Daily Current Affairs in BengaliCurrent Affairs

8th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

8th December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৮ই ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 8th December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 7th December Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ‘Miracles of Face Yoga’ বইটির লেখক কে?

(A) মানসী গুলাটি
(B) ডাঃ শ্রীরাম চাউলিয়া
(C) আরাধনা জোহরি
(D) পবন সি. লাল

উত্তর
(A) মানসী গুলাটি

  • Manasvani Yoga এর প্রতিষ্ঠাতা মানসী গুলাটি ২০২২ সালের ডিসেম্বরে তার বই ‘Miracles of Face Yoga’ প্রকাশ করেছেন।
  • মুখের পেশীগুলিকে টান-টান করতে মুখের যোগব্যায়াম বর্ণিত রয়েছে এই বইতে।

২. টাইম ম্যাগাজিন দ্বারা কাকে ২০২২-এর “Person of the Year” হিসাবে মনোনীত করা হয়েছে?

(A) ভ্লাদিমির পুতিন
(B) ভলোদিমির জেলেনস্কি
(C) শি জিনপিং
(D) রমজান কাদিরভ

উত্তর
(B) ভলোদিমির জেলেনস্কি

  • টাইম ম্যাগাজিন ৭ই ডিসেম্বর ২০২২-এ ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে ২০২২-এর “বছরের সেরা ব্যক্তি” হিসাবে মনোনীত করেছে।
  • রাশিয়ার বিধ্বংসী আক্রমণ প্রতিহত করার সাহসিকতার জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছিল।
  • ২৪শে ফেব্রুয়ারী ২০২২ এ রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল।
  • ‘পার্সন অফ দ্য ইয়ার’ হল মার্কিন যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিন-এর একটি বার্ষিক সম্মান, যা ১৯২৭ সালে শুরু হয়েছিল।

৩. নিচের কোন প্রতিষ্ঠানের গবেষকরা একটি ‘Ocean Wave Energy Converter’ তৈরি করেছেন?

(A) IIT বোম্বে
(B) IIT রুরকি
(C) IIT মাদ্রাজ
(D) IIT দিল্লি

উত্তর
(C) IIT মাদ্রাজ

  • IIT মাদ্রাজের গবেষকরা একটি ‘ওশান ওয়েভ এনার্জি কনভার্টার’ তৈরি করেছেন যা সমুদ্রের তরঙ্গ থেকে বিদ্যুৎ শক্তি তৈরি করতে পারে।
  • এই ডিভাইসের পরীক্ষা সম্প্রতি সফলভাবে সম্পন্ন হয়েছে।
  • ডিভাইসটির নাম দেওয়া হয়েছে ‘Sindhuja-I’।
  • এটি আগামী ৩ বছরে সমুদ্রের ঢেউ থেকে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে।

৪. কোন শহরে ২৮শে নভেম্বর থেকে ৬ই ডিসেম্বর পর্যন্ত ‘কার্থিগাই দীপম রথ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে?

(A) মাদুরাই
(B) বিশাখাপত্তনম
(C) বেঙ্গালুরু
(D) কোডাইকানাল

উত্তর
(A) মাদুরাই

  • কার্থিগাই দীপম রথ উত্সব ২৮শে নভেম্বর থেকে ৬ই ডিসেম্বর পর্যন্ত মাদুরাইয়ের তিরুপারঙ্গুনরামে অনুষ্ঠিত হয়েছে।
  • এই উৎসবের উল্লেখ রয়েছে অহনানুরু নামে পরিচিত তামিলদের সাহিত্যে।
  • এটি সঙ্গম সাহিত্যের একটি মহান বই যাতে ২০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৩০০ খ্রিস্টাব্দের মধ্যে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বর্ণিত রয়েছে।

৫. নিম্নোক্ত বিজ্ঞানীদের মধ্যে কে UNESCO এর প্রোগ্রাম ”The World Academy of Science’s”-এর ফেলোশিপ পেয়েছেন?

(A) কে. চন্দ্রশেখরন
(B) কৈলাসবাদিভু শিবন
(C) জি এন রামচন্দ্রন
(D) কে এস রাঙ্গাপ্পা

উত্তর
(D) কে এস রাঙ্গাপ্পা

  • তিনি ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের (ISCA) সাধারণ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
  • ২০১৯ সাল থেকে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীদের মধ্যে স্থান পেয়েছেন তিনি।

৬. কলম্বিয়ায় ভারোত্তোলন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সম্প্রতি কে রৌপ্য জিতেছে?

(A) খুমুকছম সঞ্জিতা চানু
(B) মীরাবাই চানু
(C) গণেশ মালি
(D) সুখেন দে

উত্তর
(B) মীরাবাই চানু

  • অলিম্পিক রৌপ্য পদক বিজয়ী মীরাবাই চানু ৭ই ডিসেম্বর, ২০২২-এ কলম্বিয়ায় ২০২২ সালের বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক জিতেছেন।
  • এটি ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপে মীরাবাইয়ের দ্বিতীয় পদক।
  • এর আগে ২০১৭ সালে ১৯৪ কেজির ভারোত্তোলনের সাথে সোনা জিতেছিলেন তিনি।

৭. ভারতের প্রথম রিয়েল-টাইম গোল্ড ATM কোন শহরে স্থাপিত হয়েছে?

(A) নতুন দিল্লি
(B) ভোপাল
(C) হায়দ্রাবাদ
(D) আহমেদাবাদ

উত্তর
(C) হায়দ্রাবাদ

  • Goldsikka Pvt Ltd ৩রা ডিসেম্বর, ২০২২-এ হায়দ্রাবাদে তার প্রথম গোল্ড ATM স্থাপন করেছে। ATM টি ভারত এবং বিশ্বের প্রথম রিয়েল-টাইম গোল্ড ATM।
  • ‘গোল্ডসিক্কা’ নামের এই ATM মেশিন থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডের সাহায্যে সোনার কয়েন কেনা যাবে।

৮. পেরুর প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী?

(A) লিজ ট্রাস
(B) আনা জারা
(C) এডা রিভাস
(D) দিনা বলুয়ার্তে

উত্তর
(D) দিনা বলুয়ার্তে

  • ডিনা বলুয়ার্তে পেরুর প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন।
  • তিনি পেরুর ষষ্ঠ রাষ্ট্রপতি হওয়ার জন্য শপথ নিয়েছেন।
  • রাজধানী: লিমা
  • মহাদেশ : দক্ষিণ আমেরিকা

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button