Daily Current Affairs in BengaliCurrent Affairs

16th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

16th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৬ই ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 16th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 15th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘের নারী অধিকার গোষ্ঠী থেকে সম্প্রতি কোন দেশকে সরিয়ে দিয়েছে?

(A) ওমান
(B) ইরান
(C) উত্তর কোরিয়া
(D) কাতার

উত্তর
(B) ইরান

  • জাতিসংঘের সদস্য দেশগুলো ১৫ই ডিসেম্বর ২০২২ এ জাতিসংঘের নারী অধিকার গোষ্ঠী থেকে ইরানকে সরিয়ে দিয়েছে।
  • প্রেসিডেন্ট : ইব্রাহিম রাইসি প্রবণতা
  • রাজধানী: তেহরান
  • সর্বোচ্চ নেতা: আলী খামেনি

২. জাতিসংঘ নিচের কোনটিকে প্রাকৃতিকে পুনরুজ্জীবিত করার জন্য শীর্ষ ১০টি World Restoration Flagships-এ স্থান দেওয়া হয়েছে?

(A) প্রজেক্ট টাইগার
(B) প্রজেক্ট এলিফ্যান্ট
(C) নমামি গঙ্গে
(D) চিপকো আন্দোলন

উত্তর
(C) নমামি গঙ্গে

  • NMCG প্রকল্প কানাডার মন্ট্রিলে জীববৈচিত্র্য সংক্রান্ত কনভেনশনের ১৫তম সম্মেলনে একটি অনুষ্ঠানে পুরস্কৃত হয়েছে।
  • নমামি গঙ্গে সারা বিশ্বের ৭০টি দেশ থেকে ১৫০টিরও বেশি এই ধরনের সম্মানের জন্য নির্বাচিত হয়েছে।

৩. কোন দিনটিতে প্রতিবছর বিজয় দিবস পালিত হয়?

(A) ১৪ই ডিসেম্বর
(B) ১৭ই ডিসেম্বর
(C) ১৬ই ডিসেম্বর
(D) ১৫ই ডিসেম্বর

উত্তর
(C) ১৬ই ডিসেম্বর

  • ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর বিজয়কে সম্মান জানাতে প্রতি বছর ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়।
  • ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর, ভারত ১৩ দিন যুদ্ধের পর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিল।
  • পাকিস্তানি বাহিনীর প্রধান জেনারেল এ কে নিয়াজি ৯৩,০০০ পাকিস্তানি সৈন্যসহ ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন।

৪. ভারতীয় সেনাবাহিনী কোন দেশের সাথে মেঘালয়ের উমরোইতে প্রশিক্ষণ অনুশীলন KAZIND পরিচালনা করছে?

(A) কুয়েত
(B) কেনিয়া
(C) কিরগিজস্তান
(D) কাজাখস্তান

উত্তর
(D) কাজাখস্তান

  • মেঘালয়ের উমরোইতে ভারত ও কাজাখস্তানের সেনাবাহিনী যৌথভাবে প্রশিক্ষণ মহড়া KAZIND পরিচালনা করছে।
  • এই যৌথ মহড়ার ৬তম সংস্করণ ১৫ থেকে ২৮শে ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হচ্ছে।

৫. অস্ট্রেলিয়ার মেলবোর্নে FINA ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপ ২০২২-এ মহিলাদের ১০০-মিটার ব্রেস্টস্ট্রোকে সম্প্রতি কে একটি জাতীয় রেকর্ড তৈরি করলেন?

(A) মনু ভাকের
(B) চাহাত অরোরা
(C) রমিতা জিন্দাল
(D) সিমরনপ্রীত কৌর ব্রার

উত্তর
(B) চাহাত অরোরা

  • ভারতীয় সাঁতারু চাহাত অরোরা ১৪ই ডিসেম্বর ২০২২-এ অস্ট্রেলিয়ার মেলবোর্নে FINA ওয়ার্ল্ড সুইমিং চ্যাম্পিয়নশিপ ২০২২-এ মহিলাদের ১০০-মিটার ব্রেস্টস্ট্রোকে একটি জাতীয় রেকর্ড তৈরি করেছেন।
  • চাহাত অরোরা ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক রেস মাত্র ১ মিনিট, ১৩.১৩ সেকেন্ডে সম্পন্ন করেছিলেন।

৬. সম্প্রতি National Horticulture Board এর পরিচালনা পর্ষদের ৩২ তম সভায় কে সভাপতিত্ব করেছেন?

(A) নরেন্দ্র সিং তোমর
(B) কৈলাশ চৌধুরী
(C) পীযূষ গয়াল
(D) জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

উত্তর
(A) নরেন্দ্র সিং তোমর

  • সভায় কৃষকদের জন্য হর্টিকালচার প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া সহজতর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • ন্যাশনাল হর্টিকালচার বোর্ড (NHB) ১৯৮৪ সালে ভারত সরকার কর্তৃক সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০ এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল।

৭. ভারত সম্প্রতি কত রেঞ্জের নিউক্লিয়ার ক্যাপাবেল AGNI-V ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে?

(A) ৫৫০০
(B) ২০০০
(C) ৩০০০
(D) ৪০০০

উত্তর
(A) ৫৫০০

  • ভারত ১৫ই ডিসেম্বর সফলভাবে নিউক্লিয়ার ক্যাপাবেল AGNI-V ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা করেছে যার রেঞ্জ ৫,০০০ কিলোমিটারেরও বেশি।
  • ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে।
  • বিদ্যমান ভেরিয়েন্ট অগ্নি IV ৪,০০০ কিলোমিটার রেঞ্জে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম যেখানে অগ্নি-III এর রেঞ্জ ৩,০০০-কিমি এবং অগ্নি II এর ২,০০০-কিমি।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button