General Knowledge Notes in BengaliNotes

DNA ও RNA এর পার্থক্য – DNA ও RNA এর তুলনা

Differences between DNA and RNA

DNA ও RNA এর পার্থক্য – DNA ও RNA এর তুলনা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো DNA ও RNA এর পার্থক্য নিয়ে। আমরা দেখে নেবো DNA কাকে বলে, RNA কাকে বলে, তাদের তুলনা ও এই সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে।

DNA কাকে বলে ?

DNA হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড । ডি অক্সিরাইবোজ শর্করা দিয়ে গঠিত যে দ্বিতন্ত্রী নিউক্লিক অ্যাসিড জীবের সমস্ত প্রকার জৈবিক কাজ এবং বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাকে DNA বলে।

DNA এর গঠন

RNA কাকে বলে?

সজীব কোশে উপস্থিত রাইবোজ শর্করা যুক্ত যে একতন্ত্রী নিউক্লিক অ্যাসিড প্রধানত প্রোটিন সংশ্লেষে সাহায্য করে, তাকে RNA বা রাইবোনিউক্লিক অ্যাসিড বলে। 

RNA এর গঠন

DNA ও RNA এর পার্থক্য :

বিষয়DNARNA
গঠনDNA এর গঠন দ্বিতন্ত্রী ও পেঁচানো সিঁড়ির মতো।RNA এর গঠন একতন্ত্রী হয়।
অবস্থানDNA বেশিরভাগ কোশের নিউক্লিয়াসের থাকে, এছাড়াও মাইটোকন্ড্রিয়ায় স্বল্প পরিমানে DNA দেখা যায়।বেশির ভাগ RNA পাওয়া যায় সাইটোপ্লাজমে, এছাড়াও নিউক্লিয়াস ও রাইবোজোমেও RNA পাওয়া যায়।
শর্করাDNA এর পেন্টোজ শর্করা ডি অক্সিরাইবোজ প্রকৃতির হয়।RNA এর পেন্টোজ শর্করা রাইবোজ প্রকৃতির হয়।
নাইট্রোজেন যুক্ত ক্ষারকDNA এর নাইট্রোজেন যুক্ত বেস (ক্ষারক) গুলি হলো – অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন।RNA এর নাইট্রোজেন বেসগুলি হলো – অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল
কাজDNA বংশগত বৈশিষ্ট বহন করে। ইহা বংশগতির ধারক, বাহক ও নিয়ন্ত্রক হিসাবে কাজ করে।RNA সাধারণত প্রোটিন সংশ্লেষ করে। যদিও কিছু প্রজাতির উদ্ভিদ ভাইরাস ও প্রাণী ভাইরাসের ক্ষেত্রে RNA বংশগত চরিত্র বহন করে।
প্রকারভেদDNA এর কার্যগত কোনো প্রকারভেদ নেই।কাজের ভিত্তিতে RNA ৫ প্রকার, যথা : tRNA, mRNA, gRNA, rRNA ও , মাইনর RNA ।
উৎপত্তিDNA নিজেই নিজের প্রতিলিপি তৈরির মাধ্যমে উৎপন্ন হয়।RNA নিজের প্রতিলিপি তৈরী করতে পারেনা। প্রয়োজনে এটি DNA থেকে সংশ্লেষিত হয়।

এরকম আরও প্রশ্ন –

শিরা ও ধমনী কাকে বলে ? বৈশিষ্ট্য ও পার্থক্য

গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের পার্থক্য – PDF Download

উদ্ভিদের ট্রপিক চলন, ট্যাকটিক চলন এবং ন্যাস্টিক চলন এর মধ্যে পার্থক্য

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button