Daily Current Affairs in BengaliCurrent Affairs

11-12th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

11-12th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১১-১২ই ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 11-12th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 7th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) কোন দেশের আর্থিক কর্তৃপক্ষের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) চীন
(B) শ্রীলঙ্কা
(C) মালদ্বীপ
(D) রাশিয়া

উত্তর
(C) মালদ্বীপ

  • রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সার্ক কারেন্সি সোয়াপ ফ্রেমওয়ার্কের অধীনে মালদ্বীপ মনিটারি অথরিটির (এমএমএ) সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
  • এই চুক্তিটি MMA কে RBI থেকে সর্বোচ্চ ২০০ মিলিয়ন ডলার পর্যন্ত তুলতে সক্ষম করবে।

২. সম্প্রতি থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত ৩৪তম King’s Cup Regatta 2022-এ কে স্বর্ণপদক জিতেছে?

(A) সুকান্ত কদম
(B) আনন্দী নন্দন চন্দভারকর
(C) চিরাগ শেঠি
(D) শিব থাপা

উত্তর
(B) আনন্দী নন্দন চন্দভারকর

  • ভারতীয় নাবিক আনন্দী নন্দন চন্দভারকর ১১ই ডিসেম্বর ২০২২-এ থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত ৩৪তম কিংস কাপ রেগাটা ২০২২-এ স্বর্ণ জিতেছেন।
  • তিনি ফ্রেঞ্চ ওপেন স্কিফ ন্যাশনাল ইভেন্টে অংশগ্রহণ করেন এবং অনূর্ধ্ব-১৫ বিভাগে পঞ্চম স্থান অধিকার করেন।
  • কিংস কাপ রেগাটা 1987 সালে শুরু হয়েছিল এবং এটি থাইল্যান্ডের ফুকেটে বার্ষিক এক সপ্তাহের ইভেন্ট।

৩. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি কাকে প্রেসিডেন্সিয়াল লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করেছেন?

(A) কৃষ্ণ ভবিলালা
(B) মিশেল পুনাওয়ালা
(C) ফাহমিদা আজিম
(D) লিকিথ ওয়াইপি

উত্তর
(A) কৃষ্ণ ভবিলালা

  • মার্কিন প্রেসিডেন্ট জে. বিডেন ইন্দো-আমেরিকান কৃষ্ণা ভাভিলালাকে ৯ই ডিসেম্বর ২০২২-এ প্রেসিডেন্সিয়াল লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করেছেন।
  • ভ্যাভিলালা আমেরিকান সোসাইটি অফ ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার্স, তেলেগু কালচারাল অ্যাসোসিয়েশন, হিউস্টন এবং তেলেগু সাহিত্য ও সাংস্কৃতিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও কাজ করেছেন।

৪. কোন দেশে সম্প্রতি জৈবিক বৈচিত্র্যের উপর জাতিসংঘের কনভেনশন যেটিকে কনফারেন্স অফ পার্টিস (COP – 15) নামেও ডাকা হয়, শুরু হয়েছে?

(A) কানাডা
(B) ব্রাজিল
(C) মেক্সিকো
(D) আমেরিকা

উত্তর
(A) কানাডা

  • ৭-১৯শে ডিসেম্বর ২০২২ পর্যন্ত কানাডার মন্ট্রিলে এই সম্মেলন চলবে।
  • সম্মেলনটি মূলত অক্টোবরে চীনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু চীনে কোভিড পরিস্থিতির কারণে তা কানাডায় স্থানান্তরিত করা হয়েছে।
  • এটি COP15 এর দ্বিতীয় অংশ, প্রথম অংশটি চীন দ্বারা আয়োজিত হয়েছিল।

৫. সম্প্রতি কে মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে বিজ্ঞান পাঠদানে শ্রেষ্ঠত্বের জন্য ‘প্রধানমন্ত্রী পুরস্কার’ পেয়েছেন?

(A) শ্লোক মুখোপাধ্যায়
(B) ফাহমিদা আজিম
(C) ভেঙ্কি রামকৃষ্ণন
(D) বীণা নায়ার

উত্তর
(D) বীণা নায়ার

  • অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত শিক্ষিকা বীনা নায়ার মাধ্যমিক স্তরের বিদ্যালয়ে বিজ্ঞান পাঠদানে শ্রেষ্ঠত্বের জন্য প্রধানমন্ত্রীর পুরস্কার পেয়েছেন।
  • তিনি ভিউব্যাঙ্ক কলেজের হেড অফ টেকনোলজি এবং স্টিম প্রজেক্ট লিডার এবং ছাত্রদের কাছে স্টিমের ব্যবহারিক প্রয়োগ প্রদর্শনের জন্য পুরস্কৃত হয়েছেন।

৬. সম্প্রতি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী কে হলেন?

(A) সুখবিন্দর সিং সুখু
(B) রাম দাস ধীমান
(C) মুকেশ অগ্নিহোত্রী
(D) রাজেন্দ্র আরলেকার

উত্তর
(A) সুখবিন্দর সিং সুখু

  • প্রাক্তন কংগ্রেস রাজ্য প্রধান সুখবিন্দর সিং সুখু ১১ই ডিসেম্বর ২০২২-এ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন।
  • তিনি হিমাচল প্রদেশের নাদৌন বিধানসভা কেন্দ্রের ৪ বারের বিধায়ক।
  • তিনি শিক্ষার দিক থেকে একজন আইনজীবী।

৭. গোয়ার মোপা আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হয়েছে কোন মন্ত্রীর নামে?

(A) অরুণ জেটল
(B) নীলেশ ক্যাবরাল
(C) প্রমোদ সাওয়ান্ত
(D) মনোহর পারিকর

উত্তর
(D) মনোহর পারিকর

  • গোয়ার মোপা আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের নামে।
  • গোয়া :
  • রাজধানী: পানাজি
  • মুখ্যমন্ত্রী: প্রমোদ সাওয়ান্ত

৮. নিম্নোক্ত কে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নতুন নিযুক্ত হয়েছেন?

(A) আব্দুল নাজির
(B) সঞ্জীব শর্মা
(C) কে এম জোসেফ
(D) দীপঙ্কর দত্ত

উত্তর
(D) দীপঙ্কর দত্ত

  • বিচারপতি দীপঙ্কর দত্ত ১২ই ডিসেম্বর, ২০২২-এ সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে শপথ নেন৷
  • বিচারপতি দত্তের নিয়োগের ফলে, সুপ্রিম কোর্টে স্বাভাবিক ৩৪ জনের পরিবর্তে ২৮ জন বিচারপতি থাকবেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button