Daily Current Affairs in BengaliCurrent Affairs

10th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

10th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১০ই ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 10th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 7th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কে ‘ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট’ (NABARD)-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন?

(A) মীনেশ সি শাহ
(B) প্রশান্ত কুমার
(C) কে ভি সাজি
(D) হংসরাজ গঙ্গারাম আহির

উত্তর
(C) কে ভি সাজি

  • কে ভি শাজি ৮ই ডিসেম্বর ২০২২-এ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD)-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন।
  • পূর্বে, তিনি ২১শে মে, ২০২০ পর্যন্ত NABARD এর ডেপুটি MD হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
  • ইন্দিরা গান্ধী ৫ই নভেম্বর ১৯৮২-সালে NABARD প্রতিষ্ঠা করেছিলেন।

২. ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের (NDDB) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) অরুণ কুমার সিং
(B) মীনেশ সি শাহ
(C) প্রসূন জোশী
(D) বিজেন্দ্র শর্মা

উত্তর
(B) মীনেশ সি শাহ

  • সরকার মীনেশ সি শাহকে ৯ই ডিসেম্বর ২০২২-এ ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের (NDDB) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ করেছে।
  • ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছি।
  • এটি ভারত সরকারের মৎস্য, পশুপালন এবং দুগ্ধজাত মন্ত্রকের মালিকানাধীন।
  • এর সদর দপ্তর গুজরাটে।
  • প্রতিষ্ঠাতা: ভার্গিস কুরিয়েন

৩. অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস নিচের কোনটিকে 2022 সালের জন্য বছরের সেরা শব্দ হিসেবে বেছে নিয়েছে?

(A) Vax
(B) Youthquake
(C) Goblin Mode
(D) Anxiety

উত্তর
(C) Goblin Mode

  • অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ২০২২ সালের জন্য বছরের সেরা শব্দ হিসাবে ‘Goblin Mode’ বেছে নিয়েছে।
  • এটি প্রথমবারের মতো সাধারণ জনগণ দ্বারা নির্বাচিত হয়েছে।
  • ‘Goblin Mode’ হল একটি “স্ল্যাং টার্ম” যার অর্থ হল ‘এক ধরনের অনাকাঙ্ক্ষিতভাবে স্বয়ংসম্পূর্ণ, বা লোভী আচরণ।’

৪. ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার ক্ষমতাপ্রাপ্ত টাস্ক ফোর্সের ১০ তম সভায় কে সভাপতিত্ব করেছেন?

(A) প্রহ্লাদ সিং প্যাটেল
(B) কৈলাশ চৌধুরী
(C) গজেন্দ্র সিং শেখাওয়াত
(D) শচীন পাইলট

উত্তর
(C) গজেন্দ্র সিং শেখাওয়াত

  • জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ৯ই ডিসেম্বর ২০২২-এ ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গার ক্ষমতাপ্রাপ্ত টাস্ক ফোর্সের ১০ তম সভায় সভাপতিত্ব করেছেন।
  • বৈঠকে ৭৫টি ‘সহকার গঙ্গা গ্রাম’ গড়ে তোলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৫. ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অফ নিউইয়র্কের প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?

(A) রাজীব লক্ষ্মণ করন্দিকার
(B) সুস্মিতা শুক্ল
(C) সঙ্গীতা সিং
(D) অরুণ কুমার সিং

উত্তর
(B) সুস্মিতা শুক্ল

  • ভারতীয় বংশোদ্ভূত সুস্মিতা শুক্লকে ৯ই ডিসেম্বর ২০২২ -এ ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অফ নিউইয়র্কের প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে।

৬. সম্প্রতি পেরু প্যারা-ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে কে স্বর্ণপদক জিতেছেন?

(A) সুকান্ত কদম
(B) সাগর ডাঙ্গি
(C) সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি
(D) শিব থাপা

উত্তর
(A) সুকান্ত কদম

  • সুকান্ত কদম ২০২২ সালের ডিসেম্বরে পেরু প্যারা-ব্যাডমিন্টন আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন।
  • ভারত এই চ্যাম্পিয়নশিপে মোট ১৪টি পদক জিতেছে (৬টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ৭টি ব্রোঞ্জ)।
  • ভারতীয় পুরুষদের দ্বৈত জুটি নেহাল এবং ব্রেনো জোহান এবং মহিলাদের দ্বৈত জুটি পারুল পারমার এবং বৈশালী নীলেশ প্যাটেল তাদের নিজ নিজ বিভাগে সোনা জিতেছেন।

৭. ফোর্বসের ২০২২ সালের বিশ্বের ১০০ জন শক্তিশালী নারীর তালিকায় শীর্ষে রয়েছেন কে?

(A) মিশেল ওবামা
(B) উরসুলা ভন ডের লেইন
(C) নির্মলা সীতারমন
(D) মাহসা আমিনী

উত্তর
(B) উরসুলা ভন ডের লেইন

  • ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে ইউরোপের অস্বাভাবিক সংকটের মধ্যে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন ফোর্বসের ২০২২ সালে বিশ্বের ১০০ জন ক্ষমতাশীল নারীর তালিকায় শীর্ষে রয়েছেন।
  • ২০০৪ সাল থেকে, আমেরিকান ম্যাগাজিন ফোর্বস বিশ্বের এই তালিকা প্রকাশ করছে।

৮. চেন্নাই মেট্রো রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য কোন প্রতিষ্ঠান ৭৮০ মিলিয়ন ডলার ঋণের অনুমোদন করেছে?

(A) World Bank
(B) AIIB
(C) IMF
(D) ADB

উত্তর
(D) ADB

  • এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) চেন্নাইয়ের মেট্রো রেলের জন্য নতুন লাইন নির্মাণের জন্য ৭৮০ মিলিয়ন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে।
  • এই প্রকল্পে একটি এলিভেটেড সেকশনের ১০.১ কিলোমিটার, নয়টি মেট্রো স্টেশন এবং ১০ কিলোমিটার ভূগর্ভস্থ অংশ নির্মাণ করা হবে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button