QuizQuiz

কুইজ গেম খেলো – দাদাগিরি কুইজ প্রশ্ন ও উত্তর

Quiz Game Bangla

কুইজ গেম খেলো – দাদাগিরি কুইজ প্রশ্ন ও উত্তর

কুইজ গেম খেলো : নমস্কার বন্ধুরা, দীর্ঘদিন কোনো কুইজ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর পোস্ট করা হয়নি। প্রতিযোগিতামূলক পোস্ট ও কারেন্ট অ্যাফেয়ার্স পোস্ট করতে করতে আমাদের আসল নেশা কুইজ গেম ভুলেই গেছিলাম। অনেকদিন পর তাই কিছু সুন্দর সুন্দর প্রশ্ন নিয়ে হাজির হয়েছি । তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ো।

১. কলকাতা ১৬ অ্যালবামের গান ‘হাফ চকলেট’ – এই গানে দুটি লাইন ছিল।
“আজ দেওয়ালে সৌরভ গাঙ্গুলি / কাল লিওনার্দো ডিক্যাপ্রিও “
এই জনপ্রিয় গানটি কে গেয়েছেন ?

উত্তর
অঞ্জন দত্ত

২. স্বাধীনতা সংগ্রামী ননী গোপালের ছেলে ১৩ বছর বয়সে ফিলাডেলফিলাতে রেডিও সারাতেন। পরবর্তীকালে একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি নিজেকে গড়ে তোলেন এবং শব্দ জগতে বিশেষ জায়গা অর্জন করেন। ইনি কে ?

উত্তর
অমর গোপাল বোস। তিনি বিখ্যাত কোম্পানি “BOSE ” এর প্রতিষ্ঠাতা

৩. ১৯৩৯ সালে ভারতে প্রথম ব্লাড ব্যাঙ্ক শুরু করেন এই ডাক্তার। ব্রিটিশ সরকারের কাছ থেকে নাইটহুড উপাধি এবং দুবার মনোনীত হন নোবেল পুরস্কারের জন্য। ইনি কে ?

উত্তর
ডাঃ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী

৪. এই ধরণের ছাগল ভারত ছাড়াও দেখা যায় – আফগানিস্তান, তুর্কি, মঙ্গোলিয়া, চীন, ইরাক, ইরানে। এই ছাগলের নামকরণ হয় ভারতেই এবং এই ছাগলের লোম থেকে তৈরী হয় এক জনপ্রিয় ফ্যাব্রিক যার নাও এই ছাগলের ওপরেই। এই ছাগলগুলির নাম কি ?

উত্তর
ক্যাশ মেয়ার ( CASHMERE )।
ইংরেজরা কাশ্মীর উচ্চারণ করতে পারতো না। তাই এই ছাগলের নাম এই রকম হয়ে যায়

৫. করোনা মহামারীতে স্তব্ধ হয়ে গেছিলো পুরো বিশ্ব। এই করোনা কথাটির আক্ষরিক অর্থ কি ?

উত্তর
মুকুট

৬. জনপ্রিয় গান “মানিকে মাগে হিতে” – গানটির গায়িকা কে ?

উত্তর
ইয়োহানি দিলোকা ডি’সিলভা

এবারে দেখে নেওয়া যাক কয়েকটি মজাদার গুগলি প্রশ্ন ও উত্তর –

৭. কখন টাকা দিয়ে পছন্দের কিছু পাওয়া যায় অথচ সেই টাকা খরচ হয় না ?

উত্তর
টস করলে। হেড বা টেল পাওয়া যায় কিন্তু টাকাটি খরচ হয় না

৮. একটি রাজ্যে পাঁচজন নাগরিকের বয়স – ৮, ১৭, ৩৩, ৫৩, ৬৯। রাজ্যটির নাম কি ?

উত্তর
ছত্তিশগড়। সংখ্যা ৫টির গড় ৩৬

৯. সবার মুখে মুখে ঘুরছে প্রশ্নটি M দিয়ে শুরু। কি ?

উত্তর
মাস্ক । M – ASK

১০. ক, ট ছাড়া চারটি অক্ষর ব্যবহার করে বাংলায় ১ টাকা বোঝাবেন কি করে ?

উত্তর
ষোলোআনা

এবারে একটু অন্য টাইপের প্রশ্ন –

১১. পুরাণমতে ভগবান বিষ্ণুর কোন অবতারের জন্ম নবমীতে হয়েছিল ?

উত্তর
রাম

১২. কিছু না জানলে আমরা বলি “বিন্দু __ জানি না। ” শূন্যস্থানে কি বসবে ?

উত্তর
বিসর্গ (ঃ )

১৩. “দো দিল মিল রাহা হে ” – গানটি কার কণ্ঠে জনপ্রিয় ?

উত্তর
কুমার সানু

১৪. শক্তিগড় জায়গাটি কোন মিষ্টির জন্য বিখ্যাত?

উত্তর
ল্যাংচা

১৫. ফেডোরা, পানামা, বোলার, ব্যারেট – এগুলো কিসের প্রকার ?

উত্তর
টুপি

এরকম আরও কিছু পোস্ট :

দাদাগিরি গুগলি কোশ্চেন । Googly Quiz – Set 4।গুগলি ধাঁধা ।

দাদাগিরি গুগলি । Googly Quiz – Set 3 ।গুগলি ধাঁধা ।

বাংলা ধাঁধা প্রশ্ন ও উত্তর । Riddles in Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button