Daily Current Affairs in BengaliCurrent Affairs

9th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

9th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৯ই ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 7th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি ‘Oxfam India’ দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুসারে ভারতে কত শতাংশ মহিলার মোবাইল ফোন রয়েছে?

(A) ১১ শতাংশ
(B) ৩১ শতাংশ
(C) ৮০ শতাংশ
(D) ৬৫ শতাংশ

উত্তর
(B) ৩১ শতাংশ

  • অক্সফ্যাম ইন্ডিয়া ২০২২ সালের ডিসেম্বরে ‘India Inequality Report 2022: Digital Divide’ প্রকাশ করেছে।
  • রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে ভারতের ৬১% পুরুষ এবং ৩১% মহিলাদের মোবাইল ফোন ছিল।
  • ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর মাত্র এক-তৃতীয়াংশ নারী।
  • এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে, ভারতে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে লিঙ্গগত ব্যবধান সবচেয়ে বেশি।

২. Arton Capital দ্বারা প্রকাশিত ‘world’s strongest passport list’-এ ভারতের স্থান কত?

(A) ৮৪তম
(B) ১০৮তম
(C) ৫৫তম
(D) ৮৭তম

উত্তর
(D) ৮৭তম

  • আর্টন ক্যাপিটাল দ্বারা ৭ই ডিসেম্বর ২০২২-এ প্রকাশিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট তালিকায় ভারত ৮৭তম স্থানে রয়েছে।
  • প্রথম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, এরপর রয়েছে জার্মানি, সুইডেন, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, স্পেন ফ্রান্স। আফগানিস্তান এই তালিকায় সবশেষে রয়েছে।
  • আরব আমিরাতের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ১২১টি দেশে প্রবেশ করতে পারেন।

৩. নিচের কোন ভারতীয় স্টার্টআপ সম্প্রতি ‘Earthshot Prize’ জিতেছে?

(A) Kheyti
(B) Kheti-Badi
(C) Shehatkari
(D) Haryali

উত্তর
(A) Kheyti

  • এই পুরস্কারপ্রাপ্ত ৫টি স্টার্টআপ-এর মধ্যে ‘Kheyti’-ও ছিল।
  • এটি ছিল Earthshot পুরস্কারের ২য় সংস্করণ যাকে ‘Eco Oscars’-ও বলা হয়।

৪. কোন দিনটিকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে পালন করা হয়?

(A) ১০ই ডিসেম্বর
(B) ৭ই ডিসেম্বর
(C) ৯ই ডিসেম্বর
(D) ৮ই ডিসেম্বর

উত্তর
(C) ৯ই ডিসেম্বর

  • প্রতি বছর ৯ই ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়।
  • আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২-এর থিম হল “UNCAC at 20: Uniting the World Against Corruption”।
  • UNGA ২০০৫ সালে ৯ই ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করেছিল।

৫. কে ১২ই ডিসেম্বর ২০২২-এ গুজরাটের ১৭তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন?

(A) মানিক সাহা
(B) জয় রাম ঠাকুর
(C) ভূপেন্দ্র প্যাটেল
(D) ভূপেশ বাঘেল

উত্তর
(C) ভূপেন্দ্র প্যাটেল

  • ভূপেন্দ্র প্যাটেল ১২ই ডিসেম্বর ২০২২-এ গুজরাটের ১৭তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন।
  • তিনি আগে আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আহমেদাবাদ আরবান ডেভেলপমেন্ট অথরিটি (AUDA) এর স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন।
  • তিনি ২০২১ সালের সেপ্টেম্বর থেকে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

৬. TTFI এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কে?

(A) কমলেশ মেহতা
(B) দুষ্যন্ত চৌতালা
(C) মেঘনা আহলাওয়াত
(D) প্যাটেল নগেন্দ্র রেড্ডি

উত্তর
(C) মেঘনা আহলাওয়াত

  • মেঘনা আহলাওয়াত ৫ই ডিসেম্বর, ২০২২-এ ভারতের টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।
  • কমলেশ মেহতা TTFI এর মহাসচিব নির্বাচিত হয়েছেন এবং দুষ্যন্ত চৌতালা TTFI এর আগের সভাপতি ছিলেন।

৭. কে রাজ্যসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ হয়েছেন?

(A) জগদীপ ধনখার
(B) গিরিরাজ সিং
(C) বীরেন্দ্র কুমার
(D) পীযূষ গয়াল

উত্তর
(A) জগদীপ ধনখার

  • সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার সাথে সাথে জগদীপ ধনখরকে ৭ই ডিসেম্বর, ২০২২-এ রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

৮. ONGC-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) অরুণ কুমার সিং
(B) বি অশোক
(C) পঙ্কজ জৈন
(D) রাজেশ কুমার শ্রীবাস্তব

উত্তর
(A) অরুণ কুমার সিং

  • অরুণ কুমার সিংকে তিন বছরের জন্য ONGC এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত করা হয়েছে।
  • সদর দপ্তর: বসন্ত কুঞ্জ, নয়াদিল্লি
  • প্রতিষ্ঠা: ১৪ই আগস্ট ১৯৫৬

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button