকালা পানি (উপন্যাস)এম রাজেন্দ্রন
২২তেলেগুমনোধর্মপরগাম (উপন্যাস)মধুরান্থকম নরেন্দ্র
২৩উর্দুখোয়াব সরব (উপন্যাস)আনিস আশফাক
সাহিত্য একাডেমি পুরস্কার বিজেতাদের তালিকা ২০২২

এবারে বাংলা ভাষার জন্য এখনো সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করা হয়। পরে বাংলা ভাষায় এই পুরস্কার বিজেতার নামের তালিকা ঘোষণা করা হবে।

সাহিত্য একাডেমি পুরস্কার সম্পর্কিত কিছু তথ্য

  • সাহিত্য একাডেমি পুরস্কার ভারতের একটি সাহিত্য সম্মাননা।
  • ভারতে জাতীয় সারস্বত প্রতিষ্ঠান সাহিত্য অকাদেমী কর্তৃক ১৯৫৪ সাল থেকে ভারতের রাষ্ট্রভাষাগুলিতে রচিত অসামান্য সাহিত্যকীর্তিগুলির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদত্ত হয়ে আসছে।
  • সাহিত্য আকাদেমি ভারতীয় সংবিধানে উল্লেখিত ২২টি ভাষা ছাড়াও ইংরেজি এবং রাজস্থানীকে স্বীকৃতি দিয়েছে।
  • বর্তমানে এই পুরস্কার মূল্য ১ লক্ষ্য টাকা।

প্রশ্ন ও উত্তর

২০২২ সালে তামিল ভাষায় সাহিত্য আকাদেমি পুরস্কার কে জিতে নিয়েছেন ?

এম রাজেন্দ্রন

কোন উপন্যাসের জন্য এম রাজেন্দ্রন ২০২২ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন ?

কালা পানি

বীণা গুপ্তা কোন ভাষার জন্য এবারে সাহিত্য আকাদেমি পুরস্কার জিতেছেন ?

ছে রূপক (নাটক)

কোন সাল থেকে সাহিত্য আকাদেমি পুরস্কার প্রদান করা হয়ে আসছে ?

১৯৫৪ সাল থেকে

২০২২ সালে বাংলা ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন কে?

এখনো বাংলা ভাষায় ঘোষণা করা হয়নি।

এরকম আরও কিছু পোস্ট :

এই নোটটির পিডিএফ ডাউনলোড লিংক নিচে ডাউনলোড সেক্শনে দেওয়া রইলো।


Download Section

  • File Name: সাহিত্য আকাদেমি পুরস্কার 2022 – বিজেতাদের তালিকা PDF Download – বাংলা কুইজ
  • File Size: 2.2 MB
  • No. of Pages: 03
  • Format: PDF
  • Language: Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button