3rd December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
3rd December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৩রা ডিসেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 3rd December Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 2nd December Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. অনগ্রসর শ্রেণীর জাতীয় কমিশনের চেয়ারপার্সন হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) কিশোর কুমার বাসা
(B) পার্থ সতপতী
(C) সঞ্জীব চোপড়া
(D) হংসরাজ গঙ্গারাম আহির
- হংসরাজ গঙ্গারাম আহির ২রা ডিসেম্বর ২০২২-এ অনগ্রসর শ্রেণীর জাতীয় কমিশনের চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হয়েছেন।
- তিনি মহারাষ্ট্রের বাসিন্দা এবং পেশায় একজন কৃষিবিদ।
- তিনি ভারত সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় রাসায়নিক ও সার প্রতিমন্ত্রীও ছিলেন।
২. সম্প্রতি কে ‘ইন্ডিয়ার ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস’-এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন?
(A) প্রশান্ত কুমার
(B) প্রসূন জোশী
(C) এএস সঞ্জয় কুমার
(D) বিজেন্দ্র শর্মা
- বিজেন্দর শর্মা ২০২২-২৩ সালের জন্য ভারতের কস্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
- রাকেশ ভাল্লা ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
৩. ৩-৬ই ডিসেম্বর কোন রাজ্যে ‘আন্তর্জাতিক লুসোফোন উৎসব’ অনুষ্ঠিত হবে?
(A) ওড়িশা
(B) কর্ণাটক
(C) গোয়া
(D) রাজস্থান
- আন্তর্জাতিক লুসোফোন ফেস্টিভ্যাল ৩-৬ই ডিসেম্বর গোয়াতে অনুষ্ঠিত হবে।
- রাজভবনে এটির উদ্বোধন করবেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
- লুসোফোন-এর অর্থ পর্তুগিজভাষী, গোয়ার প্রচুর বাসিন্দা পর্তুগিজভাষী।
৪. কোন দেশ ২০২২ সালের ডিসেম্বর মাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) সভাপতিত্ব গ্রহণ করেছে?
(A) ভুটান
(B) ভারত
(C) ইন্দোনেশিয়া
(D) সিঙ্গাপুর
- ভারত ২০২২ সালের ডিসেম্বর মাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) সভাপতিত্ব গ্রহণ করেছে।
- ৩১শে ডিসেম্বর ২০২২-এ UNSC-এর অস্থায়ী সদস্য হিসাবে ভারতের ২ বছরের মেয়াদ শেষ হওয়ার কারণে ভারত এক মাসের জন্য UNSC-এর সভাপতি থাকবে।
- ভারত ১লা জানুয়ারী ২০২১-এ UNSC-এর অস্থায়ী সদস্য হয়েছিল।
- এই নিয়ে ভারত দ্বিতীয়বারের মতো UNSC এর প্রেসিডেন্ট হয়েছে।
৫. “Bravehearts of Bharat: Vignettes from Indian History” বইটির লেখক কে?
(A) পবন সি. লাল
(B) জে জে সিং
(C) আরাধনা জোহরি
(D) বিক্রম সম্পাথ
- সম্প্রতি প্রকাশিত বই, “Bravehearts of Bharat: Vignettes from Indian History” লিখেছেন বিক্রম সম্পাত।
- বইটি প্রকাশ করেছে পেঙ্গুইন বুকস।
- এটি পুরুষ ও মহিলাদের এবং তাদের স্বাধীনতা ও সাহসের অদম্য চেতনার ১৫টি গল্পের একটি সংকলন।
৬. ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন উদযাপনের জন্য প্রথম ‘সিলেট-শিলচর উৎসব’ সম্প্রতি কোন রাজ্যে শুরু হয়েছে?
(A) ত্রিপুরা
(B) পশ্চিমবঙ্গ
(C) মেঘালয়
(D) আসাম
- ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন উদযাপনের জন্য প্রথম সিলেট-শিলচর উৎসব ২০২২ সালের ২রা ডিসেম্বর আসামের বরাক উপত্যকায় শুরু হয়েছে।
- এটি সংস্কৃতি মন্ত্রকের তত্ত্বাবধানে ইন্ডিয়া ফাউন্ডেশন দ্বারা আয়োজিত হয়েছে।
- অনুষ্ঠানটি ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতার ৫০ তম বার্ষিকীর স্মরণে উদযাপিত হচ্ছে।
৭. পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নতুন নির্বাহী পরিচালক হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) বি.কে. মিশ্র
(B) এস বালাচন্দ্রন
(C) এম পরমাসিভম
(D) এস.এম. ঝা
- এম পরমাসিভম একজন কৃষি স্নাতক।
- তিনি ১৯৯০ সালে কানারা ব্যাঙ্কে কৃষি সম্প্রসারণ অফিসার হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন।
- প্রতিষ্ঠা: ১৯শে মে ১৮৯৪, পাকিস্তানের লাহোরে।
- প্রতিষ্ঠাতা: দিয়াল সিং মাজিথিয়া
- সদর দপ্তর: নয়াদিল্লি
৮. সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০১৮-২০ সালে ভারতে মাতৃমৃত্যুর হার (MTR) কত?
(A) প্রতি লক্ষ জীবিত জন্মে ৯৭
(B) প্রতি লক্ষ জীবিত জন্মে ৯৮
(C) প্রতি লক্ষ জীবিত জন্মে ১২০
(D) প্রতি লক্ষ জীবিত জন্মে ১৩০
- ভারতের রেজিস্ট্রার জেনারেলের অফিস দ্বারা প্রকাশিত বিশেষ বুলেটিন অনুসারে, ভারতে মাতৃমৃত্যুর অনুপাত ২০১৪-১৬ সালে প্রতি লক্ষ জীবিত জন্মে ১৩০ থেকে কমে ২০১৮-২০ সালে প্রতি লক্ষ জীবিত জন্মে ৯৭-এ নেমে এসেছে।
- সর্বশেষ প্রকাশিত তথ্য অনুসারে, আসামে মাতৃমৃত্যুর হার (MMR) সর্বোচ্চ ১৯৫ এবং কেরালায় প্রতি লক্ষ জীবিত জন্মের ক্ষেত্রে সর্বনিম্ন ১৯।
To check our latest Posts - Click Here
indrone nAsia